রমজানে তরমুজ চাষে বাম্পার ফলন, ওমানে বাংলাদেশি কৃষকের সাফল্য

- প্রকাশের সময় : ০১:২৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- / ৫৬ বার পঠিত
ওমানের কৃষিক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশি কৃষক মোস্তফা। রমজান মাসকে সামনে রেখে তরমুজ চাষ করে তিনি ব্যাপক সাফল্য পেয়েছেন। মোস্তফা জানান, রমজান মাসে তরমুজের চাহিদা বহুগুণ বেড়ে যায়। এ বিষয়টি মাথায় রেখে সঠিক সময়ে চাষ শুরু করার কারণে বাম্পার ফলন পেয়েছি। আধুনিক চাষাবাদ পদ্ধতি ও সঠিক পরিচর্যার ফলে খামারে উৎপাদিত তরমুজগুলো আকারে যেমন বড়, তেমনই মিষ্টি ও রসালো হয়েছে।
স্থানীয় বাজার ছাড়াও বিভিন্ন সুপার মার্কেট এবং পাইকারি ব্যবসায়ীরা তার খামার থেকে তরমুজ কিনতে আগ্রহ দেখাচ্ছেন। মোস্তফা বলেন, ‘সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ওমানের মাটিতেও ভালো ফসল ফলানো সম্ভব। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ চাষাবাদ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।’ এ বাংলাদেশি কৃষকের সাফল্য ওমানের কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূত্র : ঢাকাপোস্ট।