আমার ওপর আস্থা রাখুন : ঢাকা ছাড়ার আগে মমতা
![](https://hakkatha.com/wp-content/uploads/2024/05/hakkathafav.png)
- প্রকাশের সময় : ০৪:০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৫
- / ৭৬০ বার পঠিত
ঢাকা: রাজধানী ঢাকা ছেড়ে নিজ দেশের উদ্দেশে রওয়ানা দিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ একটি বিমানে চড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২১ ফেব্রুয়ারী শনিবার রাতে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম তাকে বিদায় শুভেচ্ছা জানান।
তার আগে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত তিস্তার পানি সুষম বণ্টন, স্থল সীমানা চুক্তির বাস্তবায়ন, ছিটমহল বিনিময়সহ ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন অমীমাংসিত বিষয়ে মীমাংসা করতে ঢাকার পক্ষে কাজ করবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার রাতে বিমান বন্দরে শেষ বিদায়ের সময়ও তার ওপর আস্থা রাখতে বললেন। মমতা বলেন, আমার ওপর আস্থা রাখুন। বিষয়গুলোর দ্রুত সহজ সমাধানে আমি আমার সাধ্যমত কাজ করব। হতাশ হওয়ার কিছু নেই। (দৈনিক কালের কন্ঠ)