ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপে নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প
![](https://hakkatha.com/wp-content/uploads/2024/05/hakkathafav.png)
- প্রকাশের সময় : ১১:৩৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৩ বার পঠিত
ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপে নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১০ ফেব্রুয়ারি) ওয়াশিংটনের ওভাল অফিসে এ–সংক্রান্ত নির্বাহী আদেশে তিনি সই করেছেন। খবর বিবিসি
ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আমদানি শুল্ক আরোপকে ‘একটি বড় ঘটনা’ মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, এটা আমেরিকাকে আবারও ধনী করার সূচনা করবে। ট্রাম্প আরও বলেন, ৪ মার্চ থেকে কার্যকর হতে যাওয়া এ নিয়মের কোনো বত্যয় হবে না। এছাড়া তিনি অটোমোবাইল, ওষুধপত্র আর কম্পিউটার চিপের ওপর বাড়তি শুল্ক আরোপের বিষয়ে বিবেচনা করবেন।
এর আগেও ট্রাম্প তার প্রথম মেয়াদে ক্ষমতায় থাকাকালীন ইস্পাত ও অ্যালুমিনিয়ামে একই ধরনের শুল্ক আরোপ করেছিলেন। ট্রাম্প মনে করেন, যুক্তরাষ্ট্রের শিল্পকারখানাগুলো এশিয়া আর ইউরোপের দেশগুলোর সঙ্গে অন্যায্য প্রতিযোগিতার মুখোমুখি হয়। তাই দেশের শিল্পকারখানাগুলোকে বাঁচাতে তিনি এমন শুল্ক আরোপের পক্ষে।
যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম ইস্পাত আমদানিকারক দেশ। তাদেরকে এই ধাতু সবচেয়ে বেশি সরবরাহ করে কানাডা, ব্রাজিল ও মেক্সিকো। গত বছর যুক্তরাষ্ট্রে আমদানি করা অ্যালুমিনিয়ামের ৫০ শতাংশের বেশি ছিল কানাডার। ফলে শুল্ক কার্যকর হলে তা যে কানাডার ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে, তা সহজেই অনুমেয়।