নিউইয়র্ক ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পাঁচ বছর পর ফের চালু হচ্ছে ভারত-চীন সরাসরি ফ্লাইট

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:২৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / ১৩৭ বার পঠিত

কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের কারণে দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর আবারও ভারত ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে। আজ সোমবার ভারত সরকার জানায়,পুনরায় সরাসরি বিমান চলাচল শুরুর বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে। সোমবারের এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও স্বাভাবিকের পথে আনার ইঙ্গিত দুই দেশেরই।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, সম্প্রতি চীন সফরে যান ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি। আর তিনি বেইজিংয়ে পা রাখার পরই চীন ও ভারতের মধ্যে একগুচ্ছ বিষয়ে সহমত পোষণের বার্তা আসে। দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর জানা যায়, চলতি বছরের গ্রীষ্মেই শুরু হচ্ছে কৈলাস মানসরোবর যাত্রা।

এ সংক্রান্ত এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এ ছাড়া চীনের সঙ্গে ভারতের সরাসরি বিমান পরিষেবা শুরুর ক্ষেত্রেও দিল্লি ও বেইজিং সহমত প্রকাশ করেছে। এমনই বেশ কয়েকটি বিষয়ে লাদাখ সংঘাত পরবর্তী সময়ে ভারত ও চীন তাদের সম্পর্ক ঘিরে আরও এক ধাপ এগিয়েছে। গত অক্টোবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাজানে সাক্ষাৎ হয়েছিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। সেই সময় দুই পক্ষই পারস্পরিক সম্পর্কের অবস্থা পর্যালোচনা করেছিল। তখনো স্থিতিশীল সম্পর্কের ওপর জোর দেওয়া হয়। এবারও সেই লক্ষ্যকে সামনে রেখে দুই দেশের প্রতিনিধিদের আলোচনা হয়েছে।

হিন্দুস্তান টাইমস বলছে, আমেরিকায় ট্রাম্প প্রেসিডেন্টের মসনদে আসার পর দিল্লির সঙ্গে বেইজিংয়ের এই আলোচনা নিঃসন্দেহে বিশ্ব কূটনীতিতে একটি বড় দিক।

এর আগে ২০২০ সালে করোনা মহামারির কারণে ভারত ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইট স্থগিত করা হয়েছিল। বিধিনিষেধ তুলে নেওয়া সত্ত্বেও আর চালু করা হয়নি। সেই বছরের মে মাসে লাদাখে দুই দেশের সম্পর্কে স্থবিরতা শুরু হয় এবং পরের মাসে লাদাখের গালওয়ানে একটি সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হন। অপরদিকে চীনা পক্ষেরও ক্ষয়ক্ষতি হলেও সঠিক পরিসংখ্যান নিশ্চিত করা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

পাঁচ বছর পর ফের চালু হচ্ছে ভারত-চীন সরাসরি ফ্লাইট

প্রকাশের সময় : ১২:২৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের কারণে দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর আবারও ভারত ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে। আজ সোমবার ভারত সরকার জানায়,পুনরায় সরাসরি বিমান চলাচল শুরুর বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে। সোমবারের এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও স্বাভাবিকের পথে আনার ইঙ্গিত দুই দেশেরই।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, সম্প্রতি চীন সফরে যান ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি। আর তিনি বেইজিংয়ে পা রাখার পরই চীন ও ভারতের মধ্যে একগুচ্ছ বিষয়ে সহমত পোষণের বার্তা আসে। দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর জানা যায়, চলতি বছরের গ্রীষ্মেই শুরু হচ্ছে কৈলাস মানসরোবর যাত্রা।

এ সংক্রান্ত এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এ ছাড়া চীনের সঙ্গে ভারতের সরাসরি বিমান পরিষেবা শুরুর ক্ষেত্রেও দিল্লি ও বেইজিং সহমত প্রকাশ করেছে। এমনই বেশ কয়েকটি বিষয়ে লাদাখ সংঘাত পরবর্তী সময়ে ভারত ও চীন তাদের সম্পর্ক ঘিরে আরও এক ধাপ এগিয়েছে। গত অক্টোবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাজানে সাক্ষাৎ হয়েছিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। সেই সময় দুই পক্ষই পারস্পরিক সম্পর্কের অবস্থা পর্যালোচনা করেছিল। তখনো স্থিতিশীল সম্পর্কের ওপর জোর দেওয়া হয়। এবারও সেই লক্ষ্যকে সামনে রেখে দুই দেশের প্রতিনিধিদের আলোচনা হয়েছে।

হিন্দুস্তান টাইমস বলছে, আমেরিকায় ট্রাম্প প্রেসিডেন্টের মসনদে আসার পর দিল্লির সঙ্গে বেইজিংয়ের এই আলোচনা নিঃসন্দেহে বিশ্ব কূটনীতিতে একটি বড় দিক।

এর আগে ২০২০ সালে করোনা মহামারির কারণে ভারত ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইট স্থগিত করা হয়েছিল। বিধিনিষেধ তুলে নেওয়া সত্ত্বেও আর চালু করা হয়নি। সেই বছরের মে মাসে লাদাখে দুই দেশের সম্পর্কে স্থবিরতা শুরু হয় এবং পরের মাসে লাদাখের গালওয়ানে একটি সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হন। অপরদিকে চীনা পক্ষেরও ক্ষয়ক্ষতি হলেও সঠিক পরিসংখ্যান নিশ্চিত করা যায়নি।