ব্রিকসকে ঠেকাতে চড়া শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

- প্রকাশের সময় : ০৬:০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
- / ৮০ বার পঠিত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিকস সদস্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রের ডলারের পরিবর্তে রিজার্ভ মুদ্রা হিসেবে নতুন কোনো মুদ্রা চালু না করার জন্য সতর্ক করে দিয়েছেন। তা না করলে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। অবশ্য এমন হুমকি তিনি গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের কয়েক সপ্তাহ পরও দিয়েছিলেন। খবর রয়টার্সের।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে দেয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আপাতদৃষ্টিতে আমাদের এই শত্রুভাবাপন্ন দেশগুলোর কাছ থেকে একটি প্রতিশ্রুতি প্রয়োজন যে তারা নতুন কোনো ব্রিকস মুদ্রা তৈরি করবে না। পরাক্রমশালী যুক্তরাষ্ট্রের ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রাকে সমর্থন করবে না। অন্যথায় তাদের ১০০ শতাংশ শুল্কের মুখোমুখি হতে হবে।
নভেম্বরও তিনি এই ধরনের একটি বিবৃতি দিয়েছিলেন। সেই সময় রাশিয়া বলেছিল যে যুক্তরাষ্ট্রের ডলার ব্যবহার করতে বাধ্য করার যেকোনো প্রচেষ্টা উল্টো ফল দেবে।ব্রিকসে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা রয়েছে। এ ছাড়া গত কয়েক বছরে আরও কয়েকটি দেশ এই জোটে যোগ দিয়েছে। এই জোটের কোনো সাধারণ মুদ্রা নেই। তবে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের পর এই বিষয়ে দীর্ঘদিন ধরে চলা আলোচনায় কিছুটা গতি এসেছে।
ট্রাম্প বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে বা অন্য কোথাও ব্রিকসের যুক্তরাষ্ট্রের ডলারকে প্রতিস্থাপনের কোনো সম্ভাবনা নেই। যেকোনো দেশ চেষ্টা করলে তাদের শুল্কের মুখোমুখি হতে হবে এবং আমেরিকাকে বিদায় বলতে হবে।