নিউইয়র্ক ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

খালেদা জিয়া মানবাধিকার থেকেও বঞ্চিত: ফখরুল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
  • / ৫০ বার পঠিত

ঢাকা ডেস্ক : বর্তমানে খালেদা জিয়া মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার গুলশানে হোটেল লেকসোরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির স্বাধীনতার সূর্বণ জয়ন্ত উদযাপনে জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এ অভিযোগ করেন তিনি। খবর বাংলাদেশ জার্নাল

তিনি বলেন, আমাদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তিন বারের প্রধানমন্ত্রী, মানুষের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, স্বাধীনতা-সার্বেভৌমত্বে প্রতীক তিনিও আজকে তার মানবাধিকার, ন্যুনতম যে অধিকার, তার চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

আজকে এখানে গুম হওয়া পরিবারের কথা শুনেছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গত ৮ বছর ধরে আমরা এই পরিবারগুলোর এবং শিশুদের কান্না শুনেছি। তাদের শিশুরা এখনো অপেক্ষা করে থাকে কখন তার বাবা ফিরে আসবে। এরকম একটা ভয়াবহ মর্মস্পর্শী পরিস্থিতির মধ্যে আমরা আছি। বাংলাদেশে আমরা যারা আছি, আমাদের বারবার একথা বলার আর প্রয়োজন নেই যে- বাংলাদেশে কিভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।

প্রশাসন সম্পূর্ণভাবে দলীয়করণ করে ফেলা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে, গণমাধ্যমকে সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণ করে ফেলা হয়েছে। বলতে কোনো দ্বিধা নেই, আজকে যারা গণমাধ্যম কর্মী আছেন তারা সবচেয়ে সহায় অবস্থার মধ্যে পড়েছেন। ডিজিটাল সিকিউরিটির এ্যাক্টের মাধ্যমে এখন কথা বলার স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এই অবস্থা থেকে উত্তরণে দলমত নির্বিশেষে সবাইকে জাতীয় ঐক্য সৃষ্টি করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

এই অনুষ্ঠান বিকাল ৩টা ৫০ মিনিটে শুরু হয়। অনুষ্ঠানের প্রতিবাদ জানাতে লেকসোর হোটেলের সড়কের ফুটপাতে ১৯৭৭ সালের জিয়ার আমলে গুম ষড়যন্ত্রের শিকার ক্ষতিগ্রস্ত পরিবার ‘বিএনপির আগুন সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত ব্যানারে’ ক্ষমতাসীন দল সমর্থিত অর্ধশতাধিক লোক বিক্ষোভ প্রদর্শন করে। তারা জিয়াউর রহমানের আমলে মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগ করে। যতক্ষণ সেমিনার চলে ততক্ষণ তারা ফুটপাতে দাঁড়িয়ে তাদের প্রতিবাদ কর্মসূচি চালায়।

বিএনপির স্বাধীনতার সূর্বণ জয়ন্তী উদযাপনে জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট ফারজানা শারমিনের সঞ্চালনায় সেমিনারে গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ মাহবুবউল্লাহ, অধ্যাপক তাজমেরী ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বর্তমান সরকারের আমলে গুম হওয়া সাবেক সাংসদ ইলিয়াস আলীর ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস, বিএনপির সাজেদুল ইসলাম সুমনের ভাগ্নি আফরা আনজুম, ওমর ফারুকের স্ত্রী পারভীন আখতার, ছাত্রদলের মাহবুবুর রহমান বাপ্পীর বোন ঝুমুর আখতার তাদের স্বজনদের সন্ধান চেয়ে আবেগময় কণ্ঠে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ইংরেজীতে লেখা ‘Disenfrenchenchisment under the authorian regime’ শীর্ষক গ্রন্থটি প্রকাশ করা হয়। ২০০৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের নানা চিত্র তুলে ধরা হয় এই গ্রন্থে।

সেমিনারে জাতিসংঘ, কানাডা, ডেমোক্রেসি ইন্টান্যাশনাল, ইন্টারন্যাশনাল ডেমোক্রেসির প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

খালেদা জিয়া মানবাধিকার থেকেও বঞ্চিত: ফখরুল

প্রকাশের সময় : ০৯:০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১

ঢাকা ডেস্ক : বর্তমানে খালেদা জিয়া মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার গুলশানে হোটেল লেকসোরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির স্বাধীনতার সূর্বণ জয়ন্ত উদযাপনে জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এ অভিযোগ করেন তিনি। খবর বাংলাদেশ জার্নাল

তিনি বলেন, আমাদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তিন বারের প্রধানমন্ত্রী, মানুষের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, স্বাধীনতা-সার্বেভৌমত্বে প্রতীক তিনিও আজকে তার মানবাধিকার, ন্যুনতম যে অধিকার, তার চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

আজকে এখানে গুম হওয়া পরিবারের কথা শুনেছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গত ৮ বছর ধরে আমরা এই পরিবারগুলোর এবং শিশুদের কান্না শুনেছি। তাদের শিশুরা এখনো অপেক্ষা করে থাকে কখন তার বাবা ফিরে আসবে। এরকম একটা ভয়াবহ মর্মস্পর্শী পরিস্থিতির মধ্যে আমরা আছি। বাংলাদেশে আমরা যারা আছি, আমাদের বারবার একথা বলার আর প্রয়োজন নেই যে- বাংলাদেশে কিভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।

প্রশাসন সম্পূর্ণভাবে দলীয়করণ করে ফেলা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে, গণমাধ্যমকে সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণ করে ফেলা হয়েছে। বলতে কোনো দ্বিধা নেই, আজকে যারা গণমাধ্যম কর্মী আছেন তারা সবচেয়ে সহায় অবস্থার মধ্যে পড়েছেন। ডিজিটাল সিকিউরিটির এ্যাক্টের মাধ্যমে এখন কথা বলার স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এই অবস্থা থেকে উত্তরণে দলমত নির্বিশেষে সবাইকে জাতীয় ঐক্য সৃষ্টি করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

এই অনুষ্ঠান বিকাল ৩টা ৫০ মিনিটে শুরু হয়। অনুষ্ঠানের প্রতিবাদ জানাতে লেকসোর হোটেলের সড়কের ফুটপাতে ১৯৭৭ সালের জিয়ার আমলে গুম ষড়যন্ত্রের শিকার ক্ষতিগ্রস্ত পরিবার ‘বিএনপির আগুন সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত ব্যানারে’ ক্ষমতাসীন দল সমর্থিত অর্ধশতাধিক লোক বিক্ষোভ প্রদর্শন করে। তারা জিয়াউর রহমানের আমলে মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগ করে। যতক্ষণ সেমিনার চলে ততক্ষণ তারা ফুটপাতে দাঁড়িয়ে তাদের প্রতিবাদ কর্মসূচি চালায়।

বিএনপির স্বাধীনতার সূর্বণ জয়ন্তী উদযাপনে জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট ফারজানা শারমিনের সঞ্চালনায় সেমিনারে গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ মাহবুবউল্লাহ, অধ্যাপক তাজমেরী ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বর্তমান সরকারের আমলে গুম হওয়া সাবেক সাংসদ ইলিয়াস আলীর ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস, বিএনপির সাজেদুল ইসলাম সুমনের ভাগ্নি আফরা আনজুম, ওমর ফারুকের স্ত্রী পারভীন আখতার, ছাত্রদলের মাহবুবুর রহমান বাপ্পীর বোন ঝুমুর আখতার তাদের স্বজনদের সন্ধান চেয়ে আবেগময় কণ্ঠে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ইংরেজীতে লেখা ‘Disenfrenchenchisment under the authorian regime’ শীর্ষক গ্রন্থটি প্রকাশ করা হয়। ২০০৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের নানা চিত্র তুলে ধরা হয় এই গ্রন্থে।

সেমিনারে জাতিসংঘ, কানাডা, ডেমোক্রেসি ইন্টান্যাশনাল, ইন্টারন্যাশনাল ডেমোক্রেসির প্রতিনিধি উপস্থিত ছিলেন।