এস্টোরিয়ায় ফান্ড রেইজিং-এ বক্তারা
সকল কমিউনিটির যোগ্য প্রতিনিধি হিসেবে মেরী জোবাইদাকে নির্বাচিত করার আহŸান
- প্রকাশের সময় : ১১:৪৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / ২১ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক স্টেটের অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৩৬-এর আসন্ন নির্বাচনে অ্যাসেম্বলী সদস্য পদপ্রার্থী মেরী জোবাইদার ফান্ড রেইজিংয়ে বাংলাদেশী কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির যোগ্য প্রতিনিধি হিসেবে তাকে নির্বাচিত করার আহŸান জানিয়েছেন। গত ২০ অক্টোবর সোমবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেষ্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তির উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।
অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ চৌধুরী রানা, ফার্মাসিস্ট সাহাব আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম ও রানা ফেরদৌস চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আমিন মেহেদী প্রমুখ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন কমিউনিটি অ্যাক্টিভিষ্ট জাবেদ উদ্দিন।
অনুষ্ঠানে মেরী জোবাইদা বলেন, আমেরিকান রাজনীতিতে বাংলাদেশী কমিউনিটি এগিয়ে চলছে। আমাদের মোর্শেদ আলম ভাই যে যাত্রা শুরু করেছিলেন, সেই যাত্রা আটকে আছে। বাংলাদেশী কমিউনিটির কেউ এখনো নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী-সিনেটে যেতে পারিনি। বারবার উদ্যোগ আসলেও তা সফল হয়নি। এত কিছুর পরও আমি আপনাদের সহযোগিতা পাচ্ছি, এগিয়ে যাচ্ছি। তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমেরিকার রাজনীতি আর নির্বাচনী ফান্ড রেইজিং বাংলাদেশের মতো নয়। তাই বিয়গুলো আগে সবার জানা দরকার। নির্বাচনী ফান্ড রেইজিং এর অর্থ বা চেক কিভাবে দিতে হয় কমিউনিটির অনেকে-ই এ বিষয়ে অবগত নয়। তাই বিষয়টি সবাইকে জানানো উচিৎ এবং সবার সহযোগিতা দরকার। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনরা বিভিন্ন গ্রæপের ফান্ড রেইজিং এ অংশ নেওয়ার পরিকল্পনা কথা জানান। বক্তারা বলেন, নির্বাচনে জয়ী হতে হলে মেরি জোবাইদার জন্য বিপুল পরিমাণে ফান্ড রাইজিং এর কোন বিকল্পে নেই। কেননা, এদেশের নির্বাচনী প্রচারের জন্য বিপুল অর্থের প্রয়োজন হয়।



















