নিউইয়র্ক ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কে ক্ষমতায়ন উন্নয়ন প্রকল্পের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৪৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / ৩৬ বার পঠিত

নিউইয়র্কে এমপাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্ট ইঙ্কর্পোরেটেড (ইডিপি) বা ক্ষমতায়ন উন্নয়ন প্রকল্প ইনকের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় নিউইয়র্কের রেগো পার্কের একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানে নানা আয়োজন ছিল।

দীর্ঘদিন ধরে নিউইয়র্কের অবহেলিত নারীদের আর্থিক স্বনির্ভরতা অর্জনে কাজ করে আসছে ইডিপি। দক্ষতা প্রশিক্ষণ, ক্ষুদ্র ব্যবসায় ঋণ প্রদান, পেশাগত শিক্ষা এবং উদ্যোক্তা সহায়তার মাধ্যমে নারীদের ক্ষমতায়নে অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি।

ইডিপির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আম্বিয়া বেগম অন্তরা বলেন, ‘প্রায় ১০ বছর আগে একটি সুদূরপ্রসারী স্বপ্ন নিয়ে ইডিপির যাত্রা শুরু হয়েছিল। নারীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়াতে সাক্ষরতা কর্মসূচি, বৃত্তি, নেতৃত্ব প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বৃদ্ধিতে কাজ করে আসছি আমরা। নারীর অধিকার, লিঙ্গ সমতা এবং কমিউনিটি উন্নয়নে ইডিপি নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেটের সিনেটর জন লিউ। তিনি ইডিপির সাফল্য এবং কমিউনিটির উন্নয়নে আম্বিয়া বেগমের অবদানের প্রশংসা করেন। এ সময় নিউইয়র্ক সিটি মেয়র অফিস এবং স্টেট অ্যাসেম্বলির পক্ষ থেকে ইডিপিকে দুটি বিশেষ প্রক্লামেশন প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিটি কাউন্সিল মেম্বার শাহানা হানিফ। তিনি ইডিপির কম্পিউটার ট্রেনিং প্রোগ্রামের শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। ইডিপির প্রেসিডেন্ট এম এস আলমও এ সময় উপস্থিত ছিলেন।

বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নিউইয়র্ক সিটি কাউন্সিল এবং স্টেট অ্যাসেম্বলি ইডিপিকে সম্মাননা ক্রেস্ট ও অ্যাওয়ার্ড প্রদান করে। অনুষ্ঠানে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ অ্যাসেম্বলি প্রতিনিধি সাগির খান উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে কিংবদন্তি বাংলা চলচ্চিত্র অভিনেতা আহম্মেদ শরীফ ও তার স্ত্রী অনুষ্ঠানে যোগ দেন। শারমিন সোনিয়ার প্রাণবন্ত উপস্থাপনা এবং আশিকুর রহমান আশিকের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। প্রবাসের জনপ্রিয় সংগীতশিল্পী চন্দ্রা রায় বাংলাদেশের ঐতিহ্যবাহী গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নিউইয়র্কে ক্ষমতায়ন উন্নয়ন প্রকল্পের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশের সময় : ০৩:৪৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

নিউইয়র্কে এমপাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্ট ইঙ্কর্পোরেটেড (ইডিপি) বা ক্ষমতায়ন উন্নয়ন প্রকল্প ইনকের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় নিউইয়র্কের রেগো পার্কের একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানে নানা আয়োজন ছিল।

দীর্ঘদিন ধরে নিউইয়র্কের অবহেলিত নারীদের আর্থিক স্বনির্ভরতা অর্জনে কাজ করে আসছে ইডিপি। দক্ষতা প্রশিক্ষণ, ক্ষুদ্র ব্যবসায় ঋণ প্রদান, পেশাগত শিক্ষা এবং উদ্যোক্তা সহায়তার মাধ্যমে নারীদের ক্ষমতায়নে অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি।

ইডিপির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আম্বিয়া বেগম অন্তরা বলেন, ‘প্রায় ১০ বছর আগে একটি সুদূরপ্রসারী স্বপ্ন নিয়ে ইডিপির যাত্রা শুরু হয়েছিল। নারীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়াতে সাক্ষরতা কর্মসূচি, বৃত্তি, নেতৃত্ব প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বৃদ্ধিতে কাজ করে আসছি আমরা। নারীর অধিকার, লিঙ্গ সমতা এবং কমিউনিটি উন্নয়নে ইডিপি নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেটের সিনেটর জন লিউ। তিনি ইডিপির সাফল্য এবং কমিউনিটির উন্নয়নে আম্বিয়া বেগমের অবদানের প্রশংসা করেন। এ সময় নিউইয়র্ক সিটি মেয়র অফিস এবং স্টেট অ্যাসেম্বলির পক্ষ থেকে ইডিপিকে দুটি বিশেষ প্রক্লামেশন প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিটি কাউন্সিল মেম্বার শাহানা হানিফ। তিনি ইডিপির কম্পিউটার ট্রেনিং প্রোগ্রামের শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। ইডিপির প্রেসিডেন্ট এম এস আলমও এ সময় উপস্থিত ছিলেন।

বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নিউইয়র্ক সিটি কাউন্সিল এবং স্টেট অ্যাসেম্বলি ইডিপিকে সম্মাননা ক্রেস্ট ও অ্যাওয়ার্ড প্রদান করে। অনুষ্ঠানে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ অ্যাসেম্বলি প্রতিনিধি সাগির খান উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে কিংবদন্তি বাংলা চলচ্চিত্র অভিনেতা আহম্মেদ শরীফ ও তার স্ত্রী অনুষ্ঠানে যোগ দেন। শারমিন সোনিয়ার প্রাণবন্ত উপস্থাপনা এবং আশিকুর রহমান আশিকের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। প্রবাসের জনপ্রিয় সংগীতশিল্পী চন্দ্রা রায় বাংলাদেশের ঐতিহ্যবাহী গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।