নিউইয়র্ক ১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইংরেজী বর্ষবরণ উৎসবে ইউরোপ-আমেরিকায় ব্যাপক নিরাপত্তা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৫১:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬
  • / ১১৩৬ বার পঠিত

নিউইয়র্ক: ইংরেজি নববর্ষ সামনে রেখে বিশ্বের রাজধানী বলে খ্যাত নিউইয়র্ক সহ ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশের রাজধানী ও বড় বড় শহরগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। গেল সপ্তাহে বার্লিনে ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ১২ জন নিহত হওয়ার পর ৩০ ডিসেম্বর শুক্রবার বিভিন্ন শহরের বিপণিবিতান ও গণজমায়েত স্থলগুলোতে প্রতিরোধক বসানোর পাশাপাশি পুলিশের সংখ্যাও বাড়ানো হয়। জার্মানির রাজধানী বার্লিনের ব্রানডেনবার্গ গেটের সামনে পারিজা পন্তাতজ স্কয়ার বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে অতিরিক্ত ১৭শ’ পুলিশ কর্মকর্তাকে প্রস্তুত রাখা হয়েছে। প্রতিরোধক দিয়ে এলাকাটি ঘিরে রাখা হয়েছে। সাঁজোয়া যানও প্রস্তুত রয়েছে। এদিকে নতুন বছর বরণ ঘিরে নিউইয়র্ক সিটির ঐতিহাসিক টাইম স্কয়ারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সিটির পুলিশ বিভাগ। এজন্য নিয়োগ করা হয়েছে ৭ হাজার পুলিশ সদস্য। টাইমস স্কয়ারে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব বান কি মুন।
times-square-pic_nrb-news_31-dec2016এনআরবি নিউজ-এর খবরে বলা হয়েছে: ইংরেজী নতুন বছর বরণে বিশ্বখ্যাত টাইমস স্কোয়ারের নিরাপত্তায় বালু ভর্তি ৬৫ ট্রাক, ৭ হাজার সশস্ত্র পুলিশ, পুলিশের শতাধিক ট্রাক, হেলিকপ্টার, নৌ-যান থাকবে। টাইমস স্কোয়ারে ২০ লক্ষাধিক লোক সমাগমের এ অনুষ্ঠানে ফ্রান্স ও জার্মানী স্টাইলে হামলার আশংকা ঠেকাতে এমন পদক্ষেপ গ্রহণের তথ্য জানান নিউইয়র্ক পুলিশের কমিশনার জেমস পি ও’নীল। সিটি মেয়র বিল ডি ব্লাসিয়োকে পাশে রেখে ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার টাইমস স্কোয়ারে এক সাংবাদিক সম্মেলনে পুলিশ কমিশনার আরো উল্লেখ করেন, ‘কোন ধরনের হামলার হুমকি নেই, তবুও আমরা সকল ধরনের প্রতিরোধ-পদক্ষেপ অবলম্বন করছি।’ ১৬ টন ওজনের ৬৫ ট্রামে বালু ভরা হচ্ছে। সেগুলো থাকবে যে কোন ধরনের সন্ত্রাসী-ট্রাক প্রতিরোধের জন্যে। উল্লেখ্য, ৮ নভেম্বরের নির্বাচনের দিনও এই সিটির ট্রাম্প টাওয়ারের নিরাপত্তায় বালুভর্তি ট্রাক রাখা হয়েছিল। থ্যাঙ্কসগিভিং ডে-তে মেসীর প্যারেডের নিরাপত্তার জন্যেও ব্যবহার করা হয় বালু ভর্তি ট্রাক।
নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবস্থান করছেন ফ্লোরিডায়। তবুও ম্যানহাটানে তার বাড়ির নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা অবলম্বন করা হচ্ছে। পুলিশ কমিশনার উল্লেখ করেন, টাইমস স্কোয়ারের বর্ষবরণের অনুষ্ঠানে উপস্থিত হতে আগ্রহীদের বেশ কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করতে হবে। সাথে রাখা যাবে না ছাতা কিংবা ব্যাগ। পুলিশ কমিশনার বলেন, ’৩১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় শুরু হবে বর্ষবরণের বর্ণাঢ্য উৎসব। ২০ লক্ষাধিক লোক সমাগম ঘটতে পারে। সকলের নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ অবলম্বন করা হচ্ছে অর্থাৎ যে কোন ধরনের হামলা প্রতিরোধে সর্বোচ্চ ব্যবস্থা থাকবে। বিশ্বে সবচেয়ে বড় এ উৎসবকে আমরা নিরাপদে অনুষ্ঠানে বদ্ধ পরিকর। প্রতি বছরের ন্যায় এবারও আমরা প্রমাণ করতে চাই যে, নতুন বছরকে উৎসব-আমেজে বরণে টাইমস স্কোয়ারের চেয়ে নিরাপদ আর আনন্দদায়ক স্থান দ্বিতীয়টি নেই।’
টাইমস স্কোয়ার ছাড়াও বর্ষবরণ উপলক্ষে এই সিটির সেন্ট্রাল পার্ক, ব্রুকলীনের কোনি আইল্যান্ডে আতসবাজির নিরাপত্তায়ও বিশেষ ব্যবস্থা অবলম্বন করা হচ্ছে। বাস, সাবওয়েসহ চার্চ সমূহে কঠোর নজরদারি থাকবে। সিটির ব্যস্ততম এলাকাসমূহে স্থাপন করা হচ্ছে অতিরিক্ত সিসিটিভি। সাদা পোশাকেও থাকবে শতশত পুলিশ। টাইমস স্কোয়ারের আশপাশের সকল উঁচু ভবনের ছাদে থাকবে পোশাকি পুলিশ। টাইমস স্কোয়ারে বর্ষবরণ উৎসব কমিটিতে কর্মরত পুলিশের প্রধান কার্লোস গমেজ এ প্রসঙ্গে বলেন, টাইমস স্কোয়ারে প্রবেশের আগে সকলকেই মেটাল ডিটেক্টরে পরীক্ষা করা হবে। বিষ্ফোরক পরীক্ষার জন্যে রাখা হবে কে-৯। এ ব্যবস্থা থাকবে রেল ও বাসেও। তিনি উল্লেখ করেন, মিডটাউনের ৩৩ স্ট্রিট থেকে ৫৯ স্ট্রিট পর্যন্ত সকল রাস্ত বন্ধ করা হবে। এজন্যে সকলকে রেল ব্যবহারের অনুরোধ জানানো হচ্ছে। রাত ১২টায় নতুন বছরকে বরণের ক্রিস্টাল বল পতনের পর আরো এক ঘন্টা পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা বহাল রাখা হবে টাইমস স্কোয়ারে। সিটি মেয়র ব্লাসিয়ো বলেন, ‘সামগ্রিক নিরাপত্তার স্বার্থে সকলকে সহায়তা দিতে হবে।’
বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে: বার্লিন পুলিশের মুখপাত্র থমাস নয়েনডফ বলেন, “সম্ভাব্য হামলা প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।” তিনি আরো জানান, কিছু পুলিশ কর্মকর্তা সাব-মেশিনগানও বহন করবেন, জার্মানির পুলিশের জন্য যা অস্বাভাবিক। গেল সপ্তায় বার্লিনে তিউনিসিয়ার একজন নাগরিক একটি ক্রিসমাস মার্কেটে ট্রাক হামলা চালান। এ ঘটনার পর থেকে জার্মানির আইন প্রণেতারা নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানোর ডাক দেন।
ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর মিলানে ওই হামলাকারী পুলিশের গুলিতে নিহত হন। সেখানকার প্রধান চত্ব্বরেও নিরাপত্তা তল্লাশি বসানো হয়েছে। রোম ও নেপলসে বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ট্রাক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন দর্শনীয় স্থানে মেশিনগান নিয়ে পুলিশ ও সেনা প্রহরার ব্যবস্থা করা হয়েছে।
স্পেনের মাদ্রিদে অতিরিক্ত ১৬শ’ পুলিশ মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। এই নিয়ে দ্বিতীয় বছরের মতো শহরটির পুয়ের্তা দেল সল স্কয়ারে গণজমায়েত বন্ধের পরিকল্পনা নেওয়া হয়েছে।
গেল বছর পশ্চিম জার্মানির কোলনের একটি স্টেশনের বাইরে বর্ষবরণের অনুষ্ঠানে শত শত নারী যৌনপীড়ন ও ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। পুলিশ এই স্কয়ারটি পর্যবেক্ষণে নতুন নজরদারি ক্যামেরা বসিয়েছে। কোলনে ওই হামলা-পীড়নের ঘটনায় প্রধানত উত্তর আফ্রিকান ও আরবদের দায়ী করা হয়েছে। আর এরপরই দেশটিতে চ্যান্সেলর মার্কেলের প্রায় ৯ লাখ অভিবাসী-শরণার্থীকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি তীব্র সমালোচনার মুখে পড়ে।
বার্লিনে হামলার ঘটনাটি সেই সমালোচনার আগুন আরো উস্কে দিয়েছে। ফ্রাঙ্কফুর্টে ৬ শতাধিক পুলিশ কর্মকর্তাকে বর্ষবরণ উপলক্ষে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে। এই সংখ্যা ২০১৫ সালের তুলনায় দ্বিগুণ।
গত বছরের মার্চে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আইএসের আত্মঘাতী জঙ্গিদের হামলায় ১৬ জন নিহত ও ১৫০ জনেরও বেশি মানুষ আহত হন। শহরটির মেয়র নববর্ষ বরণে আতশবাজি পোড়ানো বাতিল করার বিষয়টি বিবেচনা করেছিলেন। কিন্তু শেষপর্যন্ত তিনি তা বাতিল না করে অনুষ্ঠানটি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।
বর্ষবরণকে কেন্দ্র করে প্যারিসের আইফেল টাওয়ার ও ল্যুভর মিউজিয়ামসহ দর্শনীয় স্থানগুলোতে ভারী অস্ত্রে সজ্জিত সেনারা টহল দিচ্ছেন। পুরো ফ্রান্সজুড়ে ৯০ হাজারেরও বেশি পুলিশ ও ৭ হাজার সেনা বর্ষবরণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে দায়িত্ব পালন করবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পুলিশ হাজারেরও বেশি পকেট অ্যালার্ম নারীদের সরবরাহ করেছে। জার্মানির কোলনে গেল বছর নারীদের উপর যে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি এড়াতে এই ব্যবস্থা নিয়েছে শহরটির নিরাপত্তা বাহিনী।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

ইংরেজী বর্ষবরণ উৎসবে ইউরোপ-আমেরিকায় ব্যাপক নিরাপত্তা

প্রকাশের সময় : ০৭:৫১:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬

নিউইয়র্ক: ইংরেজি নববর্ষ সামনে রেখে বিশ্বের রাজধানী বলে খ্যাত নিউইয়র্ক সহ ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশের রাজধানী ও বড় বড় শহরগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। গেল সপ্তাহে বার্লিনে ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ১২ জন নিহত হওয়ার পর ৩০ ডিসেম্বর শুক্রবার বিভিন্ন শহরের বিপণিবিতান ও গণজমায়েত স্থলগুলোতে প্রতিরোধক বসানোর পাশাপাশি পুলিশের সংখ্যাও বাড়ানো হয়। জার্মানির রাজধানী বার্লিনের ব্রানডেনবার্গ গেটের সামনে পারিজা পন্তাতজ স্কয়ার বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে অতিরিক্ত ১৭শ’ পুলিশ কর্মকর্তাকে প্রস্তুত রাখা হয়েছে। প্রতিরোধক দিয়ে এলাকাটি ঘিরে রাখা হয়েছে। সাঁজোয়া যানও প্রস্তুত রয়েছে। এদিকে নতুন বছর বরণ ঘিরে নিউইয়র্ক সিটির ঐতিহাসিক টাইম স্কয়ারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সিটির পুলিশ বিভাগ। এজন্য নিয়োগ করা হয়েছে ৭ হাজার পুলিশ সদস্য। টাইমস স্কয়ারে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব বান কি মুন।
times-square-pic_nrb-news_31-dec2016এনআরবি নিউজ-এর খবরে বলা হয়েছে: ইংরেজী নতুন বছর বরণে বিশ্বখ্যাত টাইমস স্কোয়ারের নিরাপত্তায় বালু ভর্তি ৬৫ ট্রাক, ৭ হাজার সশস্ত্র পুলিশ, পুলিশের শতাধিক ট্রাক, হেলিকপ্টার, নৌ-যান থাকবে। টাইমস স্কোয়ারে ২০ লক্ষাধিক লোক সমাগমের এ অনুষ্ঠানে ফ্রান্স ও জার্মানী স্টাইলে হামলার আশংকা ঠেকাতে এমন পদক্ষেপ গ্রহণের তথ্য জানান নিউইয়র্ক পুলিশের কমিশনার জেমস পি ও’নীল। সিটি মেয়র বিল ডি ব্লাসিয়োকে পাশে রেখে ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার টাইমস স্কোয়ারে এক সাংবাদিক সম্মেলনে পুলিশ কমিশনার আরো উল্লেখ করেন, ‘কোন ধরনের হামলার হুমকি নেই, তবুও আমরা সকল ধরনের প্রতিরোধ-পদক্ষেপ অবলম্বন করছি।’ ১৬ টন ওজনের ৬৫ ট্রামে বালু ভরা হচ্ছে। সেগুলো থাকবে যে কোন ধরনের সন্ত্রাসী-ট্রাক প্রতিরোধের জন্যে। উল্লেখ্য, ৮ নভেম্বরের নির্বাচনের দিনও এই সিটির ট্রাম্প টাওয়ারের নিরাপত্তায় বালুভর্তি ট্রাক রাখা হয়েছিল। থ্যাঙ্কসগিভিং ডে-তে মেসীর প্যারেডের নিরাপত্তার জন্যেও ব্যবহার করা হয় বালু ভর্তি ট্রাক।
নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবস্থান করছেন ফ্লোরিডায়। তবুও ম্যানহাটানে তার বাড়ির নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা অবলম্বন করা হচ্ছে। পুলিশ কমিশনার উল্লেখ করেন, টাইমস স্কোয়ারের বর্ষবরণের অনুষ্ঠানে উপস্থিত হতে আগ্রহীদের বেশ কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করতে হবে। সাথে রাখা যাবে না ছাতা কিংবা ব্যাগ। পুলিশ কমিশনার বলেন, ’৩১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় শুরু হবে বর্ষবরণের বর্ণাঢ্য উৎসব। ২০ লক্ষাধিক লোক সমাগম ঘটতে পারে। সকলের নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ অবলম্বন করা হচ্ছে অর্থাৎ যে কোন ধরনের হামলা প্রতিরোধে সর্বোচ্চ ব্যবস্থা থাকবে। বিশ্বে সবচেয়ে বড় এ উৎসবকে আমরা নিরাপদে অনুষ্ঠানে বদ্ধ পরিকর। প্রতি বছরের ন্যায় এবারও আমরা প্রমাণ করতে চাই যে, নতুন বছরকে উৎসব-আমেজে বরণে টাইমস স্কোয়ারের চেয়ে নিরাপদ আর আনন্দদায়ক স্থান দ্বিতীয়টি নেই।’
টাইমস স্কোয়ার ছাড়াও বর্ষবরণ উপলক্ষে এই সিটির সেন্ট্রাল পার্ক, ব্রুকলীনের কোনি আইল্যান্ডে আতসবাজির নিরাপত্তায়ও বিশেষ ব্যবস্থা অবলম্বন করা হচ্ছে। বাস, সাবওয়েসহ চার্চ সমূহে কঠোর নজরদারি থাকবে। সিটির ব্যস্ততম এলাকাসমূহে স্থাপন করা হচ্ছে অতিরিক্ত সিসিটিভি। সাদা পোশাকেও থাকবে শতশত পুলিশ। টাইমস স্কোয়ারের আশপাশের সকল উঁচু ভবনের ছাদে থাকবে পোশাকি পুলিশ। টাইমস স্কোয়ারে বর্ষবরণ উৎসব কমিটিতে কর্মরত পুলিশের প্রধান কার্লোস গমেজ এ প্রসঙ্গে বলেন, টাইমস স্কোয়ারে প্রবেশের আগে সকলকেই মেটাল ডিটেক্টরে পরীক্ষা করা হবে। বিষ্ফোরক পরীক্ষার জন্যে রাখা হবে কে-৯। এ ব্যবস্থা থাকবে রেল ও বাসেও। তিনি উল্লেখ করেন, মিডটাউনের ৩৩ স্ট্রিট থেকে ৫৯ স্ট্রিট পর্যন্ত সকল রাস্ত বন্ধ করা হবে। এজন্যে সকলকে রেল ব্যবহারের অনুরোধ জানানো হচ্ছে। রাত ১২টায় নতুন বছরকে বরণের ক্রিস্টাল বল পতনের পর আরো এক ঘন্টা পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা বহাল রাখা হবে টাইমস স্কোয়ারে। সিটি মেয়র ব্লাসিয়ো বলেন, ‘সামগ্রিক নিরাপত্তার স্বার্থে সকলকে সহায়তা দিতে হবে।’
বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে: বার্লিন পুলিশের মুখপাত্র থমাস নয়েনডফ বলেন, “সম্ভাব্য হামলা প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।” তিনি আরো জানান, কিছু পুলিশ কর্মকর্তা সাব-মেশিনগানও বহন করবেন, জার্মানির পুলিশের জন্য যা অস্বাভাবিক। গেল সপ্তায় বার্লিনে তিউনিসিয়ার একজন নাগরিক একটি ক্রিসমাস মার্কেটে ট্রাক হামলা চালান। এ ঘটনার পর থেকে জার্মানির আইন প্রণেতারা নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানোর ডাক দেন।
ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর মিলানে ওই হামলাকারী পুলিশের গুলিতে নিহত হন। সেখানকার প্রধান চত্ব্বরেও নিরাপত্তা তল্লাশি বসানো হয়েছে। রোম ও নেপলসে বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ট্রাক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন দর্শনীয় স্থানে মেশিনগান নিয়ে পুলিশ ও সেনা প্রহরার ব্যবস্থা করা হয়েছে।
স্পেনের মাদ্রিদে অতিরিক্ত ১৬শ’ পুলিশ মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। এই নিয়ে দ্বিতীয় বছরের মতো শহরটির পুয়ের্তা দেল সল স্কয়ারে গণজমায়েত বন্ধের পরিকল্পনা নেওয়া হয়েছে।
গেল বছর পশ্চিম জার্মানির কোলনের একটি স্টেশনের বাইরে বর্ষবরণের অনুষ্ঠানে শত শত নারী যৌনপীড়ন ও ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। পুলিশ এই স্কয়ারটি পর্যবেক্ষণে নতুন নজরদারি ক্যামেরা বসিয়েছে। কোলনে ওই হামলা-পীড়নের ঘটনায় প্রধানত উত্তর আফ্রিকান ও আরবদের দায়ী করা হয়েছে। আর এরপরই দেশটিতে চ্যান্সেলর মার্কেলের প্রায় ৯ লাখ অভিবাসী-শরণার্থীকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি তীব্র সমালোচনার মুখে পড়ে।
বার্লিনে হামলার ঘটনাটি সেই সমালোচনার আগুন আরো উস্কে দিয়েছে। ফ্রাঙ্কফুর্টে ৬ শতাধিক পুলিশ কর্মকর্তাকে বর্ষবরণ উপলক্ষে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে। এই সংখ্যা ২০১৫ সালের তুলনায় দ্বিগুণ।
গত বছরের মার্চে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আইএসের আত্মঘাতী জঙ্গিদের হামলায় ১৬ জন নিহত ও ১৫০ জনেরও বেশি মানুষ আহত হন। শহরটির মেয়র নববর্ষ বরণে আতশবাজি পোড়ানো বাতিল করার বিষয়টি বিবেচনা করেছিলেন। কিন্তু শেষপর্যন্ত তিনি তা বাতিল না করে অনুষ্ঠানটি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।
বর্ষবরণকে কেন্দ্র করে প্যারিসের আইফেল টাওয়ার ও ল্যুভর মিউজিয়ামসহ দর্শনীয় স্থানগুলোতে ভারী অস্ত্রে সজ্জিত সেনারা টহল দিচ্ছেন। পুরো ফ্রান্সজুড়ে ৯০ হাজারেরও বেশি পুলিশ ও ৭ হাজার সেনা বর্ষবরণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে দায়িত্ব পালন করবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পুলিশ হাজারেরও বেশি পকেট অ্যালার্ম নারীদের সরবরাহ করেছে। জার্মানির কোলনে গেল বছর নারীদের উপর যে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি এড়াতে এই ব্যবস্থা নিয়েছে শহরটির নিরাপত্তা বাহিনী।