বিজ্ঞাপন :
পশ্চিমবঙ্গে জয়বাংলা স্লোগান থাকবে : মমতা
![](https://hakkatha.com/wp-content/uploads/2024/05/hakkathafav.png)
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৪:০০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩০ বার পঠিত
জয়বাংলা স্লোগান নিয়ে বাংলাদেশে প্রবল বিতর্ক চলছে। আদালত পর্যন্ত গড়িয়েছে সেই বিতর্ক। এই আবহে যুক্তরাজ্যের নানা জায়গায় বাংলায় লেখা জয়বাংলা স্লোগান মুছে ফেলা হচ্ছে বলে সংবাদ সংস্থার সুত্রে জানানো হয়েছে। সেই খবর জানতে পেরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুঁসে উঠেছেন। জয় বাংলা লেখা থাকলেই ধরে নেওয়া হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি আওয়ামি লিগের সমর্থক।
সোমবার বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ব্যাপারে স্পষ্ট করে বলেন, আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে এবং থাকবে। এই স্লোগান কাজি নজরুল ইসলামের একটি কবিতা থেকে নেওয়া হয়েছে। মমতা আরও বলেন, বাংলা ও বাঙালির গর্ব প্রকাশ করার জন্য ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। বাংলাদেশে যাই হোক, আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে এবং থাকবে। সূত্র : মানবজমিন।