কুলাউড়ায় বন্যা দূর্গতদের মধ্যে সাবেক এমপি এম এম শাহীনের ত্রান বিতরণ
- প্রকাশের সময় : ১২:৫৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮
- / ৪৮৩ বার পঠিত
মৌলভীবাজার: কুলাউড়া উপজেলার বন্যা কবলিত হাজিপুর ও টিলাগাঁও ইউনিয়নের দূর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক এমপি এম এম শাহীন। তিনি গত ২১ জুন বৃহস্পতিবার হাজিপুর ও টিলাগাঁও এর ৭টি স্থানে প্রায় দেড় হাজার মানুষের হাতে ত্রাণ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, পৌরসভার প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্চু, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেদওয়ান খাঁন, হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী, ব্রাহ্মণবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক আহমেদ, বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসহাক চৌধুরী ইমরান, বিএনপি নেতা আব্দুল মুক্তাদির মুক্তার, হাজি আফতাব আলী, খন্দকার এম এ শাহজাহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরওয়ার আলম বেলাল, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত সবুজ, উপজেলা যুব দলের আহবায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মনজুর আলম চৌধুরী খোকন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুরমান আহমদ, মেহেদী হাসান খালিক, ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু, দেওয়ান চাঁন আলী, সুলতান আহমদ ও মনিরুজ্জামান হেলাল এবং যুবদলনেতা মোস্তাফা মাহমুদ প্রমূখ। -প্রেস বিজ্ঞপ্তি।