নীলফামারী চ্যাম্পিয়ন সৈয়দপুর রানার্স আপ
সেলিম ফাউন্ডেশনের আয়োজনে নীলফামারীতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত

- প্রকাশের সময় : ০২:০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / ৫ বার পঠিত
নীলফামারী: ‘সেলিম ফাউন্ডেশনের’ উদ্যোগে নীলফামারীতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জুলাই সোমবার ফাইনাল খেলায় নীলফামারী সদর ফুটবল দল চ্যাস্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ফাইনালে দলটি সৈয়দপুর উপজেলা ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে দীপক জয়সূচক গোলটি করেন। উল্লেখ্য, জেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর স্পন্সর করেছে অঙ্কুর সিড অ্যান্ড হিমাগার লিমিটেড, বিøং লেদার প্রোডাক্টস লিমিটেড ও সেলিম ফাউন্ডেশন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব), জেলা পরিষদ, নীলফামারী দীপঙ্কর রায়, উপজেলা নির্বাহী অফিসার, সৈয়দপুর মোহাম্মদ নুর-ই-আলম সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জজ আদালতের সরকারি কৌশলী অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও কর্পোরেট প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ খালিদ আহসান, জেনারেল ম্যানেজার, বিøং লেদার প্রোডাক্টস লিমিটেড, মোহাম্মদ সজিব, মার্চেন্ডাইজিং ম্যানেজার, আহমেদুর রহমান রনি ও নাইম, অপারেশনস টিম, মোহাম্মদ তৌহিদ, প্রতিনিধি ও অঙ্কুর সিড এন্ড হিমাগার লিমিটেড।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, নীলফামারীর প্রত্যেকটি উপজেলায় ৩ লক্ষ টাকার খেলাধুলার সরঞ্জাম প্রদান করা হবে এবং এই জুলাই মাসেই একটি টি-২০ চ্যাম্পিয়ন ট্রফি আয়োজনেরও ঘোষণা দেন। তিনি বলেন, ফাইনাল খেলায় লক্ষাধিক দর্শকের উপস্থিতি ছিলো যা প্রমান করে নীলফামারীর মানুষ ফুটবলকে কতটা ভালোবাসেন। খেলায় চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে ৫০ হাজার এবং রানারআপ দল প্রাইজ মানি হিসেবে ৩০ হাজার টাকা পুরষ্কার লাভ করে।
আরো উল্লেখ্য, নীলফামারীর ‘অঙ্কুর সীড এন্ড হিমাগার’, রংপুর তারাগঞ্জের ‘বিøং লেদার প্রডাক্টস লিমিটেড’ এবং রংপুর জিলার মিঠাপুকুরে অব¯ি’ত ‘অঙ্কুর স্পেশালাইজড কোল্ডস্টোরেজ’ এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ সেলিম ২০২৩ সালের ২৩ জানুয়ারী নিউইয়র্কে ইন্তেকাল করেন। মোহাম্মদ সেলিমের ছোটভাই নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির প্রিয়মুখ হাসানুজ্জামান হাসানের জ্যেষ্টা কন্যা নাওয়াল হাসান মরহুম মোহাম্মদ সেলিমের স্মরণে নিউইয়র্ক ও বাংলাদেশে একযোগে ‘সেলিম ফাউন্ডেশন’ গড়ে তোলেন। -প্রেস বিজ্ঞপ্তি।