খালেদাকে মুক্তিযোদ্ধা বলায় ফখরুলকে নির্লজ্জ বললেন হানিফ

- প্রকাশের সময় : ০৮:০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ৫১ বার পঠিত
ঢাকা ডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রথম নারী মুক্তিযোদ্ধা দাবি করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, লজ্জা থাকলে বিএনপি মহাসচিব এ ধরনের কথা বলতেন না।
রবিবার (১৯ ডিসেম্বর) কুষ্টিয়ায় শহরের নিজ বাড়িতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘হঠাৎ করে মির্জা ফখরুল আবিষ্কার করছেন, খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা। তার লজ্জা হওয়া উচিত। একাত্তর সাল ঘিরে খালেদা জিয়ার যে কাহিনিগুলো আছে, তা নিশ্চই এ প্রজন্ম জানে না। এগুলো খুঁচিয়ে মানুষের সামনে তুলে ধরতেই কি দলটির মহাসচিব এ ধরনের কথা বলছেন?’
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের বিজয় র্যালি উদ্বোধনের পর বক্তব্য দেন মির্জা ফখরুল। এ সময় তিনি দলের চেয়ারপারসনকে প্রথম নারী মুক্তিযোদ্ধা বলেন। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ বলে সমালোচনায় পড়েন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা ভারাক্রান্ত মনে বিজয় শোভাযাত্রা করছি, যখন একাত্তরের প্রথম নারী মুক্তিযোদ্ধা, দেশের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ মানুষ, তিনি বয়োবৃদ্ধ। এ সময় এমন কোনো কথা আমার বলা উচিত হবে না, যেটা তার জন্য সম্মানহানিকর। কিন্তু দলের নেতারা যদি এ ধরনের মিথ্যাচার করেন, ইতিহাসকে বিকৃত করেন, খালেদা জিয়াকে জোর করে মুক্তিযোদ্ধা বানানোর চেষ্টা করা হয়, তাহলে ইতিহাসের ওই কথাগুলো অটোমেটিক চলে আসবে।’খবর সাম্প্রতিক দেশকাল