নিউইয়র্ক ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইউপি নির্বাচন সফল, দাবি সিইসির

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৪০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
  • / ৫৮ বার পঠিত

চলমান ইউনিয়ন পরিষদের নির্বাচন প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, সামগ্রিক অর্থে নির্বাচন সফল হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে নির্বাচন ভবনে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় তিনি এ মন্তব্য করেন।

সিইসি দাবি করেন- নির্বাচন প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক হয়েছে। যাতে ৭৪ শতাংশ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। তিনি বলেন, স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনগুলোতে উত্তেজনা ও উত্তাপ থাকবেই। তবে সে উত্তেজনা ও উত্তাপ সহিংসতায় পরিণত হোক, তা আমাদের কাম্য নয়।

তিনি আরও বলেন, সামগ্রিক অর্থে নির্বাচন সফল হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে; দুর্ঘটনা ঘটেছে, হতাহতের ঘটনা ঘটেছে। যেগুলো কিছুতেই কাম্য নয়।

সভায় প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব, স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারা অংশ নিয়েছেন।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইউপি নির্বাচন সফল, দাবি সিইসির

প্রকাশের সময় : ০৭:৪০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১

চলমান ইউনিয়ন পরিষদের নির্বাচন প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, সামগ্রিক অর্থে নির্বাচন সফল হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে নির্বাচন ভবনে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় তিনি এ মন্তব্য করেন।

সিইসি দাবি করেন- নির্বাচন প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক হয়েছে। যাতে ৭৪ শতাংশ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। তিনি বলেন, স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনগুলোতে উত্তেজনা ও উত্তাপ থাকবেই। তবে সে উত্তেজনা ও উত্তাপ সহিংসতায় পরিণত হোক, তা আমাদের কাম্য নয়।

তিনি আরও বলেন, সামগ্রিক অর্থে নির্বাচন সফল হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে; দুর্ঘটনা ঘটেছে, হতাহতের ঘটনা ঘটেছে। যেগুলো কিছুতেই কাম্য নয়।

সভায় প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব, স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারা অংশ নিয়েছেন।