সর্বত্রই উৎসবের আমেজ : জেএমসি’র উদ্যোগে সর্ববৃহৎ ঈদের জামাত
নিউইয়র্ক সহ উত্তর আমেরিকার অধিকাংশ স্থানে ঈদুল ফিতর উদযাপিত

- প্রকাশের সময় : ০৩:১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
- / ৫৯ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে রোববার (৩০ মার্চ) নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সৌদী আরবের ঘোষণার পর যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত হয়। তবে শাওয়াল মাসের চাঁদ দেখা না দেখা-কে কেন্দ্র করে নিউইয়র্কের কোন কোন স্থানে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদ উপলক্ষ্যে উত্তর আমেরিকার মুসলিম কমিউনিটিতে উৎসবের আমেজ বিরাজ করছে। ঈদ উদযাপনের মূল অনুষ্ঠান ঈদের জামাতে ছিলো সর্বস্তরের নর-নারীর অংশগ্রহন। মেঘলা আবহাওয়া আর ঠান্ডার মধ্যে ধর্মপ্রাণ হাজার হাজার মুসলিম সপরিবারে বিভিন্ন ঈদের জামাতে অংশ নেন। জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর উদ্যোগে নিউইয়র্ক সিটির কুইন্স বরোর জ্যামাইকার টমাস এডিসন হাইস্কুল মাঠে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। এতে ১০/১২ হাজার নর-নারী ঈদের জামাতে অংশ নেন বলে সংশ্লিস্টরা দাবী করেন। ঈদের নামাজ আদায় শেষে বিশেষ মুনাজাতে মহান আল্লাহতায়ালার দরবারে সমগ্র মুসলিম জাহান তথা মানব জাতির সুখ-সমৃদ্ধি কামনা এবং ফিলিস্তিনীদের জন্য দোয়া করা হয়। খবর ইউএনএ’র।
দীর্ঘ একমাস সিয়াম সাধনা অর্থাৎ রোজা রাখার মাধ্যম্যে মহান সৃষ্টিকর্তা আল্লাতায়ালার নৈকট্য লাভের প্রত্যাশার পর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে রোববার নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় উদযাপিত হলো পবিত্র ঈদুল ফিতর। মেঘলা আবহাওয়া আর ঠান্ডা উপক্ষো করে ধর্মপ্রাণ মুসলিম কমিউনিটির শিশু-কিশোর সহ বয়োবৃদ্ধরাও রং বে রং এর নতুন পোশাক পড়ে সপরিবারে বিভিন্ন ঈদের জামাতগুলোতে অংশ নেন। অর্ধ শতাধিক মসজিদ আর ইসলামিক সেন্টার ছাড়াও খোলা মাঠে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
নিউইয়র্কে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টার – জেএমসি’র উদ্যোগে স্থানীয় টমাস এডিসন হাইস্কুল মাঠে। এই জামাতে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনালের মোহাম্মদ নাজমুল হুদা সহ হাজার হাজার শিশু-কিশোর-কিশোরী, নর-নারী এবং বয়োবৃদ্ধরাও অংশ নেন। এতে ইমামতি করেন জেএমসি’র ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ। ঈদের জামাতের আগে মূলধারার রাজনীতিক ও অফিসিয়ালদের মধ্যে ষ্টেট সিনেটর জন সি ল্যু, ষ্টেট অ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রীন ও জোহরান মামদানী, নিউইয়র্ক সিটির পাবলিক এডভোকেট জুমানী উইলিয়ামস, বাংলাদেশী-আমেরিকান জাজ সোমা সাঈদ, জেএমসি’র ট্রাষ্টি বোর্ড চেয়ারম্যান ডা. নাজমুল এইচ আলম, সভাপতি ডা. মোহাম্মদ এম রহমান তুহিন শুভেচ্ছা বক্তব্য রাখেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেএমসি’র সেক্রেটারী আফতাব মান্নান।
মুনা সেন্টার অব আমেরিকার উদ্যোগে ওজনপার্কের ৮০-৫০ পিটকিন এভিনিউস্থ নিজস্ব ভবনে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মওলানা আবু উবায়দা। দুই হাজারোধিক নর-নারী এতে ঈদের নামাজ আদায় করেন। নামাজের আগে ব্রæকলীন ডিষ্ট্রিক্ট এটর্নী এরিক গাঞ্জালা শুভেচ্ছা বক্তব্য রাখেন।
নিউইয়র্কের হাজী ক্যাম্প মসজিদ হিসেবে পরিচিত জ্যামাইকার মসজিদ মিশন সেন্টারের উদ্যোগে মসজিদ ভবনে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৭টা, ৮টা ও ৯টায়। এতে শত শত নর-নারী পরিবার-পরিজন নিয়ে ঈদের নামাজ আদায় করেন।
এস্টোরিয়ার আল আমীন জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে মসজিদ সংলগ্ন ৩৬ স্ট্রীটের উপর খোলা রাস্তায় ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করেন মওলানা মওলানা লুৎফর রহমান চৌধুরী। ঈদ জামাতের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি শাহাব উদ্দিন ও সেক্রেটারী আমীর হোসেন। এই জামাতেও শত শত নর-নারী জামাতে অংশ নেন।
এদিকে নিউজার্সীর ষ্টেটের প্যাটারসন মসজিদ আল-ফেরদৌসের আয়োজনে স্থানীয় পাবলিক স্কুল ৫এর পারকিং লটে খোলা মাঠে ঈদের বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ মঞ্জলালী। ঈদ জামাতের আগে প্যাটারসন সিটি মেয়র এন্দ্রে সায়া ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম খান ও সাবেক সভাপতি সৈয়দ জুবায়ের আলী প্রমুখ।
এছাড়াও উল্লেখযোগ্য মসজিদ ও ইসলামিক সেন্টারগুলোর মধ্যে নিউইয়র্ক সিটির জ্যামাইকার আল আলাফা ইমলামিক সেন্টার ও আমেরিকা মুসলিম সেন্টার, ম্যানহাটানের মদিনা মসজিদ, ব্রæকলীনের বাংলাদেশ মুসলিম সেন্টার ও বায়তুল জান্নাহ জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টার, ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদ ও বাংলা বাজার জামে মসজিদ, জ্যাকসন হাইটসের ঈদ গাঁহ সহ সিটির অর্ধ শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
অপরদিকে ওয়াশিংটন ডিসিসহ বাংলাদেশী অধ্যুষিত যুক্তরাষ্ট্রের নিউজার্সী, কানেকটিকাট, ম্যারিল্যান্ড, পেনসেলভেনিয়া, ভার্জেনিয়া, ওয়াহিও, ফ্লোরিডা, নর্থ ক্যারোরিনা, সাউথ ক্যারোলিনা, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, অ্যারিজোনা প্রভৃতি স্টেটে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার খবর পাওয়া গেছে।
জ্যামাইকা মুসলিম সেন্টার – জেএমসি’র উদ্যোগে স্থানীয় টমাস এডিসন হাইস্কুল মাঠে জামাত