নিউইয়র্ক ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

প্রধান উপদেষ্টার আগমন সামনে রেখে নিউইয়র্কে বিএনপি-আওয়ামী লীগের সমাবেশ, পাল্টাপাল্টি স্লোগান

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৫২:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৫ বার পঠিত

হককথা রিপোর্ট: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বরতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নিউইয়র্ক আগমন উপলক্ষে নিউইয়র্কে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ হয়েছে। এই সমাবেশ ঘিরে উত্তেজনারও সৃষ্ঠি হয়। পরে সিটি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসে রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
এদিকে প্রধান উপদেষ্টা নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাঁর নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট সোমবার বেলা আড়াইটায় নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে অবতরণ করবে। তাঁদের এই আগমন ঘিরে বিমানবন্দরেও স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন।
প্রধান উপদেষ্টার জাতিসয়ংঘ সফর সামনে রেখে নিউইয়র্ক সময় রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর তিন কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক নেতা যথাক্রমে আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লুর নেতৃত্বে জ্যাকসন হাইটসে বিএনপি ও সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান নেন। এসময় এলাকাটিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় একই সময়ে সমাবেশ করেন বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা। উভয় দলের স্লোগান ও পাল্টা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। দুই পক্ষই স্লোগান দিয়ে দিয়ে জ্যাকসন হাইটস এলাকা প্রদক্ষিণ করে। এ অবস্থা চলার মধ্যে রাত ১০টার দিকে আওয়ামী লীগের এক কর্মী ও আওয়ামী লীগবিরোধী ভিডিও ব্লগার মাসুদুর রহমান পরস্পরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশকে ফোন করেন। পাঁচ মিনিটের মধ্যে অন্তত ১০/১২ জনের পুলিশের দুটি দল ঘটনাস্থলে আসে। একপর্যায়ে পুলিশ জ্যাকসন হাইটসের ওই এলাকা থেকে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকেও এলাকা থেকে সরিয়ে দেয়। এরপর পরিস্থিতি শান্ত হয়। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
এদিকে সম্প্রতি এক সভায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিউইয়র্কে প্রতিহত করার ঘোষণা দেয়া হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে। সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবার সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীদের ‘ভয়ঙ্কর রূপ’ দেখানো হবে বলে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানান, ২২ সেপ্টেম্বর জেএফকে বিমানবন্দরে এবং ২৬ সেপ্টেম্বর (প্রধান উপদেষ্টা ভাষণ দেয়ার দিন) জাতিসংঘের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। এ ছাড়াও কনস্যুলেট হামলার ঘটনা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী গ্রেপ্তার হয়নি বলেও দাবি করেন তিনি। তবে ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা একাধিক মিডিয়াকে জানিয়েছেন যে, কনস্যুলেটে হামলার ঘটনায় একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
অপরদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপি’র নেতারা আসায় এবার পাল্টা প্রস্তুতি নিচ্ছে অপর পক্ষ। বিএনপি’র দলীয় নেতাকর্মীরা মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ প্রধান উপদেষ্টা এবং প্রতিনিধিদলকে স্বাগত জানাতে ইতিমধ্যে বিভিন্ন স্থানে সভা করছেন। করণীয় সম্পর্কে কর্মীদের অবহিত করেছেন নেতারা।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর দলীয় সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্র শাখা না থাকলেও বিভিন্ন নামে ঐক্যবদ্ধ আছেন দলের নেতাকর্মীরা। তারাও সাধারণ প্রবাসীদের ব্যানারে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরসহ প্রধান উপদেষ্টা এবং প্রতিনিধিদলকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন বলে জানা গেছে। আগামী ২৬ সেপ্টেম্বর আব্দুল্লাহ মুহাম্মদ তাহের-কে সম্মাননা জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সবমিলিয়ে জাতিসংঘে প্রধান উপদেষ্টাসহ প্রতিনিধিদলের আগমনে এবং ভাষণের দিনে নিউইয়র্কে পক্ষে-বিপক্ষে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করতে পারে বলে সচেতন প্রবাসীরা আশঙ্কা প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ জানান, প্রধান উপদেষ্টা এবং সফরসঙ্গী বিএনপি’র মহাসচিবসহ প্রতিনিধিদলকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত। ২২ সেপ্টেম্বর জেএফকে বিমানবন্দরে এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সামনে বিএনপি’র নেতাকর্মীরা অবস্থান নেবে এবং শান্তি সমাবেশ করবে। প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশৃঙ্খলা করলে বাংলাদেশের মতো তারা যুক্তরাষ্ট্র থেকেও বিতাড়িত হবেন।
যুক্তরাষ্ট্র বিএনপি’র সভা-সমাবেশ সমন্বয় করতে কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্রে বিএনপির বিভিন্ন ষ্টেট কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা, লন্ডন প্রবাসী আনোয়ার হোসেন ইতিমধ্যেই নিউইয়র্ক পৌছেছেন এবং রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

প্রধান উপদেষ্টার আগমন সামনে রেখে নিউইয়র্কে বিএনপি-আওয়ামী লীগের সমাবেশ, পাল্টাপাল্টি স্লোগান

প্রকাশের সময় : ১২:৫২:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

হককথা রিপোর্ট: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বরতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নিউইয়র্ক আগমন উপলক্ষে নিউইয়র্কে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ হয়েছে। এই সমাবেশ ঘিরে উত্তেজনারও সৃষ্ঠি হয়। পরে সিটি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসে রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
এদিকে প্রধান উপদেষ্টা নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাঁর নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট সোমবার বেলা আড়াইটায় নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে অবতরণ করবে। তাঁদের এই আগমন ঘিরে বিমানবন্দরেও স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন।
প্রধান উপদেষ্টার জাতিসয়ংঘ সফর সামনে রেখে নিউইয়র্ক সময় রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর তিন কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক নেতা যথাক্রমে আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লুর নেতৃত্বে জ্যাকসন হাইটসে বিএনপি ও সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান নেন। এসময় এলাকাটিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় একই সময়ে সমাবেশ করেন বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা। উভয় দলের স্লোগান ও পাল্টা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। দুই পক্ষই স্লোগান দিয়ে দিয়ে জ্যাকসন হাইটস এলাকা প্রদক্ষিণ করে। এ অবস্থা চলার মধ্যে রাত ১০টার দিকে আওয়ামী লীগের এক কর্মী ও আওয়ামী লীগবিরোধী ভিডিও ব্লগার মাসুদুর রহমান পরস্পরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশকে ফোন করেন। পাঁচ মিনিটের মধ্যে অন্তত ১০/১২ জনের পুলিশের দুটি দল ঘটনাস্থলে আসে। একপর্যায়ে পুলিশ জ্যাকসন হাইটসের ওই এলাকা থেকে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকেও এলাকা থেকে সরিয়ে দেয়। এরপর পরিস্থিতি শান্ত হয়। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
এদিকে সম্প্রতি এক সভায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিউইয়র্কে প্রতিহত করার ঘোষণা দেয়া হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে। সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবার সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীদের ‘ভয়ঙ্কর রূপ’ দেখানো হবে বলে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানান, ২২ সেপ্টেম্বর জেএফকে বিমানবন্দরে এবং ২৬ সেপ্টেম্বর (প্রধান উপদেষ্টা ভাষণ দেয়ার দিন) জাতিসংঘের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। এ ছাড়াও কনস্যুলেট হামলার ঘটনা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী গ্রেপ্তার হয়নি বলেও দাবি করেন তিনি। তবে ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা একাধিক মিডিয়াকে জানিয়েছেন যে, কনস্যুলেটে হামলার ঘটনায় একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
অপরদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপি’র নেতারা আসায় এবার পাল্টা প্রস্তুতি নিচ্ছে অপর পক্ষ। বিএনপি’র দলীয় নেতাকর্মীরা মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ প্রধান উপদেষ্টা এবং প্রতিনিধিদলকে স্বাগত জানাতে ইতিমধ্যে বিভিন্ন স্থানে সভা করছেন। করণীয় সম্পর্কে কর্মীদের অবহিত করেছেন নেতারা।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর দলীয় সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্র শাখা না থাকলেও বিভিন্ন নামে ঐক্যবদ্ধ আছেন দলের নেতাকর্মীরা। তারাও সাধারণ প্রবাসীদের ব্যানারে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরসহ প্রধান উপদেষ্টা এবং প্রতিনিধিদলকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন বলে জানা গেছে। আগামী ২৬ সেপ্টেম্বর আব্দুল্লাহ মুহাম্মদ তাহের-কে সম্মাননা জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সবমিলিয়ে জাতিসংঘে প্রধান উপদেষ্টাসহ প্রতিনিধিদলের আগমনে এবং ভাষণের দিনে নিউইয়র্কে পক্ষে-বিপক্ষে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করতে পারে বলে সচেতন প্রবাসীরা আশঙ্কা প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ জানান, প্রধান উপদেষ্টা এবং সফরসঙ্গী বিএনপি’র মহাসচিবসহ প্রতিনিধিদলকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত। ২২ সেপ্টেম্বর জেএফকে বিমানবন্দরে এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সামনে বিএনপি’র নেতাকর্মীরা অবস্থান নেবে এবং শান্তি সমাবেশ করবে। প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশৃঙ্খলা করলে বাংলাদেশের মতো তারা যুক্তরাষ্ট্র থেকেও বিতাড়িত হবেন।
যুক্তরাষ্ট্র বিএনপি’র সভা-সমাবেশ সমন্বয় করতে কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্রে বিএনপির বিভিন্ন ষ্টেট কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা, লন্ডন প্রবাসী আনোয়ার হোসেন ইতিমধ্যেই নিউইয়র্ক পৌছেছেন এবং রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন।