নিউইয়র্ক ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

‘সিরিয়াস প্রেমিকা’ পলার সঙ্গে বেশ আছেন বিল গেটস

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:৩৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৪০ বার পঠিত

ব্যক্তিগত জীবন নিয়ে তিনি খুব কমই কথা বলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তবে সম্প্রতি তিনি তাঁর প্রেমিকা পলা হার্ডকে ‘সিরিয়াস গার্লফ্রেন্ড’ বলে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন, তাঁরা একসঙ্গে বেশ ভালো সময় কাটাচ্ছেন।

বুধবার টুডে শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে ৬৯ বছর বয়সী বিল গেটস বলেন, ‘আমি খুবই ভাগ্যবান যে আমার জীবনে পলা নামে একজন বিশেষ মানুষ আছে। আমরা একসঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটাচ্ছি, অলিম্পিকে যাচ্ছি এবং দারুণ সব অভিজ্ঞতা উপভোগ করছি।’ ২০২২ সাল থেকে বিল গেটস এবং পলা হার্ডকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও তাঁরা তাঁদের সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে ২০২৩ সালে তাঁরা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন। এরপর থেকে তাঁদের একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। এমনকি ২০২৪ সালের অলিম্পিকেও তারা উপস্থিত ছিলেন।

পলা হার্ড হলেন প্রয়াত মার্ক হার্ডের স্ত্রী। ওরাকল করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন মার্ক। ২০১৯ সালে মার্ক হার্ডের মৃত্যু হয়। মার্ক এবং পলার সংসারে দুই মেয়ে রয়েছে। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে দাতব্য কাজের সঙ্গে যুক্ত আছেন পলা। গত দুই দশক ধরেই তিনি বিভিন্ন অলাভজনক সংস্থার জন্য তহবিল সংগ্রহের কাজ করে আসছেন। বিল গেটস সম্প্রতি ‘সোর্স কোড’ নামে একটি স্মৃতিকথা প্রকাশ করেছেন। এই বইটিতে তিনি পলা হার্ডকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।

এই বইতে বিল গেটস তাঁর শৈশব, কর্মজীবনের শুরু এবং ১৯৭৫ সালে পল অ্যালেনের সঙ্গে মাইক্রোসফট প্রতিষ্ঠার গল্প তুলে ধরেছেন। তিনি বলেন, ‘এই বছর আমি ৭০ বছরে পা দেব। মাইক্রোসফট ৫০ বছরে পা দেবে। তাই আমি মনে করলাম, আমার জীবনের গল্প ভাগ করে নেওয়ার এটাই সঠিক সময়। আমি অসাধারণ অভিভাবকদের পেয়েছি, যারা আমাকে স্বাধীনভাবে নতুন কিছু শেখার ও অন্বেষণ করার সুযোগ দিয়েছেন। আমার জীবন ভাগ্যবান ছিল বলেই মাইক্রোসফট এত দূর আসতে পেরেছে।’ এদিকে পলা হার্ডের সঙ্গে সম্পর্ক নিয়ে বিল গেটসের মন্তব্য তাঁদের ভক্তদের কাছে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে তারা একসঙ্গে কী কী নতুন অধ্যায় শুরু করেন! সূত্র : আজকের পত্রিকা।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

‘সিরিয়াস প্রেমিকা’ পলার সঙ্গে বেশ আছেন বিল গেটস

প্রকাশের সময় : ১০:৩৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

ব্যক্তিগত জীবন নিয়ে তিনি খুব কমই কথা বলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তবে সম্প্রতি তিনি তাঁর প্রেমিকা পলা হার্ডকে ‘সিরিয়াস গার্লফ্রেন্ড’ বলে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন, তাঁরা একসঙ্গে বেশ ভালো সময় কাটাচ্ছেন।

বুধবার টুডে শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে ৬৯ বছর বয়সী বিল গেটস বলেন, ‘আমি খুবই ভাগ্যবান যে আমার জীবনে পলা নামে একজন বিশেষ মানুষ আছে। আমরা একসঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটাচ্ছি, অলিম্পিকে যাচ্ছি এবং দারুণ সব অভিজ্ঞতা উপভোগ করছি।’ ২০২২ সাল থেকে বিল গেটস এবং পলা হার্ডকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও তাঁরা তাঁদের সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে ২০২৩ সালে তাঁরা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন। এরপর থেকে তাঁদের একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। এমনকি ২০২৪ সালের অলিম্পিকেও তারা উপস্থিত ছিলেন।

পলা হার্ড হলেন প্রয়াত মার্ক হার্ডের স্ত্রী। ওরাকল করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন মার্ক। ২০১৯ সালে মার্ক হার্ডের মৃত্যু হয়। মার্ক এবং পলার সংসারে দুই মেয়ে রয়েছে। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে দাতব্য কাজের সঙ্গে যুক্ত আছেন পলা। গত দুই দশক ধরেই তিনি বিভিন্ন অলাভজনক সংস্থার জন্য তহবিল সংগ্রহের কাজ করে আসছেন। বিল গেটস সম্প্রতি ‘সোর্স কোড’ নামে একটি স্মৃতিকথা প্রকাশ করেছেন। এই বইটিতে তিনি পলা হার্ডকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।

এই বইতে বিল গেটস তাঁর শৈশব, কর্মজীবনের শুরু এবং ১৯৭৫ সালে পল অ্যালেনের সঙ্গে মাইক্রোসফট প্রতিষ্ঠার গল্প তুলে ধরেছেন। তিনি বলেন, ‘এই বছর আমি ৭০ বছরে পা দেব। মাইক্রোসফট ৫০ বছরে পা দেবে। তাই আমি মনে করলাম, আমার জীবনের গল্প ভাগ করে নেওয়ার এটাই সঠিক সময়। আমি অসাধারণ অভিভাবকদের পেয়েছি, যারা আমাকে স্বাধীনভাবে নতুন কিছু শেখার ও অন্বেষণ করার সুযোগ দিয়েছেন। আমার জীবন ভাগ্যবান ছিল বলেই মাইক্রোসফট এত দূর আসতে পেরেছে।’ এদিকে পলা হার্ডের সঙ্গে সম্পর্ক নিয়ে বিল গেটসের মন্তব্য তাঁদের ভক্তদের কাছে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে তারা একসঙ্গে কী কী নতুন অধ্যায় শুরু করেন! সূত্র : আজকের পত্রিকা।