বর্ণাঢ্য আয়োজনে টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা’র দু’দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু

- প্রকাশের সময় : ১২:৫৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ৭৭ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): বর্ণাঢ্য আর জমজমাট আয়োজনে টাইম টেলিভিশন ও সাপ্তাহিক বাংলা পত্রিকা’র দু’দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়েছে। প্রথম দিনের অনুষ্ঠানটি ছিলো মূলত: টাইম টিভির দর্শক-শ্রোতা আর আর বাংলা পত্রিকা’র পাঠকদের জন্য উৎসর্গকৃত। উল্লেখ্য, গেলো সেপ্টেম্বর মাসে টাইম টেলিভিশন ১০ বছর পেরিয়ে ১১ বছরে আর বাংলা পত্রিকা ২৮ বছর পেরিয়ে ২৯ বছরে পদার্পন করেছে। মিডিয়া দু’টির বর্ষপূর্তী উপলক্ষ্যে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ও বিলাশবহুল ‘এস্টোরিয়া ওয়ার্ল্ড ম্যানর’-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর ইউএনএ’র।
বর্ষপূর্তী অনুষ্ঠানের প্রথম দিন শুক্রবার (২৪ জানুয়ারী)-এর অনুষ্ঠামালার মধ্যে ছিলো: বিকাল ৫টা থেকে একে অপরকে জানা ও ককটেইল পার্টি, সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত, টাইম টিভি থিম সং এবং টাইম টিভি’র ডকুমেন্টারি প্রদর্শন। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের। এরপর আমন্ত্রিত অতিথি ফ্লোরিডার কুইক মানি সার্ভিসেস ইনক’র প্রেসিডেন্ট এন্ড সিইও মোহাম্মদ মনির হোসেন এবং আরেক অতিথি ফ্লোরিডার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক মোহাম্মদ দীনাজ খান সহ অন্যান্য অতিথিদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আবু তাহের। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন মর্টগেজ ব্যাংকার জান ফাহিম (এনএমএলএস # ২১৮১২)। মেন্টাল হেলথ বিষয়ে বিশেষ আলোচনায় অংশ নেন আনোয়ারা আনা এবং টাইম টেলিভিশন-এর এডুকেটর এন্ড ফাউন্ডার হেড অব প্রোগ্রাম মেরি জোবায়দা।
এদিকে অনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরুর আগেই ইউএস কংগ্রেসওম্যান গ্রেস মেং অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের হাতে সম্মানণা প্রদান করেন। এসময় টাইম টিভি’র অন্যতম পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু মঞ্চে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাত ৯টায় টাইম টেলিভিশনের জনপ্রিয় ও দর্শক নন্দিত ‘লাইভ শো-টাইম এক্সক্লুসিভ’ অনুষ্ঠান ব্যতিক্রমী আয়োজনে সরাসরি সম্প্রচার করা হয়। এসময় এই অনুষ্ঠানের সঞ্চালক আবু তাহের পরিচালনায় নিজের অভিজ্ঞতা এবং প্রতিদিনের মতো নিউজ আপডেট তুলে ধরেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান। পরবর্তীতে টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানের অতিথিদের মধ্যে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, ডা. মাসুদ রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক আলহাজ সোলায়মান ভূইয়া, মূলধারার রাজনীতিক অ্যাসাল-এর ন্যাশলনাল প্রেসিডেন্ট মাফ মিসবাউদ্দিন, ফার্মাসিস্ট শাহাব আহমেদ, বিশিষ্ট সাংবাদিক মনির হায়দার, কমিউনিটি আক্টিভিষ্ট বেদারুল ইসলাম বাদলা ও আব্দুস শহীদ, সোসাইটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহীম হাওলাদার, পার্কচেষ্টার রিয়াল এস্টেট-এর কর্ণধার সালে উদ্দিন সাল, স্যান্ড একাউনটেন্ট-এর সিইও মিয়া মোহাম্মদ আবজাল, কমিউনিটি বোর্ড মেম্বার ও বাংলাদেশী আমেরিকান সোসাইটির সাধারণ সম্পাদক আমিন মেহেদী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সহ সভাপতি ও এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিন, কমিউনিটি বোর্ড মেম্বার শাহজাহান শেখ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট সৈয়দ এনায়েত আলী, কায়েস, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক পারভেজ সাজ্জাদ, ফরিদা ইয়াসমীন প্রমুখ।
অনুষ্ঠানে কমিউনিটির সেবায় টাইম টিভি ও বাংলা পত্রিকার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে টাইম টিভি’র প্রতিদিনের জনপ্রিয় লাইভ অনুষ্ঠন ‘টাইম এক্সক্লুসিভ’ অনুষ্ঠানের বিশেষ প্রশংসা করেন। পরবর্তীতে কমিউনিটিতে অবদান রাখার জন্য কমিউনিটির বিশিষ্টজনদের হাতে টাইম টেলিভিশনের পক্ষ থেকে সম্মানণা সার্টিকেট তুলে দেন আবু তাহের।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো সঙ্গীতানুষ্ঠান ও নৈশভোজ। রাত ১০ টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে এই পর্ব। এতে বাংলাদেশে প্রখ্যাত পল্লী সঙ্গীত শিল্পী আব্দুল আলীমের কন্যা জোহরা আলীম সহ প্রবাসের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট উপস্থাপিকা শারমিন সিরাজ সোনিয়া। উল্লেখ্য, প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানটি উপভোগ করেন।
বর্ষপূর্তী অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার (২৫ জানুয়ারী)-এর অনুষ্ঠামালার মধ্যে থাকবে বিষয় ভিত্তিক আলোচনা, সম্মানণা সার্টিকেট প্রদান, সাংষ্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ।