বিজ্ঞাপন :
অভিযোগ বর্ণে বর্ণে মিথ্যা : নিজামী
রিপোর্ট:
- প্রকাশের সময় : ১০:৫৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০১৪
- / ১০১২ বার পঠিত
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী তার আইনজীবী তাজুল ইসলামকে বলেছেন, “তার বিরুদ্ধে আনিত অভিযোগ বর্ণে বর্ণে মিথ্যা ছিল।”
বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তার ফাঁসির রায় ঘোষণা করলে মতিউর রহমান নিজামী তাজুল ইসলামকে এসব কথা বলেন।
নিজামী তাকে বলেছেন, “এর আগেও যুগে যুগে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তিনিও এ ষড়যন্ত্রের শিকার।”
এ সময় তিনি তার আইনজীবীকে আরো বলেছেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার জন্য।