জাকির খানের নামাজে জানাজা শুক্রবার ॥ মরদেহ দাফন হবে ফেঞ্চুগঞ্জে ॥ ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী

- প্রকাশের সময় : ১১:৫৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭
- / ৭৪৮ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে বসবাসকারী বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী জাকির খান (৪৪) এর নামাজে জানাজা ২৪ ফেব্রয়ারী শুক্রবার বাদ জুম্মা স্থানীয় পার্কচেষ্টার জামে মসজিদে অনুষ্ঠিত হবে। তিনি এই মসজিদের আজীবন সদস্য ছিলেন। তার স্ত্রী-পুত্রও এই মসজিদের আজীবন সদস্য। তার মরদেহ বাংলাদেশে নিয়ে যাওয়া হবে এবং তার গ্রামের বাড়ী সিলেট জেলার ফেঞ্চুগঞ্জে দাফন করা হবে পারিবারিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় জাকির খান তার ভাড়া বাসার সামনে বাড়ীর মালিকের উপুর্যপরি ছুরকাঘাতে নিহত হন। তাকে হত্যার অভিযোগে সোমবার রাতেই পুলিশ তার বাড়ী মালিক মিশরীয় বঙ্শদ্ভুত তাহা মাহরানকে (৫১) আটক করেছে। খবর ইউএনএ’র।
পিতৃ-মাতৃহীন জাকির খান দুই পুত্র ও এক কন্যার জনক। তার স্ত্রী ন্যান্সী খান সহ সন্তানরাও ব্রঙ্কসে বসবাস করছেন। তারা ৭ ভাই ও ৫ বোন ছিলেন। ঢাকার নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ১৯৯২ সালে তিনি অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসেন এবং নিউইয়র্কের ব্রঙ্কসে বসবাস করছিলেন। জাকির খানের অকাল ও আকস্মিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তার আকস্মিক ও অনাকাংখিত মৃত্যু কমিউনিটির কেউই মেনে নিতে পারছেন না। প্রবাসী বাংলাদেশীরা জাকির খান হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তপূর্বক ঘাতক তাহার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।
জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্রঙ্কসে তার ১২ বছর বয়সী কন্যার সামনেই তিনি ছুরিকাঘাতে গুরুতর আহত হন। জাকিরকে ছুরিকাঘাত করার পর ঘাতক তাহা নিজেই চিৎকার করে পুলিশ কল করার কথা বলেন।পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে জাকির খানকে স্থানীয় জ্যাকোবী হাসপাতালের জরুরী বিভাগে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে ব্রঙ্কসে তিনি যে বাসায় ভাড়া থাকতেন সেই বাসার মালিকের সাথে বাসার ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছিলো। বিষয়টি পুলিশ এবং আদালত পর্যন্ত গড়িয়েছিলো। পুলিশ জাকির খান নিহত হওয়ার ঘটনা তদন্ত করছে।
এদিকে ২৩ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার নিহত জাকির খানের মরদেহের পোষ্টমোর্টেম সহ সংশ্লিষ্ট কর্মকান্ডের পর বৃহস্প্রতিবার রাতে তার মরদেহ কমিউনিটি নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সর্বশেষ খবরে জানা গেছে এবং তার মরদেহ পার্কচেষ্টার জামে মসজিদে রাখা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত জাকির খান এক সময় ব্যবসায় খুব ভালো করেন এবং মূলধারার মিডিয়ার ব্যবসা-বাণিজ্য বিভাগের শিরোনাম হন। তাকে ব্রঙ্কসের ‘কিং অব রিয়েল এস্টেট’ আখ্যায়িত করাও হয়। নিউইয়র্কের রাজধানী আলবেনীর ক্যাপিটাল হলে ‘বাংলাদেশ ডে পালন’-এর অন্যতম উদ্যোক্তা ও সংগঠক ছিলেন জাকির খান। এছাড়াও কমিউনিটির বিভিন্ন কর্মকান্ডে তার সক্রিয় পদচারনা ছিলো। পার্কচেষ্টার রিয়েল এস্টেট নিউইয়র্ক ইন্ক নামে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিলো।