খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন : রিজভী আটক
- প্রকাশের সময় : ০৮:৪৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০১৫
- / ১১৫২ বার পঠিত
ঢাকা: বিএনপি চেয়ারপার্সন এবং ২০ দলীয় জোটের প্রধান বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। বাংলাদেশ সময় শনিবার ৩১ জানুয়ারী রাত ২.৪২ মিনিটে ওই কার্যালয়ে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডেসকো পুলিশ নিয়ে এসে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
এর আগে ৩০ জানুয়ারী শুক্রবার বিকেলে ২ ফেব্রুয়ারীর মধ্যে অবরোধ প্রত্যাহার করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সময় বেঁধে দেন শ্রমিক-কর্মচারী-পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ও নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। এ সময়ের মধ্যে অবরোধ প্রত্যাহার না করা হলে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ-পানি-গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হুমকি দেন তিনি।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ২ ফেব্রুয়ারী এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার আগে খালেদা জিয়া অবরোধ প্রত্যাহার না করলে তার গুলশান কার্যালয়ের গ্যাস-বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে। শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক-কর্মচারী, পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে আরো বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান, ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ, জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।
বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে শাজাহান খান বলেন, হরতাল-অবরোধের নামে আপনি মানুষকে যে পোড়াচ্ছেন সে আগুনেই আপনাকে পুড়তে হবে। আমাদের শ্রমিকেরা এমনভাবে আপনার বাড়ি ঘেরাও করবে, দলের নেতাকর্মীদের পাঠানো খাবার আপনার বাড়িতে যাবে না। আপনার বাড়ির বিদ্যুৎ-গ্যাস ও পানি সরবরাহ বন্ধ করে দেয়া হবে। ফলে না খেয়ে মরতে হবে।
বিএনপি নেত্রীকে গ্রেফতারের আহবান জানিয়ে নৌমন্ত্রী বলেন, এই দেশ আমরা স্বাধীন করেছি, স্বাধীনতা রাও আমরাই করব। খালেদা জিয়াকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার দেশবিরোধী নাশকতামূলক কর্মসূচী প্রত্যাহার করুন। তিনি শিার্থীদের নির্বিঘেœ পরীক্ষার হলে যাওয়ার জন্য জনগণের সহযোগিতা কামনা করেন এবং বোমাবাজদের পুলিশে সোপর্দ করার আহ্বান জানান।
রিজভী আটক: এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রাজধানী ঢাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করেছে র্যাব। ৩০ জানুয়ারী শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে রিজভীকে আটক করা হয় বলে র্যাবের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। এর আগে গত ৭ জানুয়ারী রাতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অসুস্থ হলে পড়লে পুলিশ তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে রিজভীকে। পরে তিনি সেখান থেকে নিজ উদ্যোগে চলে গিয়েছিলেন। এরপর থেকে তিনি অজ্ঞাত স্থান থেকে বিবৃতির মাধ্যমে দলের কর্মসূচী ঘোষণা করে আসছিলেন। (দৈনিক নয়া দিগন্ত)