নদী-পানির অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার ও সোচ্চার হওয়ার আহবান

- প্রকাশের সময় : ০২:১৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭
- / ৬৩৬ বার পঠিত
নিউইয়র্ক: আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি)’র এক বিশেষ জরুরী সভা গত ৬ মার্চ সংগঠনের চেয়ারম্যান আতিকুর রহমান সালুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন আইএফসি’র সেক্রেটারী জেনারেল সৈয়দ টিপু সুলতান। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট মঈনুদ্দিন নাসের, সংগঠনের সহ সভাপতি যথাক্রমে আলী ইমাম শিকদার, প্রফেসর দেলোয়ার হোসেন, আব্দুর রহিম হাওলাদার, ফারুক হোসেন মজুমদার ও খন্দকার ফরহাদ সহ এম, এ সিদ্দিক পল্লব, জীবন শফিক ও মাহমুদুর রহমান।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে বাংলাদেশের নদী-পানির অধিকার আদায় ও তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে চুক্তি স্বাক্ষর হবে বলে আশাবাদ ব্যক্ত করা এবং বাংলাদেশের নদী-পানির অধিকার রক্ষায় সরকার, বিরোধীদল ও দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার ও সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়।
সভায় অপর এক প্রস্তাবে বাংলাদেশের নদ-নদী সংশ্লিষ্ট দেশগুলোর বিশেষজ্ঞ ও প্রতিনিধি এবং পরিবেশ কর্মীদের নিয়ে একটি আন্তর্জাতিক নদী কনভেনশন অনুষ্ঠন করার প্রস্তাবও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।