যুক্তরাষ্ট্র আ: লীগের জোরালো প্রতিবাদ
- প্রকাশের সময় : ০১:১৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬
- / ৬৮৭ বার পঠিত
নিউইয়র্ক: ওয়াশিংটন ডিসি-তে হোইট হাউসের সামনে বিক্ষোভকারীদের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান । ঢাকা থেকে তিনি এক বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জোরালোভাবে হোয়াইট হাউজের সামনে বাংলাদেশ বিরোধী প্রতিবাদের তীব্র নিন্দা জানায়। বিক্ষোভকারী উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে যে দাবি উপস্থাপন করেছেন, তিনি নিজেও বিপুর সংখ্যক সংখ্যালঘু শত্রুদের বিরোধীতার পরেও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার কাছে একটি স্বাধীন সার্বভৌম দেশের বিরুদ্ধে আপনারা অভিযোগ তুলেছেন’।
ড. সিদ্দিকুর রহমান বলেন, আপনাদের দেশের প্রতি কোন ভালবাসা নেই, ৩০ লক্ষ শহীদের আত্বত্যাগ ও ১৬ কোটি মানুষের গভীর ভালবাসা ও বাংলাদেশের অধিকাংশ ধর্মীয় ও শান্তি প্রিয় মানুষের পরিশ্রম ও বিশ্বাসকে আপনারা নষ্ট করার চেষ্টা করছেন যেটা মোটেও একটি স্বাধীন ও সার্বভৌম দেশের জন্য কাম্য নয়। তিনি বলেন, আপনারা কি মনে করেন, আপনাদের মাথার এই বুদ্ধি নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেবে । ১৬ কোটি মানুষের ভালবাসা ও বিশ্বাস নিয়ে জননেত্রী শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে দেশের মানুষের কল্যাণ, সফলতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে বাধা সৃষ্টিকারীদের ১ ইঞ্চিও ছাড় দিবেন না ।
ড. সিদ্দিক বলেন, আপনাদের প্রতিবাদ সকল প্রবাসী ও কঠোর পরিশ্রমী আমেরিকান চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। আপনারা তাদের মানসিকতা কোনভাবেই পরিবর্তন করতে পারবেন না। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সকল প্রবাসী বাংলাদেশী-আমেরিকানদের সহযোগিতা, বিশ্বাস ও ভালবাসার মধ্য দিয়ে ২০২১ সালে বাংলাদেশ একটি উন্নত ও মধ্যম আয়ের দেশ হিসেবে ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা ও তিনবারের সফল নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করবে। যাতে করে ২০৪১ সালের মধ্যে ‘জাতির জনক’ বঙ্গবন্ধুর স্বপ্ন ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠিত করতে কাজ করবে।
ড. সিদ্দিক যুক্তরাষ্ট্রে অবস্থানকারী সকল আওয়ামী পরিবার ও বিশ্বের সকল প্রান্তে অবস্থানকারী আওয়ামী লীগ সমর্থক ও শোভাকাঙ্খীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাদের প্রতি প্রতিরোধ গড়ে তুলতে যারা শাহবাগ সহ বিভিন্ন স্থানে দেশ ও দেশের মানুষের মানুষের বিশ্বাস ভালবাসা ও আন্তরিকতাকে বহি:বিশ্বের কাছে হীনভাবে বিলিয়ে দিয়ে ফায়দা লুটতে চাচ্ছে ।