বিজ্ঞাপন :   
                    
                    বৃহস্পতিবার নিউইয়র্কে প্রবল ঝড়ো বৃষ্টিতে বন্যার আশঙ্কা : সতর্কতা জারী
 
																
								
							
                                
                              							  রিপোর্ট:									
								
                                
                                - প্রকাশের সময় : ০১:১৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ৪ বার পঠিত
হককথা ডেস্ক: বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নিউইয়র্কে প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রয়েছে বন্যার আশঙ্কাও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সিটিতে ১ থেকে ২ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ মাইল পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিউইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বিভাগ বৃহস্পতিবারের জন্য আবহাওয়া সতর্কতা জারি করে জানিয়েছে যে, বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত ভারি বৃষ্টি, ঝড়ো হাওয়া ও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। এজন্য সিটির বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। ঘরের বাইরে বের হওয়ার সময় অতিরিক্ত সময় হাতে নিয়ে ও চলাচলে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রয়োজনে জরুরি অবস্থার জন্য প্রস্তুতি নেওয়া এবং ৩১১ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। খবর টাইম টিভি’র।
 
																			


















