অর্থ প্রতিমন্ত্রী মান্নান এমপির সাথে প্রবাসীদের মতবিনিময়

- প্রকাশের সময় : ০৮:২৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭
- / ৭৭০ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র সফররত গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির সাথে প্রবাসী সুনামগঞ্জবাসী মতবিনিময় করেছেন। প্রতিমন্ত্রীর সম্মানে সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতি ইউএসএ ইনক এই সভা ও নৈশভোজের আয়োজন করে। উল্লেখ্য, প্রতিমন্ত্রী মান্নান সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য। খবর ইউএনএ’র।
সিটির জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ পানসী রেষ্টুরেন্টে গত ২ মার্চ বৃহস্প্রতিবার রাত সাড়ে ১০টার দিকে অনুষ্ঠত সভায় প্রতিমন্ত্রীকে স্বাগত জানান সমিতির সভাপতি আব্দুল মুকিত চৌধুরী (মারুফ চৌধুরী) ও সাধারণ সম্পাদক অসিত ডি চৌধুরী। সভায় সমিতির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ ও প্রবাসী সুনামগঞ্জবাসীদের মধ্যে জাহেদ চৌধুরী অপু, মাসুদুল চৌধুরী, আইয়ুব আলী, জাহাঙ্গীর আলম, আব্দুল মন্নাফ তালুকদার, নূরুল গনি নজরুল, এলেমান চৌধুরী, পবিত্র দাস, সহদেব তালুকদার, পংকজ তালুকদার, বিদ্যুৎ কান্তি দে প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে গত ১ মার্চ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে প্রতিমন্ত্রী মান্নান জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছলে সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতির সভাপতি আব্দুল মুকিত চৌধুরীর নেতৃত্বে সংগঠনের সদস্যরা ফুলের তোড়া দিয়ে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
সভায় প্রতিমন্ত্রী এম এ মান্নান উপস্থিত প্রবাসীদের সাথে খোলামেলা আলোচনা করেন এবং প্রবাসীদের খোঁজখবর নেন। এসময় প্রবাসীরা সুনামগঞ্জ জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সমস্যাগুলো সমাধানের জন্য প্রতিমন্ত্রীর মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।