নিউইয়র্ক ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রেকর্ড সংখ্যক অপরাধীকে ক্ষমা করলেও নিজেকে ক্ষমা করেননি বাইডেন: ট্রাম্প

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / ৭৮ বার পঠিত

নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সাক্ষাৎকারে বলেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদকালে রেকর্ড সংখ্যক অপরাধীকে ক্ষমা করলেও নিজেকে ক্ষমা করেননি। সকালে ফক্স নিউজে প্রচারিত একটি রেকর্ডকৃত সাক্ষাৎকারে ট্রাম্প এবং শন হ্যানিটি বাইডেনের ক্ষমা প্রদানের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, বাইডেন তার মেয়াদে বেশ কিছু আগাম ক্ষমা প্রদান করেছেন, যার মধ্যে তার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ আত্মীয়রাও রয়েছেন। এ বিষয়ে বাইডেন বলেছিলেন যে, হোয়াইট হাউসের নতুন প্রশাসনের দ্বারা তারা (পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ আত্মীয়রা) অত্যাচারিত হওয়ার ঝুঁকিতে আছেন। খবর বিবিসির।

জো বাইডেনের ক্ষমা প্রদানের সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করে ট্রাম্প বলেন, মজার বিষয়, অথবা দুঃখজনক বিষয় হলো, তিনি নিজেকে ক্ষমা করেননি। তিনি আরও বলেন, বাইডেনের সময় অনেক মানুষ ক্ষমা ভিক্ষার জন্য আবেদন করেছিলেন। ক্ষমার প্রয়োজন এমন আরও লোক ছিল কিন্তু তাদের অনেককেই বাইডেন প্রত্যাখ্যান করেছেন।হ্যানিটি প্রশ্ন করেন, বাইডেনের এই আগাম ক্ষমাগুলো নিয়ে কংগ্রেসের কোনো তদন্ত শুরু করা উচিত কি না। তবে এ বিষয়ে ট্রাম্প কোনো উত্তর দেননি।

ট্রাম্প আরও উল্লেখ করেন যে, তিনি তার প্রথম মেয়াদের পরে নিজেকে কখনো ক্ষমা করেননি এবং তার পরিবারের সদস্যদেরও ক্ষমা প্রদান করেননি। তবে পিউ রিসার্চ সেন্টারের তথ্যমতে, প্রথম মেয়াদে ট্রাম্প ২৩৭টি প্রেসিডেনশিয়াল ক্ষমা ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন অহিংস অপরাধের জন্য দোষী সাব্যস্ত ৩৯ যুক্তরাষ্ট্রের নাগরিককে প্রেসিডেনশিয়াল ক্ষমা ঘোষণা করেছেন। একইসঙ্গে দেড় হাজার অপরাধীর সাজা কমিয়েছেন। হোয়াইট হাউস এই ক্ষমাকে ‘একদিনে সর্বোচ্চ ক্ষমা’র রেকর্ড হিসেবে বর্ণনা করেছে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, অভিশংসনের ক্ষেত্র ছাড়া দেশের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য ক্ষমা ও ছাড় দেওয়ার ব্যাপক ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের।

গত বছর বাইডেন তার ছেলে হান্টারকে ক্ষমা করেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এর মাধ্যমে প্রেসিডেন্টদের নিকটাত্মীয়দের ক্ষমা করার একটি প্রবণতা তৈরি হলো। চলতি বছরের প্রথম দিকে বাইডেন আরেকটি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সেখানে তিনি সামরিক ব্যক্তিসহ বিভিন্ন ব্যক্তিকে যৌন অভিযোগে সাজাপ্রাপ্তদের ক্ষমা করেন। সূত্র : সমকাল।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রেকর্ড সংখ্যক অপরাধীকে ক্ষমা করলেও নিজেকে ক্ষমা করেননি বাইডেন: ট্রাম্প

প্রকাশের সময় : ০৬:০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সাক্ষাৎকারে বলেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদকালে রেকর্ড সংখ্যক অপরাধীকে ক্ষমা করলেও নিজেকে ক্ষমা করেননি। সকালে ফক্স নিউজে প্রচারিত একটি রেকর্ডকৃত সাক্ষাৎকারে ট্রাম্প এবং শন হ্যানিটি বাইডেনের ক্ষমা প্রদানের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, বাইডেন তার মেয়াদে বেশ কিছু আগাম ক্ষমা প্রদান করেছেন, যার মধ্যে তার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ আত্মীয়রাও রয়েছেন। এ বিষয়ে বাইডেন বলেছিলেন যে, হোয়াইট হাউসের নতুন প্রশাসনের দ্বারা তারা (পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ আত্মীয়রা) অত্যাচারিত হওয়ার ঝুঁকিতে আছেন। খবর বিবিসির।

জো বাইডেনের ক্ষমা প্রদানের সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করে ট্রাম্প বলেন, মজার বিষয়, অথবা দুঃখজনক বিষয় হলো, তিনি নিজেকে ক্ষমা করেননি। তিনি আরও বলেন, বাইডেনের সময় অনেক মানুষ ক্ষমা ভিক্ষার জন্য আবেদন করেছিলেন। ক্ষমার প্রয়োজন এমন আরও লোক ছিল কিন্তু তাদের অনেককেই বাইডেন প্রত্যাখ্যান করেছেন।হ্যানিটি প্রশ্ন করেন, বাইডেনের এই আগাম ক্ষমাগুলো নিয়ে কংগ্রেসের কোনো তদন্ত শুরু করা উচিত কি না। তবে এ বিষয়ে ট্রাম্প কোনো উত্তর দেননি।

ট্রাম্প আরও উল্লেখ করেন যে, তিনি তার প্রথম মেয়াদের পরে নিজেকে কখনো ক্ষমা করেননি এবং তার পরিবারের সদস্যদেরও ক্ষমা প্রদান করেননি। তবে পিউ রিসার্চ সেন্টারের তথ্যমতে, প্রথম মেয়াদে ট্রাম্প ২৩৭টি প্রেসিডেনশিয়াল ক্ষমা ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন অহিংস অপরাধের জন্য দোষী সাব্যস্ত ৩৯ যুক্তরাষ্ট্রের নাগরিককে প্রেসিডেনশিয়াল ক্ষমা ঘোষণা করেছেন। একইসঙ্গে দেড় হাজার অপরাধীর সাজা কমিয়েছেন। হোয়াইট হাউস এই ক্ষমাকে ‘একদিনে সর্বোচ্চ ক্ষমা’র রেকর্ড হিসেবে বর্ণনা করেছে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, অভিশংসনের ক্ষেত্র ছাড়া দেশের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য ক্ষমা ও ছাড় দেওয়ার ব্যাপক ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের।

গত বছর বাইডেন তার ছেলে হান্টারকে ক্ষমা করেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এর মাধ্যমে প্রেসিডেন্টদের নিকটাত্মীয়দের ক্ষমা করার একটি প্রবণতা তৈরি হলো। চলতি বছরের প্রথম দিকে বাইডেন আরেকটি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সেখানে তিনি সামরিক ব্যক্তিসহ বিভিন্ন ব্যক্তিকে যৌন অভিযোগে সাজাপ্রাপ্তদের ক্ষমা করেন। সূত্র : সমকাল।