নিউইয়র্ক ০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ভাষার মাস ফেব্রুয়ারীতে আবারো চালু হচ্ছে বাংলা স্কুল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০১৭
  • / ৭৭২ বার পঠিত

নিউইয়র্ক: ভাষার মাস ফেব্রুয়ারীতে আবারো চালু হচ্ছে বাংলাদেশ সোসাইটির বাংলা স্কুল। রবিবার সন্ধ্যায় বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া প্রবাসের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, সাংষ্কৃতিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সহযোগিতায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
বাংলাদেশ সোসাইটির ভবনে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত কার্যকরী পরিষদ দায়িত্ব নেয়ার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে সভা হলো। একাধিক কর্মকর্তা ব্যক্তিগত সফরে বাংলাদেশে থাকায় কার্যকরী পরিষদের ১৯ সদস্যের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১৪জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
BDS EC 1st Meeting-2সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকীর সঞ্চালনায় সভায় সোসাইটির কর্মকর্তাদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক এম. কে. জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সাহিত্য সম্পাদক নাসির উদ্দিন, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক আহসান হাবিব, কার্যকরী পরিষদের সদস্য মঈনুল উদ্দিন মাহবুব, আজাদ বাকির, সাদী মিন্টু, আবুল কাশেম চৌধুরী ও সরোয়ার খান বাবু উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই সভাপতি কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী সকল কর্মকর্তাদের সাথে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর অন্যান্য কর্মকর্তারাও শুভেচ্ছা বিনিময় করার পর আনুষ্ঠানিকভাবে সভার কাজ শুরু হয়। অত্যন্ত আন্তরিক হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় ভাষার মাস ফেব্রুয়ারীতে বাংলাদেশ সোসাইটির বাংলা স্কুল পুনরায় চালু করার সিদ্ধান্ত ছাড়াও চলতি বছরের অমর একুশে মহান শহীদ দিবস পালন কর্মসূচি সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এজন্য সোসাইটির উদ্যোগে আগামী ৫ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় প্রবাসের বিভিন্ন সংগঠনের মতবিনিময় সফল করার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়।
সভায় সোসাইটির আগামী দিনের কর্মসূচী তথা নির্বাচনী এজেন্ডা বাস্তবায়ন বিষয়ে কর্মকর্তাদের স্ব স্ব প্রস্তাব আহ্বান করা হয়েছে। কার্যকরী পরিষদের আগামী সভায় এসব প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
সভার শুরুতে সংগঠনের সভাপতি কামাল আহমেদ সবাইকে স্বাগত জানিয়ে বলেন, সবাই অনেক আশা ভরসা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন। তাই সকলের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই আমাদের এই কমিউনিটির জন্য কাজ করে যেতে হবে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

ভাষার মাস ফেব্রুয়ারীতে আবারো চালু হচ্ছে বাংলা স্কুল

প্রকাশের সময় : ০১:০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০১৭

নিউইয়র্ক: ভাষার মাস ফেব্রুয়ারীতে আবারো চালু হচ্ছে বাংলাদেশ সোসাইটির বাংলা স্কুল। রবিবার সন্ধ্যায় বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া প্রবাসের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, সাংষ্কৃতিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সহযোগিতায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
বাংলাদেশ সোসাইটির ভবনে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত কার্যকরী পরিষদ দায়িত্ব নেয়ার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে সভা হলো। একাধিক কর্মকর্তা ব্যক্তিগত সফরে বাংলাদেশে থাকায় কার্যকরী পরিষদের ১৯ সদস্যের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১৪জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
BDS EC 1st Meeting-2সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকীর সঞ্চালনায় সভায় সোসাইটির কর্মকর্তাদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক এম. কে. জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সাহিত্য সম্পাদক নাসির উদ্দিন, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক আহসান হাবিব, কার্যকরী পরিষদের সদস্য মঈনুল উদ্দিন মাহবুব, আজাদ বাকির, সাদী মিন্টু, আবুল কাশেম চৌধুরী ও সরোয়ার খান বাবু উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই সভাপতি কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী সকল কর্মকর্তাদের সাথে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর অন্যান্য কর্মকর্তারাও শুভেচ্ছা বিনিময় করার পর আনুষ্ঠানিকভাবে সভার কাজ শুরু হয়। অত্যন্ত আন্তরিক হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় ভাষার মাস ফেব্রুয়ারীতে বাংলাদেশ সোসাইটির বাংলা স্কুল পুনরায় চালু করার সিদ্ধান্ত ছাড়াও চলতি বছরের অমর একুশে মহান শহীদ দিবস পালন কর্মসূচি সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এজন্য সোসাইটির উদ্যোগে আগামী ৫ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় প্রবাসের বিভিন্ন সংগঠনের মতবিনিময় সফল করার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়।
সভায় সোসাইটির আগামী দিনের কর্মসূচী তথা নির্বাচনী এজেন্ডা বাস্তবায়ন বিষয়ে কর্মকর্তাদের স্ব স্ব প্রস্তাব আহ্বান করা হয়েছে। কার্যকরী পরিষদের আগামী সভায় এসব প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
সভার শুরুতে সংগঠনের সভাপতি কামাল আহমেদ সবাইকে স্বাগত জানিয়ে বলেন, সবাই অনেক আশা ভরসা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন। তাই সকলের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই আমাদের এই কমিউনিটির জন্য কাজ করে যেতে হবে।