তারকাদের হোলি উৎসব

- প্রকাশের সময় : ১১:৩৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / ৩৫ বার পঠিত
ব্যস্ততা ভুলে রঙের উৎসবে মেতে উঠলেন বলিউডের তারকারা। পরিবারের সদস্য, ভালোবাসার মানুষ এবং কাছের বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন তারা। কেউ শুটিং সেটে, কেউ বন্ধুদের বাড়িতে-প্রত্যেকেই হোলিকে স্মরণীয় করে তুললেন নিজেদের মতো করে। উৎসব উদ্যাপনে বরাবরই এগিয়ে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। এ বছরও পরিবারের ঐতিহ্য মেনে বচ্চন পরিবারে নেড়াপোড়া আর রঙের উৎসব জমে উঠেছে।
প্রতিবারের মতো এবারও রঙের উৎসবে স্বামী ভিকি কৌশল, দেওর ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে সময়কে রঙিন করেন ক্যাটরিনা কাইফ। একে অপরের গালে ভালোবাসার রং লাগিয়ে উদ্যাপন করলেন হোলি উৎসব।
হোলিতে যেন নতুন মোড় নিল বিজয় ভার্মা ও তামান্না ভাটিয়ার সম্পর্ক! রাভিনা ট্যান্ডনের বাড়িতে রং খেলতে দেখা গেছে দুজনকেই, যদিও এসেছেন আলাদাভাবে। তবে বের হওয়ার সময় তামান্নার শরীরে বিজয়ের ছোঁয়া বিচ্ছেদের গুঞ্জনচর্চায় রত অনুরাগীদের মনে যেন নতুন গল্পের ইঙ্গিত দিয়েছে।
সম্প্রতি প্রেম ভেঙেছে মালাইকা অরোরার। দোলের জন্য আলাদা সময় রাখেননি তিনি। কলকাতার এক অনুষ্ঠানে নিজের জনপ্রিয় গান ‘ঢোলনা’-তে নেচে দর্শকদের মাতিয়ে তুলেছেন এই অভিনেত্রী। শুটিংয়ের ব্যস্ততায় হোলির আলাদা আয়োজন করতে পারেননি সালমান খান। তবে ‘সিকান্দার’ সিনেমার সেটেই সহশিল্পী ও শিশু অভিনেতাদের সঙ্গে রং খেলায় মেতে উঠেছেন বলিউড ভাইজান। বলিউডের তারকাদের হোলি উদ্যাপন এবারও প্রমাণ করল, রঙের উৎসবে ভেদাভেদ নেই। সম্পর্কের নতুন বাঁক, পুরোনো ঐতিহ্য আর নির্মল আনন্দ-সব মিলিয়ে রঙিন হয়ে উঠল তারকাদের দোল উৎসব! সূত্র : দৈনিক ইত্তেফাক।