সাংবাদিক লেখক আকবর হায়দার কিরনের অন্যরকম জন্মদিন

- প্রকাশের সময় : ১০:৫৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ৮ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): বিশিষ্ট সাংবাদিক ও লেখক আকবর হায়দার কিরনের জন্মদিন এবার ভিন্ন পরিবেশে পালিত হলো। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তাঁর জন্মদিনের শুভেচ্ছা বন্যায় যেন হৃদয়ের জলের ঢেউ উঠে। ডয়েচে ভেলে জার্মান বেতার তরঙ্গের সাবেক মহাপরিচালক ডিয়েটের ভাইরিস থেকে শুরু করে ভয়েস অব আমেরিকা খ্যাত সাংবাদিক রোকেয়া হায়দার ও সরকার কবীর উদ্দিন, প্রবীণ সাংবাদিক ও লেখক মনজুর আহমদ, জনপ্রিয় অভিনেত্রী রেখা আহমদ ছাড়াও দেশ-বিদেশের হাজারো শুভানুধ্যায়ীর ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। উল্লেখ্য, গত ৫ জুলাই, শনিবার ছিলো তার জন্মদিন। খবর ইউএনএ’র।
‘টিপটপ-ফিটফাট’ চলন-বলনের সিনিয়র সাংবাদিক ও লেখক আকবর হায়দার কিরন ৫ জুলাই তাঁর জন্মদিনে একটি বিশেষ কবিতা লিখে পোস্ট করেন ফেসবুকে। তাতে তিনি লিখেন- ‘জন্মদিনে শুধু ভালোবাসা চাই। চাইনা কোন মোড়ানো বাক্স, শুধু চাই একটি আন্তরিক শুভেচ্ছা, একটুখানি ভালোবাসা-নিঃশব্দ, নির্ভেজাল।’ এই প্রতিনিধির সাথে আলাপকালে তিনি বলেন ‘আমার কোন গাড়ী নেই, বাড়ী নেই কিন্তু আছে শুধু একটা নির্ভেজাল হৃদয় । জীবদ্দশায় যদি দু’চারজন আমাকে পছন্দ করে থাকেন তাহলেই আমার জীবন ধন্য।’ তিনি আরো বলেন, ‘মানুষের যে ভালোবাসা পেয়েছি তাতে জীবনে আর চাওয়ার কিছু নেই। তবে কখন কী হয়, তা আল্লাহতায়ালাই জানেন। তাই যে কয়দিন বেঁচে আছি মানুষের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই’।
এদিকে জ্যাকসন হাইটস এলাকাবাসী সংগঠনের পক্ষ থেকে একটি বিশেষ কেক কেটে আকবর হায়দার কিরনের আগাম জন্মদিন পালন করেন ৩ জুলাই বৃহস্পতিবার । সংগঠনের সভাপতি সাকিল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ চৌধুরী খোকন, সাউন্ড সিস্টেম ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ সায়েম, জনপ্রিয় শিশু সাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী সহ অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়াও কোন পুর্ব পরিকল্পনা ছাড়াই জন্মদিনে জ্যাকসন হাইটসের মামা রেস্টুরেন্টে সাংবাদিক-লেখক কিরনের ছোট্ট অথচ বিশেষ সেলিব্রেশন আয়োজন করা হয়। জনপ্রিয় ব্যবসায়ী দম্পতি মামুন ও নাজনীন বড় কেক এনে দিনটিকে স্মরণীয় করেন। বর্ষিয়ান সাংবাদিক ও লেখক মনজুর আহমদ, বিশিষ্ট অভিনেত্রী রেখা আহমদ, জনপ্রিয় সাংবাদিক ও লেখক মনিজা রহমান, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান এবং সাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী সহ অনেকে এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফেনীতে জন্মগ্রহণকারী আকবর হায়দার কিরণের দেশের বাড়ী কুমিল্লায়। তার কৈশোর ও যৌবনের সিংহভাগ সময় কেটেছে চৌদ্দগ্রাম। সাংবাদিক শুরু এরশাদ মজুদারের সাপ্তাহিক ফসল ও রিপোর্টার পত্রিকার মাধ্যমে। পরবর্তীতে সাংবাদিকতা করেছেন বাংলা সাপ্তাহিক ম্যাগাজিন সচিত্র স্বদেশ, ইংরেজী ডেইলী নিউজ, সাপ্তাহিক ২০০০-এ। প্রবাস জীবনে ভয়েস অব আমেরিকার (বাংলা বিভাগ) নিউইয়র্ক সংবাদদাতা ছিলেন। ছিলেন বিবিসি’র স্টিংগার আর অধুনালুপ্ত সাপ্তাহিক বিদেশ বাংলা ও প্রবাসী ভয়েসডটকম-এর সম্পাদক। নিয়মিত লিখেছেন সাপ্তাহিক বিচিত্রা সহ দেশ ও প্রবাসের বিভিন্ন পত্রিকায়। বর্তমানে তিনি নিউইয়র্ক বাংলাডটকম-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিনটি।