নিউইয়র্ক ১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইরানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:২৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • / ২৬ বার পঠিত

ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা ফলপ্রসূ হবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আমরা সকলেই একটি শান্তিপূর্ণ এবং স্থায়ী সমাধান পছন্দ করি। প্যারিসে ইউরোপীয় এবং ইউক্রেনীয় নেতাদের সঙ্গে দেখা করার পর রুবিও বলেন, আমরা আশা করছি আলোচনা অব্যাহত থাকবে এবং ফলপ্রসূ হবে। আমরা সকলেই একটি শান্তিপূর্ণ এবং স্থায়ী সমাধান পছন্দ করব।

তেহরানের পারমাণবিক কর্মসূচির পরিস্থিতি সমাধানের উপায় নিয়ে আলোচনা করতে গত ১২ এপ্রিল ওমানে ওয়াশিংটন ও তেহরানের কর্মকর্তারা আলোচনা করেন। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশেষ ট্রাম্পের দূত স্টিভ উইটকফ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, বৈঠকটি একটি পরিমাপিত এবং ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং উভয় পক্ষই পরামর্শ অব্যাহত রাখতে সম্মত হয়েছে। এরপর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঘোষণা করেন, পরবর্তী দফা আলোচনা ১৯ এপ্রিল ইতালির রোমে অনুষ্ঠিত হবে। যদিও ইরান এ বিষয়ে এখনো কিছু জানায়নি।

ওমানে ওয়াশিংটন-তেহরান আলোচনা ২০২২ সালের পর দুই দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের যোগাযোগ। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বছরের পর বছর ধরে চলমান মতবিরোধ নিরসনের লক্ষ্যে এই পরামর্শ অনুষ্ঠিত হচ্ছে। সূত্র : দৈনিক ইত্তেফাক।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইরানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ০৬:২৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা ফলপ্রসূ হবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আমরা সকলেই একটি শান্তিপূর্ণ এবং স্থায়ী সমাধান পছন্দ করি। প্যারিসে ইউরোপীয় এবং ইউক্রেনীয় নেতাদের সঙ্গে দেখা করার পর রুবিও বলেন, আমরা আশা করছি আলোচনা অব্যাহত থাকবে এবং ফলপ্রসূ হবে। আমরা সকলেই একটি শান্তিপূর্ণ এবং স্থায়ী সমাধান পছন্দ করব।

তেহরানের পারমাণবিক কর্মসূচির পরিস্থিতি সমাধানের উপায় নিয়ে আলোচনা করতে গত ১২ এপ্রিল ওমানে ওয়াশিংটন ও তেহরানের কর্মকর্তারা আলোচনা করেন। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশেষ ট্রাম্পের দূত স্টিভ উইটকফ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, বৈঠকটি একটি পরিমাপিত এবং ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং উভয় পক্ষই পরামর্শ অব্যাহত রাখতে সম্মত হয়েছে। এরপর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঘোষণা করেন, পরবর্তী দফা আলোচনা ১৯ এপ্রিল ইতালির রোমে অনুষ্ঠিত হবে। যদিও ইরান এ বিষয়ে এখনো কিছু জানায়নি।

ওমানে ওয়াশিংটন-তেহরান আলোচনা ২০২২ সালের পর দুই দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের যোগাযোগ। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বছরের পর বছর ধরে চলমান মতবিরোধ নিরসনের লক্ষ্যে এই পরামর্শ অনুষ্ঠিত হচ্ছে। সূত্র : দৈনিক ইত্তেফাক।