নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ৪ দিনে প্রায় তিন লাখ আগাম ভোট : বয়স্কদের অংশগ্রহণ লক্ষণীয়
- প্রকাশের সময় : ০১:২০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ৩ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচন আগামী ৪ নভেম্বর, মঙ্গলবার। চলছে আগাম ভোটগ্রহণ। এই নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। শনিবার থেকে শুরু হয়েছে আগাম ভোট। এই রিপোর্ট লেখা পর্যন্ত নির্বাচনে গত চার দিনে প্রায় তিন লাখ নিউইয়র্কবাসী আগাম ভোট দিয়েছেন। নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী থাকলেও প্রধান প্রতিদ্ব›দ্বীতায় রয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জোহরান মামদানী এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক গভর্ণর অ্যান্ড্রæ কুওমো। আগামী ৪ নভেম্বর, মঙ্গলবার ইলেকশন ডে। খবর ইউএনএ’র।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিউইয়র্ক সিটির এবারের মেয়র নির্বাচনে গত চার দিনে প্রায় তিন লাখ নিউইয়র্কবাসী আগাম ভোট দিয়েছেন। এর মধ্য ম্যানহাটনে ৮৯ হাজার ৪৭৪ ভোট, ব্রঙ্কসে ২৪ হাজার ৯১৯ ভোট, ব্রæকলীনে ৯২ হাজার ০৩৫ ভোট, কুইন্সে ৬৮ হাজার ৮৭৩ ভোট আর স্টেটান আইল্যান্ডে ২২ হাজার ৪১৭ ভোট সহ মোট ২ লাখ ৯৭ হাজার ৭১৮ জন ভোটার আগাম ভোট দিয়েছেন। দেশ-বিদেশে বহুল আলোচিত এই মেয়র নির্বাচনের আর মাত্র ছয় দিন বাকি থাকলেও আগাম ভোটগ্রহণে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ভোট কেন্দ্রগুলোতে বয়স্কদের অংশগ্রহণ বেশী দেখা যায়। তবে মেয়র পদে মূল তিন প্রতিদ্ব›দ্বী জোহরান মামদানী, অ্যান্ড্রু কুওমো ও কার্টিজ ¯িøওয়া এখনও ভোট দেননি। গণমাধ্যমের খবরে বলা হয়েছে- যারা আগাম ভোট দিয়েছেন, তাদের মধ্যে ৫৫ বছর ও তদ্বোর্ধ বয়সী ভোটার ৪১ ভাগ, ৩৯ থেকে ৫৪ বছর বয়সী ভোটার ২৪ ভাগ আর বাকি ৩৪ শতাংশ ভোটার ছিলেন তরুণ ভোটার। যাদের বয়স ১৮ থেকে ৩৮।
এদিকে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী, সাবেক গভর্নর এন্ড্রু কুওমো কয়েক সপ্তাহ ধরে জরিপে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী মামদানীর চেয়ে দ্বিগুণ ভোটে পিছিয়ে থাকলেও সোমবার তিনি দাবী করেন যে এখন পর্যন্ত প্রাথমিক ভোটের সংখ্যা দেখে তিনি উৎসাহিত বোধ করছেন। অন্যদিকে জোহরান মামদানি সাংবাদিকদের বলেছেন, ভোটারের উপস্থিতি দেখে খুব ভালো লাগছে।




















