ধানমন্ডির ঘটনা সম্পর্কে ভারতীয় সংবাদমাধ্যম যা বলছে
![](https://hakkatha.com/wp-content/uploads/2024/05/hakkathafav.png)
- প্রকাশের সময় : ০৪:২২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ২৫ বার পঠিত
কলকাতা-সহ ভারতের বিভিন্ন পত্র-পত্রিকায় ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বাংলা সংবাদপত্র ‘আনন্দবাজার পত্রিকা’, ‘এই সময়’, ‘বর্তমান’ থেকে শুরু করে ইংরেজি সংবাদপত্র ‘দ্য টেলিগ্রাফ’, ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ বাংলাদেশের বুধবার রাতের ঘটনাবলীর বিষয়ে প্রতিবেদন রয়েছে।
সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে ‘ভেঙেপড়া’ আইন পরিস্থিতির বিষয়ে যেমন বলা হয়েছে, তেমনই উল্লেখ করা হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের ওই ভবনটির স্মৃতি-বিজড়িত ঐতিহ্যের কথাও। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- “ঠিক ছয় মাস আগে অগাস্টের পাঁচ তারিখ সন্ধ্যায় আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল ঢাকায় ৩২ নম্বর রোডে শেখ মুজিবুর রহমানের বসতবাড়িটি। টিকেছিল কংক্রিটের কাঠামোটুকু।” “অর্ধেক বছর পরে আচমকা কর্মসূচি নিয়ে সেই কাঠামো ক্রেন, ড্রিল ও ভ্যাকুয়াম মেশিন দিয়ে মাটিতে মিশিয়ে দিল ‘ছাত্র-জনতা’র নাম দিয়ে ‘নারা-এ-তকবির’ স্লোগান দেওয়া একদল তরুণ।”
অন্যদিকে, বুধবার রাতের ঘটনার কথা বলতে গিয়ে ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের আইনশৃঙ্খলার পরিস্থিতির কথা। ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- “বুধবার সন্ধ্যায় বাংলাদেশের নৈরাজ্যের পরিস্থিতির কথা সম্পূর্ণরূপে প্রকাশ পায় যখন বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের ঢাকাস্থিত ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে একদল মানুষ সহিংস হামলা চালান।” সূত্র : বাংলা নিউজ।