নিউইয়র্ক ০৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাংলাদেশী কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস ইতালির

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৪৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৪৬ বার পঠিত

বাংলাদেশী কর্মীদের দীর্ঘদিন ধরে অমীমাংসিত ইতালির ভিসা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে এমন আশ্বাস দিয়েছেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকে বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি অনিয়মিত অভিবাসন, মানব পাচার ও অভিবাসী শোষণের বিরুদ্ধে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশী কর্মীদের দীর্ঘদিন ধরে অমীমাংসিত ভিসা আবেদনের বিষয়ে উদ্বেগ জানালে ইতালীয় উপমন্ত্রী আবেদনগুলো দ্রুত মীমাংসার আশ্বাস দেন।

বৈঠকে ১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ও ইতালির দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে উপমন্ত্রী ত্রিপোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দেশটির দৃঢ় সমর্থনের কথা জানান। শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে সরকারের চলমান সংস্কার উদ্যোগেরও প্রশংসা করেন তিনি। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বিশেষভাবে টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ ব্যক্ত করেন ইতালীয় উপমন্ত্রী। পররাষ্ট্র উপদেষ্টা উপমন্ত্রী মারিয়া ত্রিপোদিকে তার প্রথম ঢাকা সফরের জন্য ধন্যবাদ জানান। বাংলাদেশ ও ইতালির অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে গ্রিনফিল্ড খাতে আরো বেশি ইতালীয় বিনিয়োগের আহ্বান জানান উপদেষ্টা।

পররাষ্ট্র উপদেষ্টা মারিয়া ত্রিপোদিকে জানান, বর্তমান সরকার বিদেশী বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের প্রক্রিয়া সহজ করে দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে কাজ করছে। এ সময় বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জামের উৎস বহুমুখীকরণের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি ইতালির আগ্রহকে স্বাগত জানান এবং বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে দেশটির সহযোগিতার সম্ভাবনার ওপর গুরুত্ব আরোপ করেন। বণিক বার্তা।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বাংলাদেশী কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস ইতালির

প্রকাশের সময় : ০৩:৪৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশী কর্মীদের দীর্ঘদিন ধরে অমীমাংসিত ইতালির ভিসা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে এমন আশ্বাস দিয়েছেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকে বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি অনিয়মিত অভিবাসন, মানব পাচার ও অভিবাসী শোষণের বিরুদ্ধে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশী কর্মীদের দীর্ঘদিন ধরে অমীমাংসিত ভিসা আবেদনের বিষয়ে উদ্বেগ জানালে ইতালীয় উপমন্ত্রী আবেদনগুলো দ্রুত মীমাংসার আশ্বাস দেন।

বৈঠকে ১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ও ইতালির দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে উপমন্ত্রী ত্রিপোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দেশটির দৃঢ় সমর্থনের কথা জানান। শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে সরকারের চলমান সংস্কার উদ্যোগেরও প্রশংসা করেন তিনি। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বিশেষভাবে টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ ব্যক্ত করেন ইতালীয় উপমন্ত্রী। পররাষ্ট্র উপদেষ্টা উপমন্ত্রী মারিয়া ত্রিপোদিকে তার প্রথম ঢাকা সফরের জন্য ধন্যবাদ জানান। বাংলাদেশ ও ইতালির অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে গ্রিনফিল্ড খাতে আরো বেশি ইতালীয় বিনিয়োগের আহ্বান জানান উপদেষ্টা।

পররাষ্ট্র উপদেষ্টা মারিয়া ত্রিপোদিকে জানান, বর্তমান সরকার বিদেশী বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের প্রক্রিয়া সহজ করে দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে কাজ করছে। এ সময় বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জামের উৎস বহুমুখীকরণের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি ইতালির আগ্রহকে স্বাগত জানান এবং বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে দেশটির সহযোগিতার সম্ভাবনার ওপর গুরুত্ব আরোপ করেন। বণিক বার্তা।