নিউইয়র্ক ০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

দুবাইয়ে প্রথমবারের মতো দ্বিতল বাসে শহর ভ্রমণের সুবিধা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২৯ বার পঠিত

প্রথমবারের মতো দ্বিতল বাসে চড়ে দুবাইয়ের দর্শনীয় স্থানগুলো দেখতে দেখতে সুস্বাদু খাবারের স্বাদ নেয়ার সুযোগ পাচ্ছেন পর্যটকরা। নতুন উদ্যোগের ফলে শহরটির সৌন্দর্য নতুন করে উপভোগের সুযোগ পেয়ে খুশি স্থানীয় বাসিন্দা ও বিদেশি ভ্রমণপিপাসুরা। শহরটিতে অভিনব এই ব্যবসার যাত্রা শুরু লেবাননের এক নারী উদ্যোক্তার হাত ধরে। বিশ্বব্যাপী ভ্রমণপিপাসুদের কাছে অন্যতম এক আকর্ষণের নাম দুবাই। সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বিলাসবহুল এই নগরীর সব হোটেল-রেস্তোরাঁ আর রিসোর্টের প্রেমে পড়েননি এমন পর্যটক খুঁজে পাওয়া কঠিন।

সেই দুবাইয়ে এবার ডাবল-ডেকার বা দ্বিতল বাসে করে দুবাইয়ের বুর্জ খলিফা থেকে শুরু করে শহরের দর্শনীয় স্থানগুলো দেখার অভূতপূর্ব এক সুযোগ পাচ্ছেন পর্যটকরা। সেইসঙ্গে চলতে চলতে সুস্বাদু খাবারের স্বাদও যে কেউ নিতে পারবেন বাসের ভেতরে বসেই। শহরের সৌন্দর্য উপভোগ করতে করতে জন্মদিন উদযাপনের ব্যবস্থাও আছে এই বিশেষ যানটিতে। দুবাইয়ের রাস্তায় নামা নতুন এই বাসে চড়ে শহরটি নতুনভাবে দেখার সুযোগ পেয়ে খুশি স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। এমন আয়োজন দুবাইয়ে এটাই প্রথম হলেও, এর আগে নিউইয়র্ক এবং লন্ডনের মতো শহরে একই ধরনের বিলাসবহুল বাসের সাক্ষী হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন তারা। ভ্রমণপিপাসুদের মাঝে যা যোগ করে ভিন্ন মাত্রা।

এক যাত্রী বলেন, ‘এখানে এটি প্রথমবারের মতো দেখেছি। এর আগে আমেরিকায় দেখেছি। যা দর্শনার্থীদের নতুন অভিজ্ঞতা দেবে এবং এটি বেশ উপভোগ্যও বটে।’ আরেক যাত্রী বলেন, ‘আমি তিন বছর ধরে এখানে বসবাস করছি। এখন এই বাসের মাধ্যমে দুবাইকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ হয়েছে। আমি বেশ খুশি এবং সব পর্যটক এবং বাসিন্দাদের বলবো এটিতে চড়ে দুবাই ঘুরে দেখার জন্য।’ আরেকজন বলেন, ‘বাসটি অসাধারণ এবং অনেক সুন্দর। এটি সত্যিই আরামদায়ক। দুবাইয়ের সব রুট ভ্রমণের মাধ্যমে প্রধান আকর্ষণীয় স্থানগুলো দেখা যায়, যা সত্যিই দুর্দান্ত।’ সংযুক্ত আরব আমিরাতের পর্যটন শহর দুবাইয়ে এই বাসটির যাত্রা শুরু করেছেন লেবাননের এক নারী ব্যবসায়ী ভিভিয়েন জোঘবি। পর্যটকদের আনাগোনায় মুখর এই নগরীতে চলন্ত রেস্টুরেন্টের আদলে দ্বিতল বাস দিয়ে অভিনব এই ব্যবসায়ের উদ্যোক্তা তিনি।

বাসট্রোনমি প্রতিষ্ঠাতা ও সিইও ভিভিয়ান জোঘবি বলেন, ‘বাসট্রোনমি দুবাইয়ের একটি প্যানোরামিক রেস্তোরাঁ। এর মাধ্যমে দর্শনার্থীদের সব আইকনিক ল্যান্ডমার্কগুলোকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখানোই লক্ষ্য। যখন উপরের তলায় বসে থাকবেন, তখন আপনি শহরের আকর্ষণীয় জায়গাগুলো ভিন্নভাবে দেখতে পাবেন। যা অন্য কোনো গাড়ি বা অন্য কোনো বাস থেকে দেখতে পাবেন না। বাসের টেবিলে থাকা ডিভাইস থেকে ছয়টি ভাষায় দুবাই সম্পর্কে সব তথ্য জানার সুযোগ রাখা হয়েছে।’

বাসট্রোনমি দুবাইয়ের একটি প্যানোরামিক রেস্তোরাঁ। এর মাধ্যমে দর্শনার্থীদের সব আইকনিক ল্যান্ডমার্কগুলোকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখানোই লক্ষ্য। যখন উপরের তলায় বসে থাকবেন, তখন আপনি শহরের আকর্ষণীয় জায়গাগুলো ভিন্নভাবে দেখতে পাবেন। যা অন্য কোনো গাড়ি বা অন্য কোনো বাস থেকে দেখতে পাবেন না। বাসের টেবিলে থাকা ডিভাইস থেকে ছয়টি ভাষায় দুবাই সম্পর্কে সব তথ্য জানার সুযোগ রাখা হয়েছে। পর্যটকদের আকৃষ্ট করা এই বাসটির মাধ্যমে দুবাইয়ের আগে লেবাননের বৈরুতে ২০২৪ সালে এই ব্যবসায়ের যাত্রা শুরু করতে চেয়েছিলেন জোঘবি। কিন্তু গাজায় আগ্রাসনের জেরে লেবাবননের হিজবুল্লাহর সাথে ইসরাইলের সংঘাত উত্তেজনা চরম পর্যায় পৌঁছালে তিনি বেছে নেন দুবাইকে। প্রতিবছর দুবাইয়ে বিশ্বের লাখ লাখ ভ্রমণপিপাসুর আনাগোনাকে এই ব্যবসার জন্য সম্ভাবনাময় বলেও মনে করেন তিনি। সূত্র : এখন টিভি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

দুবাইয়ে প্রথমবারের মতো দ্বিতল বাসে শহর ভ্রমণের সুবিধা

প্রকাশের সময় : ০৩:০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫

প্রথমবারের মতো দ্বিতল বাসে চড়ে দুবাইয়ের দর্শনীয় স্থানগুলো দেখতে দেখতে সুস্বাদু খাবারের স্বাদ নেয়ার সুযোগ পাচ্ছেন পর্যটকরা। নতুন উদ্যোগের ফলে শহরটির সৌন্দর্য নতুন করে উপভোগের সুযোগ পেয়ে খুশি স্থানীয় বাসিন্দা ও বিদেশি ভ্রমণপিপাসুরা। শহরটিতে অভিনব এই ব্যবসার যাত্রা শুরু লেবাননের এক নারী উদ্যোক্তার হাত ধরে। বিশ্বব্যাপী ভ্রমণপিপাসুদের কাছে অন্যতম এক আকর্ষণের নাম দুবাই। সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বিলাসবহুল এই নগরীর সব হোটেল-রেস্তোরাঁ আর রিসোর্টের প্রেমে পড়েননি এমন পর্যটক খুঁজে পাওয়া কঠিন।

সেই দুবাইয়ে এবার ডাবল-ডেকার বা দ্বিতল বাসে করে দুবাইয়ের বুর্জ খলিফা থেকে শুরু করে শহরের দর্শনীয় স্থানগুলো দেখার অভূতপূর্ব এক সুযোগ পাচ্ছেন পর্যটকরা। সেইসঙ্গে চলতে চলতে সুস্বাদু খাবারের স্বাদও যে কেউ নিতে পারবেন বাসের ভেতরে বসেই। শহরের সৌন্দর্য উপভোগ করতে করতে জন্মদিন উদযাপনের ব্যবস্থাও আছে এই বিশেষ যানটিতে। দুবাইয়ের রাস্তায় নামা নতুন এই বাসে চড়ে শহরটি নতুনভাবে দেখার সুযোগ পেয়ে খুশি স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। এমন আয়োজন দুবাইয়ে এটাই প্রথম হলেও, এর আগে নিউইয়র্ক এবং লন্ডনের মতো শহরে একই ধরনের বিলাসবহুল বাসের সাক্ষী হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন তারা। ভ্রমণপিপাসুদের মাঝে যা যোগ করে ভিন্ন মাত্রা।

এক যাত্রী বলেন, ‘এখানে এটি প্রথমবারের মতো দেখেছি। এর আগে আমেরিকায় দেখেছি। যা দর্শনার্থীদের নতুন অভিজ্ঞতা দেবে এবং এটি বেশ উপভোগ্যও বটে।’ আরেক যাত্রী বলেন, ‘আমি তিন বছর ধরে এখানে বসবাস করছি। এখন এই বাসের মাধ্যমে দুবাইকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ হয়েছে। আমি বেশ খুশি এবং সব পর্যটক এবং বাসিন্দাদের বলবো এটিতে চড়ে দুবাই ঘুরে দেখার জন্য।’ আরেকজন বলেন, ‘বাসটি অসাধারণ এবং অনেক সুন্দর। এটি সত্যিই আরামদায়ক। দুবাইয়ের সব রুট ভ্রমণের মাধ্যমে প্রধান আকর্ষণীয় স্থানগুলো দেখা যায়, যা সত্যিই দুর্দান্ত।’ সংযুক্ত আরব আমিরাতের পর্যটন শহর দুবাইয়ে এই বাসটির যাত্রা শুরু করেছেন লেবাননের এক নারী ব্যবসায়ী ভিভিয়েন জোঘবি। পর্যটকদের আনাগোনায় মুখর এই নগরীতে চলন্ত রেস্টুরেন্টের আদলে দ্বিতল বাস দিয়ে অভিনব এই ব্যবসায়ের উদ্যোক্তা তিনি।

বাসট্রোনমি প্রতিষ্ঠাতা ও সিইও ভিভিয়ান জোঘবি বলেন, ‘বাসট্রোনমি দুবাইয়ের একটি প্যানোরামিক রেস্তোরাঁ। এর মাধ্যমে দর্শনার্থীদের সব আইকনিক ল্যান্ডমার্কগুলোকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখানোই লক্ষ্য। যখন উপরের তলায় বসে থাকবেন, তখন আপনি শহরের আকর্ষণীয় জায়গাগুলো ভিন্নভাবে দেখতে পাবেন। যা অন্য কোনো গাড়ি বা অন্য কোনো বাস থেকে দেখতে পাবেন না। বাসের টেবিলে থাকা ডিভাইস থেকে ছয়টি ভাষায় দুবাই সম্পর্কে সব তথ্য জানার সুযোগ রাখা হয়েছে।’

বাসট্রোনমি দুবাইয়ের একটি প্যানোরামিক রেস্তোরাঁ। এর মাধ্যমে দর্শনার্থীদের সব আইকনিক ল্যান্ডমার্কগুলোকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখানোই লক্ষ্য। যখন উপরের তলায় বসে থাকবেন, তখন আপনি শহরের আকর্ষণীয় জায়গাগুলো ভিন্নভাবে দেখতে পাবেন। যা অন্য কোনো গাড়ি বা অন্য কোনো বাস থেকে দেখতে পাবেন না। বাসের টেবিলে থাকা ডিভাইস থেকে ছয়টি ভাষায় দুবাই সম্পর্কে সব তথ্য জানার সুযোগ রাখা হয়েছে। পর্যটকদের আকৃষ্ট করা এই বাসটির মাধ্যমে দুবাইয়ের আগে লেবাননের বৈরুতে ২০২৪ সালে এই ব্যবসায়ের যাত্রা শুরু করতে চেয়েছিলেন জোঘবি। কিন্তু গাজায় আগ্রাসনের জেরে লেবাবননের হিজবুল্লাহর সাথে ইসরাইলের সংঘাত উত্তেজনা চরম পর্যায় পৌঁছালে তিনি বেছে নেন দুবাইকে। প্রতিবছর দুবাইয়ে বিশ্বের লাখ লাখ ভ্রমণপিপাসুর আনাগোনাকে এই ব্যবসার জন্য সম্ভাবনাময় বলেও মনে করেন তিনি। সূত্র : এখন টিভি।