নিউইয়র্ক ০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ভবিষ্যৎ শহরের নতুন চেহারা হিডেন মেরিনা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২৬ বার পঠিত

সৌদি কার্বন নিরপেক্ষ ভবিষ্যৎ শহর দ্য লাইনের প্রথম পর্যায় উন্মোচন করতে যাচ্ছে নিওম। যেখানে উন্নয়ন প্রকল্পের অগ্রসর অংশ হিসেবে থাকছে হিডেন মেরিনা। রিয়াদে অনুষ্ঠিত পিআইএফ প্রাইভেট সেক্টর ফোরামে সম্প্রতি এ তথ্য প্রকাশ করেন নিওমের চিফ ডেভেলপমেন্ট অফিসার ডেনিস হিকি। আড়াই কিলোমিটর এলাকাজুড়ে হবে হিডেন মেরিনা এবং উচ্চতা হবে ৫০০ মিটার, যা তিনটি সংযুক্ত মডিউলে বিভক্ত থাকবে, এখানে দুই লাখের বেশি মানুষ আবাসনের সুযোগ পাবে। এ উন্নয়ন প্রকল্পে ২ কোটি ১০ লাখ বর্গমিটারের নির্মাণ এলাকা থাকবে। বিপরীতে দুবাইয়ের বুর্জ খলিফার নির্মাণ এলাকার আয়তন সাড়ে তিন লাখ বর্গমিটার। ডেনিস হিকি বলেন, ‘নগর জীবনের সংজ্ঞা নতুনভাবে নির্ধারণে এ প্রকল্প একটি সাহসী পদক্ষেপ। এটি সম্পূর্ণ একীভূত ও উল্লম্ব শহর হবে, যা ৮০০ মিটার দৈর্ঘ্যের মডিউলার অংশে নির্মাণ হবে।’ এ উন্নয়ন প্রকল্পে ৮০ হাজার আবাসিক ইউনিট, নয় হাজার হোটেল কক্ষ, খুচরা বিক্রয় এবং অগ্নিনির্বাপণ কেন্দ্র, স্কুল ও পুলিশ স্টেশনের মতো জরুরি পরিষেবা অন্তর্ভুক্ত থাকবে।

হিকি জানিয়েছেন, এ প্রকল্পে শতাধিক দেশের ১ লাখ ৪০ হাজারের বেশি কর্মী কাজ করছেন, যার মধ্যে ৪০ শতাংশই সৌদি আরবের। প্রকল্পের জ্বালানি, পানি, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা বিকাশে ১৪ হাজার কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। উচ্চ প্রযুক্তিসম্পন্ন, পরিবেশবান্ধব ও স্মার্ট শহর প্রকল্প নিওমে সর্বশেষ সংযোজন হতে যাচ্ছে ১৭০ কিলোমিটারব্যাপী দ্য লাইনের হিডেন মেরিনা। ডেনিস হিকি বলেন, ‘নিওম শুধু একটি শহর নয়, এটি একটি নগর বিপ্লব, যা নতুন সীমা নির্ধারণ, অর্থনীতির পুনর্গঠন এবং ভবিষ্যতের নগর উন্নয়নে একটি নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছে।’ সঙ্গে জানান, হিডেন মেরিনার নির্মাণকাজ এগিয়ে চলেছে এবং এর মাধ্যমে নিওমের সম্পূর্ণ একীভূত, ভবিষ্যৎমুখী মহানগরীর স্বপ্ন দ্রুত বাস্তবতায় পরিণত হচ্ছে। খবর ও ছবি অ্যারাবিয়ান বিজনেস

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ভবিষ্যৎ শহরের নতুন চেহারা হিডেন মেরিনা

প্রকাশের সময় : ১২:১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

সৌদি কার্বন নিরপেক্ষ ভবিষ্যৎ শহর দ্য লাইনের প্রথম পর্যায় উন্মোচন করতে যাচ্ছে নিওম। যেখানে উন্নয়ন প্রকল্পের অগ্রসর অংশ হিসেবে থাকছে হিডেন মেরিনা। রিয়াদে অনুষ্ঠিত পিআইএফ প্রাইভেট সেক্টর ফোরামে সম্প্রতি এ তথ্য প্রকাশ করেন নিওমের চিফ ডেভেলপমেন্ট অফিসার ডেনিস হিকি। আড়াই কিলোমিটর এলাকাজুড়ে হবে হিডেন মেরিনা এবং উচ্চতা হবে ৫০০ মিটার, যা তিনটি সংযুক্ত মডিউলে বিভক্ত থাকবে, এখানে দুই লাখের বেশি মানুষ আবাসনের সুযোগ পাবে। এ উন্নয়ন প্রকল্পে ২ কোটি ১০ লাখ বর্গমিটারের নির্মাণ এলাকা থাকবে। বিপরীতে দুবাইয়ের বুর্জ খলিফার নির্মাণ এলাকার আয়তন সাড়ে তিন লাখ বর্গমিটার। ডেনিস হিকি বলেন, ‘নগর জীবনের সংজ্ঞা নতুনভাবে নির্ধারণে এ প্রকল্প একটি সাহসী পদক্ষেপ। এটি সম্পূর্ণ একীভূত ও উল্লম্ব শহর হবে, যা ৮০০ মিটার দৈর্ঘ্যের মডিউলার অংশে নির্মাণ হবে।’ এ উন্নয়ন প্রকল্পে ৮০ হাজার আবাসিক ইউনিট, নয় হাজার হোটেল কক্ষ, খুচরা বিক্রয় এবং অগ্নিনির্বাপণ কেন্দ্র, স্কুল ও পুলিশ স্টেশনের মতো জরুরি পরিষেবা অন্তর্ভুক্ত থাকবে।

হিকি জানিয়েছেন, এ প্রকল্পে শতাধিক দেশের ১ লাখ ৪০ হাজারের বেশি কর্মী কাজ করছেন, যার মধ্যে ৪০ শতাংশই সৌদি আরবের। প্রকল্পের জ্বালানি, পানি, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা বিকাশে ১৪ হাজার কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। উচ্চ প্রযুক্তিসম্পন্ন, পরিবেশবান্ধব ও স্মার্ট শহর প্রকল্প নিওমে সর্বশেষ সংযোজন হতে যাচ্ছে ১৭০ কিলোমিটারব্যাপী দ্য লাইনের হিডেন মেরিনা। ডেনিস হিকি বলেন, ‘নিওম শুধু একটি শহর নয়, এটি একটি নগর বিপ্লব, যা নতুন সীমা নির্ধারণ, অর্থনীতির পুনর্গঠন এবং ভবিষ্যতের নগর উন্নয়নে একটি নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছে।’ সঙ্গে জানান, হিডেন মেরিনার নির্মাণকাজ এগিয়ে চলেছে এবং এর মাধ্যমে নিওমের সম্পূর্ণ একীভূত, ভবিষ্যৎমুখী মহানগরীর স্বপ্ন দ্রুত বাস্তবতায় পরিণত হচ্ছে। খবর ও ছবি অ্যারাবিয়ান বিজনেস