নিউইয়র্ক ০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আজ থেকে তিনদিনব্যাপী মুনা কনভেনশন শুরু

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৪০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / ৪৮ বার পঠিত

ভার্চুয়ালী যোগ দেবেন ড. মিজানুর রহমান আজহারী : উত্তর আমেরিকার মুসলিম কমিউনিটি ফিলাডেলফিয়া মুখী

নিউইয়র্ক (ইউএনএ): নর্থ-আমেরিকায় মুসলমানদের সর্ববৃহৎ মুনা কনভেনশন আজ শুক্রবার (৮ আগষ্ট) থেকে শুরু হচ্ছে। তিনদিনের এই কনভেনশন চলবে ১০ আগস্ট রোববার পর্যন্ত। ৩ দিনব্যাপী পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরের ঐতিহাসিক ‘পেনসিলভানিয়া কনভেনশন সেন্টার’-এ অনুষ্ঠিত হবে। ‘টচবিয়ার্স অব ইসলাম, স্প্রেডিং দ্যা ফেইথ গেøাবালী’ শ্লোগানে এবারের আয়োজিত হচ্ছে মুনা কনভেনশন-২০২৫। সংশ্লিস্টরা জানান, ২০ হাজারের অধিক ধর্মপ্রাণ শিশু-কিশোর-কিশোরী, নারী ও পুরুষরা এই কনভেনশনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ফলে উত্তর আমেরিকার মুসলিম কমিউনিটি এখন ফিলাডেলফিয়া মুখী। খবর ইউএনএ’র।
মুনা সূত্রে জানা গেছে, মূলত: ৮ আগষ্ট শুক্রবার পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে তিনদিনব্যাপী এই কনভেশন শুরু হবে। পরবর্তীতে ১০ আগষ্ট রোববার বিকেল ৫টায় আছরের নামাজ আদায়ের মধ্যদিয়ে মুনা কনভেনশনের সমাপ্তি ঘটবে। মাঝে শনিবার সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলবে রাত এগারোটা পর্যন্ত। কনভেনশনের উল্লেখযোগ্য কর্মকান্ডের মথ্যে থাকবে একাধিক সেমিনার, শিশুদের বিভিন্ন রাইড, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, বাজার, ইয়্যুথ প্রোগ্রাম, সিস্টার্স প্রোগ্রাম প্রভৃতি। কনভেনশনে যোগ দিতে আগ্রহীদের জন্য চলছে রেজিষ্ট্রেশন। স্থানীয় হোটেলে থাকার জন্য থাকছে বিশেষ ছাড়।
কনভেনশনে আমন্ত্রিত ইসলামিক স্কলারদের মধ্যে থাকবেন ড. ওমর সুলেইমান, ইমাম দেলোয়ার হোসাইন, সামী হামদী, মোহাম্মদ ইলসেনওয়ে, ড. আলতাফ হোসাইন, ইমাম টম ফ্যাকইন, হামজাহ আব্দুল মালিক, ইমাম সিরাজ ওহাজ, আসিফ হাইরানী, আব্দুল নাসির জাংদা প্রমুখ। এছাড়াও নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য, বাংলাদেশ, যুক্তরাজ্য ও আফ্রিকার বিশিষ্ট ইসলামিক স্কলারগণ কনভেনশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী এবারের কনভেনশনে ভার্চুয়ালী যোগ দিয়ে বক্তব্য রাখবেন।
আরমান চৌধুরী সিপিএ

মুনা’র ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর ও কনভেনশন কমিটির চেয়ারম্যান আরমান চৌধুরী সিপিএ জানান, কনভেনশনে শিশু-কিশোর, ইয়ুথ ও নারীদের জন্য আলাদা অনুষ্ঠান থাকবে। নতুন প্রজন্মের তরুণদের জন্য রোবটিক্স এআই এর মত অনুষ্ঠানগুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও তরুণী সিস্টার ও অ্যাডাল্ট ভাই-বোনদের জন্য থাকবে বিভিন্ন অনুষ্ঠান। এছাড়াও রোববার দিন ‘মেট্রোমোনিয়ল ডে’তে তরুণ ছেলে-মেয়েদের মধ্যে যারা অবিবাহিত রয়েছেন তাদের ‘ম্যাচ মেকিং’ এর জন্য কিছু স্পেশাল পর্ব থাকবে। কলেজ পড়–য়া বা বিভিন্ন চাকরিতে যুক্ত বিবাহযোগ্য ছেলে-মেয়েদের এই পর্বে যোগ দেয়ার সুযোগ থাকবে।
উল্লেখ্য, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা-মুনা একটি অলাভজনক দাওয়াহ ভিত্তিক সমাজ সেবামূলক জাতীয় সংগঠন হিসেবে যুক্তরাষ্ট্রে প্রধান নগরী নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয় ১৯৯০ সালে। মুনা প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল ব্যক্তিগত, নৈতিক ও মানুষের জীবনের সামাজিক মানোন্নয়নের মাধ্যমে মহান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গ রাজ্যে মুনা’র কার্যক্রম বিস্তৃতি লাভ করেছে। মুসলমানদের সামাজিক, ধর্মীয় ও নাগরিক জীবনকে সমৃদ্ধ করার পাশাপাশি কমিউনিটির সেবায় নিয়োজিত করতে মুনা মুসলমানদের সুসংগঠিত করতে সদা সচেষ্ট। মুনা মুসলমানদেরকে তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলাম চর্চার আহবান জানিয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের কাছেও ইসলামের দাওয়াত পৌঁছাতে চেষ্টা করে। এছাড়া আমেরিকায় বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মের সাথে মুনা অত্যন্ত সক্রিয়ভাবে জড়িত।
এদিকে মুনা কনভেনশন ঘিরে বৃহস্পতিবার থেকেই অনেকেই পেনসিলভানিয়া রাজ্যের ফিলাডেলফিয়া শহরে পৌছেছেন এবং ‘পেনসিলভানিয়া কনভেনশন সেন্টার’-এর আশপাশের হোটেলে উঠেছেন। তবে অধিকাংশরাই আজ শুক্রবার ফিলাডেলফিয়া পৌছবেন এবং তারা এইসব হোটেলেই অবস্থান করবেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আজ থেকে তিনদিনব্যাপী মুনা কনভেনশন শুরু

প্রকাশের সময় : ০৮:৪০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

ভার্চুয়ালী যোগ দেবেন ড. মিজানুর রহমান আজহারী : উত্তর আমেরিকার মুসলিম কমিউনিটি ফিলাডেলফিয়া মুখী

নিউইয়র্ক (ইউএনএ): নর্থ-আমেরিকায় মুসলমানদের সর্ববৃহৎ মুনা কনভেনশন আজ শুক্রবার (৮ আগষ্ট) থেকে শুরু হচ্ছে। তিনদিনের এই কনভেনশন চলবে ১০ আগস্ট রোববার পর্যন্ত। ৩ দিনব্যাপী পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরের ঐতিহাসিক ‘পেনসিলভানিয়া কনভেনশন সেন্টার’-এ অনুষ্ঠিত হবে। ‘টচবিয়ার্স অব ইসলাম, স্প্রেডিং দ্যা ফেইথ গেøাবালী’ শ্লোগানে এবারের আয়োজিত হচ্ছে মুনা কনভেনশন-২০২৫। সংশ্লিস্টরা জানান, ২০ হাজারের অধিক ধর্মপ্রাণ শিশু-কিশোর-কিশোরী, নারী ও পুরুষরা এই কনভেনশনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ফলে উত্তর আমেরিকার মুসলিম কমিউনিটি এখন ফিলাডেলফিয়া মুখী। খবর ইউএনএ’র।
মুনা সূত্রে জানা গেছে, মূলত: ৮ আগষ্ট শুক্রবার পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে তিনদিনব্যাপী এই কনভেশন শুরু হবে। পরবর্তীতে ১০ আগষ্ট রোববার বিকেল ৫টায় আছরের নামাজ আদায়ের মধ্যদিয়ে মুনা কনভেনশনের সমাপ্তি ঘটবে। মাঝে শনিবার সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলবে রাত এগারোটা পর্যন্ত। কনভেনশনের উল্লেখযোগ্য কর্মকান্ডের মথ্যে থাকবে একাধিক সেমিনার, শিশুদের বিভিন্ন রাইড, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, বাজার, ইয়্যুথ প্রোগ্রাম, সিস্টার্স প্রোগ্রাম প্রভৃতি। কনভেনশনে যোগ দিতে আগ্রহীদের জন্য চলছে রেজিষ্ট্রেশন। স্থানীয় হোটেলে থাকার জন্য থাকছে বিশেষ ছাড়।
কনভেনশনে আমন্ত্রিত ইসলামিক স্কলারদের মধ্যে থাকবেন ড. ওমর সুলেইমান, ইমাম দেলোয়ার হোসাইন, সামী হামদী, মোহাম্মদ ইলসেনওয়ে, ড. আলতাফ হোসাইন, ইমাম টম ফ্যাকইন, হামজাহ আব্দুল মালিক, ইমাম সিরাজ ওহাজ, আসিফ হাইরানী, আব্দুল নাসির জাংদা প্রমুখ। এছাড়াও নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য, বাংলাদেশ, যুক্তরাজ্য ও আফ্রিকার বিশিষ্ট ইসলামিক স্কলারগণ কনভেনশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী এবারের কনভেনশনে ভার্চুয়ালী যোগ দিয়ে বক্তব্য রাখবেন।
আরমান চৌধুরী সিপিএ

মুনা’র ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর ও কনভেনশন কমিটির চেয়ারম্যান আরমান চৌধুরী সিপিএ জানান, কনভেনশনে শিশু-কিশোর, ইয়ুথ ও নারীদের জন্য আলাদা অনুষ্ঠান থাকবে। নতুন প্রজন্মের তরুণদের জন্য রোবটিক্স এআই এর মত অনুষ্ঠানগুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও তরুণী সিস্টার ও অ্যাডাল্ট ভাই-বোনদের জন্য থাকবে বিভিন্ন অনুষ্ঠান। এছাড়াও রোববার দিন ‘মেট্রোমোনিয়ল ডে’তে তরুণ ছেলে-মেয়েদের মধ্যে যারা অবিবাহিত রয়েছেন তাদের ‘ম্যাচ মেকিং’ এর জন্য কিছু স্পেশাল পর্ব থাকবে। কলেজ পড়–য়া বা বিভিন্ন চাকরিতে যুক্ত বিবাহযোগ্য ছেলে-মেয়েদের এই পর্বে যোগ দেয়ার সুযোগ থাকবে।
উল্লেখ্য, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা-মুনা একটি অলাভজনক দাওয়াহ ভিত্তিক সমাজ সেবামূলক জাতীয় সংগঠন হিসেবে যুক্তরাষ্ট্রে প্রধান নগরী নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয় ১৯৯০ সালে। মুনা প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল ব্যক্তিগত, নৈতিক ও মানুষের জীবনের সামাজিক মানোন্নয়নের মাধ্যমে মহান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গ রাজ্যে মুনা’র কার্যক্রম বিস্তৃতি লাভ করেছে। মুসলমানদের সামাজিক, ধর্মীয় ও নাগরিক জীবনকে সমৃদ্ধ করার পাশাপাশি কমিউনিটির সেবায় নিয়োজিত করতে মুনা মুসলমানদের সুসংগঠিত করতে সদা সচেষ্ট। মুনা মুসলমানদেরকে তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলাম চর্চার আহবান জানিয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের কাছেও ইসলামের দাওয়াত পৌঁছাতে চেষ্টা করে। এছাড়া আমেরিকায় বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মের সাথে মুনা অত্যন্ত সক্রিয়ভাবে জড়িত।
এদিকে মুনা কনভেনশন ঘিরে বৃহস্পতিবার থেকেই অনেকেই পেনসিলভানিয়া রাজ্যের ফিলাডেলফিয়া শহরে পৌছেছেন এবং ‘পেনসিলভানিয়া কনভেনশন সেন্টার’-এর আশপাশের হোটেলে উঠেছেন। তবে অধিকাংশরাই আজ শুক্রবার ফিলাডেলফিয়া পৌছবেন এবং তারা এইসব হোটেলেই অবস্থান করবেন।