১ কোটির বেশি সদস্য নেবে বিএনপি, কার্যক্রম চলবে দুই মাস

- প্রকাশের সময় : ০১:৫৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / ১১৭ বার পঠিত
সমাজের সুনামধন্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষদের লক্ষ্য করে এক কোটির বেশি নতুন সদস্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে দুই মাসের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার (৮ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আগামী ১৫ মে থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে ১৫ জুলাই পর্যন্ত। অন্যান্য দল থেকে যোগ দিতে ইচ্ছুকদের বিষয়ে রিজভী বলেন, যদি কেউ দীর্ঘদিন ধরে রাজনীতির বাইরে থাকেন বা একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন ও লুটপাটে বিরক্ত হয়ে দল ছেড়ে গেছেন, তারাও আসতে পারবেন।
তিনি বলেন, ‘আমরা চাই ফ্রেশ মানুষ—শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ব্যাংকার, এনজিওকর্মী, কৃষক কিংবা শ্রমিক—যারা বিএনপির আদর্শে বিশ্বাসী।’ রিজভী আরও বলেন, ‘যারা সমাজে সুনাম ধরে রেখেছেন, ভদ্রলোক হিসেবে পরিচিত, তারা যেন কোনো বাধা ছাড়াই আমাদের দলে যোগ দিতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।’ নতুন সদস্য সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘২০ টাকার ফরম পূরণ করতে হবে এবং একটি অঙ্গীকারনামা জমা দিতে হবে। এসব যাচাই-বাছাই করা হবে যাতে অযাচিত কেউ দলে ঢুকতে না পারে।’
রিজভী আশা প্রকাশ করে বলেন, ‘জাতীয়তাবাদী চিন্তাধারায় বিশ্বাসী, সমাজের সর্বস্তরের মানুষ আমাদের দলে আগ্রহী হবেন। এখন আর সেই ভয়ংকর দুঃশাসনের ছোবল নেই, তাই অনেকেই বিএনপিতে যোগ দিতে আগ্রহ দেখাবেন।’
এর আগে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এ কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাতসহ সাংগঠনিক নেতারা। সূত্র : দৈনিক ইত্তেফাক।