নিউইয়র্ক ০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834
জাতিসংঘের সামনে সাবেক নেতাদের কর্মসূচী ঘোষণা

অবিলম্বে যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি গঠনের দাবী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৫৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ২০ বার পঠিত

নিউইয়র্ক (ইউএনএ): জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বরতী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস ভাষণ প্রদানের দিন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক নেতাদের ব্যানারে দলীয় নেতা-কর্মীরা জাতিসংঘ ভবনের সামনে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপি’র সাবেক নেতাতের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভায় অবিলম্বে যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি গঠনেরও দাবী করা হয়। সভায় বিএনপির মহাসচিব সহ এনসিপি’র নেতাদের সাথে পতিত স্বৈরাচারী হাসিনার দোসরা যে অসভ্য আচরণ করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় উদ্ভুত পরিস্থিতিতে সভাটি এক পর্যায়ে প্রতিবাদ সভায় পরিণত হয়। খবর ইউএনএ’র।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলছে জাতিসংঘ ভবনে। এবারের অধিবেশন জাতিসংঘের ৮০তম অধিবেশন। বাংলাদেশের অন্তর্বরতী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে এবারের অধিবেশন যোগ দিয়েছেন। ২৬ সেপ্টেম্বর শুক্রবার তার ভাষণ দেয়ার কথা। তাঁর সফর সঙ্গী হিসেবে বিএনপি’র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও দলের ভারপ্রাপ্ত চেয়ারপানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা যোগ দেওয়ায় বিএনপি’র কাছে ড. ইউনূসের জাতিসংঘ সফর ভিন্ন রূপ নিয়েছে। ফলে যুক্তরাষ্ট্র বিএনপি ড. ইউনূসের আগমন ও ভাষনের দিন শান্তি সমাবেশের কর্মসূচী নিয়েছে। পাশাপাশি বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি না থাকায় দলের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে। আবার দাবী উঠেছে পূর্নাঙ্গ কমিটি গঠনের।
যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক নেতাদের সভায় জাতিসংঘে ড. ইউনূস ভাষণ প্রদানের দিন শুক্রবার দুপুরে দলীয় ব্যানারে জাতিসংঘ ভবনের সামনে সমাবেশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় এ ব্যাপারে প্রস্তুতি ও মতবিনিময় করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি এবং জিয়া মঞ্চ, ইউএসএ’র সভাপতি আলহাজ্ব সোলায়মান ভূঁইয়া সভায় সভাপতিত্ব করেন। সভাটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।
সভায় যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি এবং কেন্দ্রীয় জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের আহŸায়ক সামসুল ইসলাম মজনু, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি এমদাদুল হক কামাল, নিয়াজ আহমেদ জুয়েল ও আনোয়ার হোসেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ইউএসএ’র আহŸায়ক বাবর উদ্দিন ও সদস্য সচিব গোলাম হোসেন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুরুজ্জামান, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, আখতার হোসেন বাদল, গিয়াস উদ্দিন, কাজী আজম, ফিরোজ আহমেদ, সাঈদুল হক, জহিরুল ইসলাম মোল্লা, মোশাররফ হোসেন সবুজ, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি এম এ বাসেত, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান দুলাল, যুক্তরাষ্ট্র জাসাস-এর সদস্য সচিব জাহাঙ্গীর শহীদ সোহাওয়াদী. যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা মাহামুদা শিরিন, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক হোসেন মজুমদার, বিএনপি নেতা ডা. জাহিদ দেওয়ান শামীম, সিরাজুল ইলাম খান, মোহাম্মদ ফারুক হোসেন মজুমদার, হাজী আবু তাহের, মোহাম্মদ মোতাহার হোসেন, নাসিম আহমেদ, আলহাজ্জ শহীদুল ইসলাম শিকদার, সালেহ আহমেদ চৌধুরী,শেখ ইউসুফ আলী, সালহ আহমেদ মানিক, এডভোকেট আরিফ চৌধুরী, মোহাম্মদ আশরাফ হোসেন, মোহাম্মদ জাফর তালুকদার, সৈয়দ এ আর ফারুক, দেলোওয়ার হোসেন শিপন, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, এডভোকেট রেজওয়ানা রাজ্জাক, শেখ জহির, আবু তাহের এবং ব্রক্ষণবাড়িয়া-৪ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী, সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তাদের মধ্যে অধিকাংশ নেতাই বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ প্রায় এক যুগের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র বিএনপির কেন্দ্রীয় কমিটি না থাকায় দলের কার্যক্রম স্থবিরতা দেখা দিয়েছে এবং সাংগঠনিক কার্যক্রম অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছে। সভায় জেএফকে বিমানবন্দরে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অসম্মানিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
সভায় বক্তারা অবিলম্বে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠনের মধ্য দিয়ে দলকে সুসংগঠিত করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি যতদিন যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠন করা না হবে, ততদিন সাবেক নেতারা যুক্তরাষ্ট্র বিএনপির কার্যক্রম পরিচালনা করবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

জাতিসংঘের সামনে সাবেক নেতাদের কর্মসূচী ঘোষণা

অবিলম্বে যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি গঠনের দাবী

প্রকাশের সময় : ০১:৫৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

নিউইয়র্ক (ইউএনএ): জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বরতী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস ভাষণ প্রদানের দিন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক নেতাদের ব্যানারে দলীয় নেতা-কর্মীরা জাতিসংঘ ভবনের সামনে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপি’র সাবেক নেতাতের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভায় অবিলম্বে যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি গঠনেরও দাবী করা হয়। সভায় বিএনপির মহাসচিব সহ এনসিপি’র নেতাদের সাথে পতিত স্বৈরাচারী হাসিনার দোসরা যে অসভ্য আচরণ করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় উদ্ভুত পরিস্থিতিতে সভাটি এক পর্যায়ে প্রতিবাদ সভায় পরিণত হয়। খবর ইউএনএ’র।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলছে জাতিসংঘ ভবনে। এবারের অধিবেশন জাতিসংঘের ৮০তম অধিবেশন। বাংলাদেশের অন্তর্বরতী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে এবারের অধিবেশন যোগ দিয়েছেন। ২৬ সেপ্টেম্বর শুক্রবার তার ভাষণ দেয়ার কথা। তাঁর সফর সঙ্গী হিসেবে বিএনপি’র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও দলের ভারপ্রাপ্ত চেয়ারপানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা যোগ দেওয়ায় বিএনপি’র কাছে ড. ইউনূসের জাতিসংঘ সফর ভিন্ন রূপ নিয়েছে। ফলে যুক্তরাষ্ট্র বিএনপি ড. ইউনূসের আগমন ও ভাষনের দিন শান্তি সমাবেশের কর্মসূচী নিয়েছে। পাশাপাশি বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি না থাকায় দলের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে। আবার দাবী উঠেছে পূর্নাঙ্গ কমিটি গঠনের।
যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক নেতাদের সভায় জাতিসংঘে ড. ইউনূস ভাষণ প্রদানের দিন শুক্রবার দুপুরে দলীয় ব্যানারে জাতিসংঘ ভবনের সামনে সমাবেশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় এ ব্যাপারে প্রস্তুতি ও মতবিনিময় করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি এবং জিয়া মঞ্চ, ইউএসএ’র সভাপতি আলহাজ্ব সোলায়মান ভূঁইয়া সভায় সভাপতিত্ব করেন। সভাটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।
সভায় যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি এবং কেন্দ্রীয় জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের আহŸায়ক সামসুল ইসলাম মজনু, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি এমদাদুল হক কামাল, নিয়াজ আহমেদ জুয়েল ও আনোয়ার হোসেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ইউএসএ’র আহŸায়ক বাবর উদ্দিন ও সদস্য সচিব গোলাম হোসেন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুরুজ্জামান, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, আখতার হোসেন বাদল, গিয়াস উদ্দিন, কাজী আজম, ফিরোজ আহমেদ, সাঈদুল হক, জহিরুল ইসলাম মোল্লা, মোশাররফ হোসেন সবুজ, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি এম এ বাসেত, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান দুলাল, যুক্তরাষ্ট্র জাসাস-এর সদস্য সচিব জাহাঙ্গীর শহীদ সোহাওয়াদী. যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা মাহামুদা শিরিন, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক হোসেন মজুমদার, বিএনপি নেতা ডা. জাহিদ দেওয়ান শামীম, সিরাজুল ইলাম খান, মোহাম্মদ ফারুক হোসেন মজুমদার, হাজী আবু তাহের, মোহাম্মদ মোতাহার হোসেন, নাসিম আহমেদ, আলহাজ্জ শহীদুল ইসলাম শিকদার, সালেহ আহমেদ চৌধুরী,শেখ ইউসুফ আলী, সালহ আহমেদ মানিক, এডভোকেট আরিফ চৌধুরী, মোহাম্মদ আশরাফ হোসেন, মোহাম্মদ জাফর তালুকদার, সৈয়দ এ আর ফারুক, দেলোওয়ার হোসেন শিপন, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, এডভোকেট রেজওয়ানা রাজ্জাক, শেখ জহির, আবু তাহের এবং ব্রক্ষণবাড়িয়া-৪ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী, সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তাদের মধ্যে অধিকাংশ নেতাই বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ প্রায় এক যুগের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র বিএনপির কেন্দ্রীয় কমিটি না থাকায় দলের কার্যক্রম স্থবিরতা দেখা দিয়েছে এবং সাংগঠনিক কার্যক্রম অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছে। সভায় জেএফকে বিমানবন্দরে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অসম্মানিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
সভায় বক্তারা অবিলম্বে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠনের মধ্য দিয়ে দলকে সুসংগঠিত করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি যতদিন যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠন করা না হবে, ততদিন সাবেক নেতারা যুক্তরাষ্ট্র বিএনপির কার্যক্রম পরিচালনা করবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়।