বিজ্ঞাপন :
আটান্টায় বাংলাদেশী শিক্ষার্থীর মরদেহ হাসপাতালে!
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৪:৩৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / ২৬৬ বার পঠিত
হককথা রিপোর্ট: আনবার নাজাহ নামে এক বাংলাদেশী শিক্ষার্থীর মরদেহ যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের আটলান্টার ইমোরী ইউনিভারসিটি হসপিটাল সেন্টারে পড়ে রয়েছে বলে জানা গেছে। তার আমেরিকান ভিসার ছবি সহ ফেসবুকে এক পোষ্টের মাধ্যমে নাজাহ’র পরিচয় সহ বিস্তারিত জানার চেষ্টা চলছে। তাতে সাউদার্ন উইটাহ ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে নাজাহ’র পরিচয় রয়েছে। তার পাসপোর্ট নাম্বার এ ০৪২২১০৩৩ এবং জন্ম তারিখ ২৮ ফেব্রæয়ারী ১৯৯৯। ৩১ অক্টোবর ২০২৩-এ ইস্যু করা তার ভিসার মেয়াদ ছিলো ২৯ অক্টোবর ২০২৮।
Tag :
















