কবি সাযযাদ কাদিরের মাতৃবিয়োগ
- প্রকাশের সময় : ০৮:৩৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০১৫
- / ৬৭৫ বার পঠিত
টাঙ্গাইল: দৈনিক মানবজমিনের যুগ্ম সম্পাদক, ষাটের দশকের অন্যতম কবি সাযযাদ কাদিরের মা মাহমুদা বেগম (৮৫) বার্ধক্যজনিত কারণে গত ১৪ জানুয়ারী সকাল ১১টায় টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন পুত্র, সাত কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। শহরের মিরের বেতকায় মরহুমার জানাজা নামাজ শেষে তার পৈতৃক বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
শোক প্রকাশ: কবি সাযযাদ কাদিরের মাতৃবিয়োগে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং হককথা.কম সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়া টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএ ইন্্ক’র সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক জাকির হোসেন পৃথক শোক বার্তায় টাঙ্গাইলের কৃতি সন্তান কবি সাযযাদ কাদিরের মাতৃবিযোগে গভীর শোক ও সমবেদনা প্রকাশ এবং মরহুমার বিদেহী আতœার শান্তি কামনা করেছেন।