বিজ্ঞাপন :
২০২৬ সালের শেষে মঙ্গল গ্রহে যাত্রা করবে স্টারশিপ: ইলন মাস্ক
রিপোর্ট:
- প্রকাশের সময় : ১১:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / ১৯৬ বার পঠিত
স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বলেছেন, তাদের বিশাল রকেট স্টারশিপ ২০২৬ সালের শেষের দিকে টেসলার তৈরি হিউম্যানয়েড রোবট ‘অপটিমাস’ নিয়ে মঙ্গল গ্রহে যাত্রা করবে। ‘২০২৯ সালের মধ্যেই’ মঙ্গল গ্রহে মানুষের অবতরণ ঘটতে পারে বলেও অনুমান করেছেন এই ধনকুবের।
ইলন মাস্ক এক্স সোশ্যাল নেটওয়ার্কে বলেছেন, আগামী বছর শেষের দিকে অপটিমাসকে নিয়ে মঙ্গল গ্রহে যাত্রা শুরু করবে স্টারশিপ। যদি অবতরণ ভালোভাবে সম্পন্ন হয়, তাহলে ২০২৯ সালের মধ্যেই সেখানে মানুষের অবতরণ শুরু হতে পারে। সূত্র : দৈনিক ইত্তেফাক।
















