নিজের ধর্মীয় পরিচয় রক্ষায় জোহরান মামদানির দৃপ্ত শপথ
- প্রকাশের সময় : ১০:৪২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ১০ বার পঠিত
হককথা ডেস্ক: নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমেক্রেটিক প্রার্থী জোহরান মামদানী শুক্রবার (২৪ অক্টোবর) এক আবেগঘন ভাষণ দিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, সাম্প্রতিক সময়ে সাবেক গভর্নর অ্যানড্রু কুমো ও তার ঘনিষ্ঠদের করা ‘বর্ণবাদী ও ভিত্তিহীন’ আক্রমণের জবাবে তিনি আরও দৃঢ়ভাবে নিজের ‘মুসলিম’ পরিচয়কে গ্রহণ করবেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।
নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের এক মসজিদের বাইরে ধর্মীয় নেতাদের সামনে মামদানী নিউইয়র্কের মুসলিম জনগোষ্ঠীর দীর্ঘদিনের ‘অবমাননা ও অবজ্ঞা’র কথা তুলে ধরেন। তার কণ্ঠ ভারী হয়ে ওঠে যখন তিনি বলেন, ১১ সেপ্টেম্বরের হামলার পর তার খালা মাথায় ওড়না পরে ট্রেনে চড়তে ভয় পেতেন। কারণ তিনি নিজেকে নিরাপদ মনে করতেন না। তিনি বলেন, রাজনীতিতে প্রথম প্রবেশের সময় এক চাচা তাকে পরামর্শ দিয়েছিলেন যেন নিজের ধর্মীয় পরিচয় গোপন রাখেন। মামদানী বলেন, এগুলোই সেই শিক্ষা, যা বহু মুসলিম নিউইয়র্কবাসীকে বারবার দেয়া হয়েছে। গত কয়েকদিনে সেই শিক্ষাই পরিণত হয়েছে অ্যানড্রু কুমো, কার্টিস ¯িøওয়া ও এরিক অ্যাডামসের নির্বাচনী বার্তায়। পরে এক সংবাদ সম্মেলনে কুমো অভিযোগ করেন, মামদানী রাজনৈতিক উদ্দেশ্যে ‘নিজেকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করছেন’। তিনি দাবী করেন যে নিউইয়র্কে ব্যাপক ইসলামবিদ্বেষ নেই। গাজায় ফিলিস্তিনীদের বিরুদ্ধে ইসরাইলের গণহত্যার অভিযোগ তোলায় মামদানিকে শুরু থেকেই কুমো ও অন্যরা আক্রমণ করে আসছিলেন। তবে সাম্প্রতিক দিনগুলোতে সেই আক্রমণ আরও তীব্র হয়েছে, যা নিয়ে ডেমোক্রেট শিবিরের একাংশ বলছে- কুমোর প্রচারণা এখন ইসলামবিদ্বেষী সুরে রূপ নিয়েছে।
অপরদিকে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক রক্ষণশীল রেডিও অনুষ্ঠানে উপস্থাপক সিড রোজেনবার্গের মন্তব্যে কুমোকে হাসতে দেখা যায়। রোজেনবার্গ বলেন, মামদানী হয়তো আরেকটি ৯/১১ হামলায় উল্লাস করবে। কুমোর জবাব ছিল- ‘এটাই তো সমস্যা।’
কুমোর এক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পরে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যায় মামদানি হাত দিয়ে ভাত খাচ্ছেন, আর তার সমর্থকদের ‘অপরাধী’ বলা হচ্ছে। পরে ভিডিওটি সরিয়ে ফেলা হয় এবং কুয়োমোর প্রচারণা দপ্তর জানায়, ভিডিওটি ভুলবশত পোস্ট হয়েছিল। অন্যদিকে সাবেক গভর্নরকে সমর্থন জানাতে গিয়ে নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক অনুষ্ঠানে বলেন, নিউইয়র্ক ইউরোপের মতো হতে পারে না। অন্য দেশে ইসলামের নামে উগ্রবাদের কারণে কী ঘটছে, তা দেখুন। তিনি ইঙ্গিত দেন, মামদানি মেয়র হলে নিউইয়র্কে সন্ত্রাসের ঝুঁকি বাড়বে, যদিও এ দাবির পক্ষে কোনো যুক্তি দেননি। এ সপ্তাহের শুরুতে রিপাবলিকান প্রার্থী কার্টিস ¯িøওয়া একটি বিতর্ক অনুষ্ঠানে মিথ্যা দাবি করেন যে, মামদানি ‘গেøাবাল জিহাদের’ সমর্থক। রোজেনবার্গের মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে কুমো বলেন, আমি তখন কথাটিকে গুরুত্ব দিইনি। অবশ্যই আমি জানি এটা আক্রমণাত্মক মন্তব্য, কিন্তু এটা আমার মুখ থেকে আসেনি। অ্যাডামস ও ¯িøওয়ার প্রচারণা টিমের কাছে পাঠানো বার্তাগুলির কোনো উত্তর পাওয়া যায়নি।
শুক্রবারের বক্তৃতায় মামদানি বলেন, তার বক্তব্য রাজনীতিকদের জন্য নয়, বরং তার সহ-ধর্মী মুসলিম নিউইয়র্কবাসীদের উদ্দেশে। তিনি বলেন, প্রত্যেক মুসলিমের স্বপ্ন শুধু এই, যেন অন্য সব নিউইয়র্কারের মতোই আচরণ করা হয়। কিন্তু বহুদিন ধরে আমাদের বলা হয়েছে, খুব বেশি কিছু চেয়ো না, অল্প যা পাওয়া যায়, তাতেই খুশি থাকো। আর নয়। তিনি ঘোষণা দেন, এখন থেকে তিনি আরও প্রকাশ্যে নিজের মুসলিম পরিচয় ধারণ করবেন। বলেন, আমি ভেবেছিলাম, যদি আমি যথেষ্ট ভদ্রভাবে আচরণ করি, বা বর্ণবাদী আক্রমণের জবাবে নীরব থাকি, তাহলে আমি কেবল ‘মুসলিম প্রার্থী’ নয়, তার চেয়েও বেশি কিছু হয়ে উঠব। কিন্তু আমি ভুল ছিলাম। এই সমাজে যতই নিজেকে বদলানোর চেষ্টা করো, তা কখনো যথেষ্ট নয়।


















