নিউইয়র্ক ০৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ক্যালিফোর্নিয়ায় নাইট ক্লাবে আগুন : নিহত ৯

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:২৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০১৬
  • / ৮৪০ বার পঠিত

ক্যালিফোর্নিয়া: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অকল্যান্ডে একটি গুদাম ঘরে নৈশপার্টির সময় অগ্নিকান্ডে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ আছেন আরও ২৫ জন। স্থানীয় সময় শুক্রবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দোতলা ওই গুদাম ঘরটিতে আগুন লাগে।
রয়টার্সের খবরে বলা হয়েছে: শনিবার অকল্যান্ড শহরের ফায়ার সার্ভিসের প্রধান তেরেসা ডিলোচ-রিডে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, আগুন লাগার ঘটনায় দোতলা গুদামটির ছাদ ধসে পড়েছে। এ কারণে হতাহতদের উদ্ধার করা জটিল হয়ে পড়েছে।
এদিকে পার্টিতে কতজন মানুষ অংশগ্রহণ করেছিল এবং কতজন হতাহত হয়েছে তার বিস্তারিত জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তেরেসা বলেন, ভবনটির বড় অংশে এখনও তল্লাশি চালানো যায়নি। আমাদের ধারণা, নয়জনের বাইরে আর কেউ নিহত হয়নি। যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তারা সম্ভবত হাসপাতালে বা অন্য কোথাও আছে।
অপরদিকে একটি ফেসবুক ইভেন্ট পেজ থেকে জানা গেছে, ‘গোল্ডেন ডোনা’ নামের একটি গানের দল পার্টির আয়োজন করেছিল। এতে ১৭৬ জন যোগদানের কথা জানিয়েছিলেন। এছাড়া আরও ৩৫৫ জন অনুষ্ঠানটিতে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন। তবে তাদের মধ্যে কতজন অংশ নিয়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

ক্যালিফোর্নিয়ায় নাইট ক্লাবে আগুন : নিহত ৯

প্রকাশের সময় : ১০:২৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০১৬

ক্যালিফোর্নিয়া: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অকল্যান্ডে একটি গুদাম ঘরে নৈশপার্টির সময় অগ্নিকান্ডে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ আছেন আরও ২৫ জন। স্থানীয় সময় শুক্রবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দোতলা ওই গুদাম ঘরটিতে আগুন লাগে।
রয়টার্সের খবরে বলা হয়েছে: শনিবার অকল্যান্ড শহরের ফায়ার সার্ভিসের প্রধান তেরেসা ডিলোচ-রিডে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, আগুন লাগার ঘটনায় দোতলা গুদামটির ছাদ ধসে পড়েছে। এ কারণে হতাহতদের উদ্ধার করা জটিল হয়ে পড়েছে।
এদিকে পার্টিতে কতজন মানুষ অংশগ্রহণ করেছিল এবং কতজন হতাহত হয়েছে তার বিস্তারিত জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তেরেসা বলেন, ভবনটির বড় অংশে এখনও তল্লাশি চালানো যায়নি। আমাদের ধারণা, নয়জনের বাইরে আর কেউ নিহত হয়নি। যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তারা সম্ভবত হাসপাতালে বা অন্য কোথাও আছে।
অপরদিকে একটি ফেসবুক ইভেন্ট পেজ থেকে জানা গেছে, ‘গোল্ডেন ডোনা’ নামের একটি গানের দল পার্টির আয়োজন করেছিল। এতে ১৭৬ জন যোগদানের কথা জানিয়েছিলেন। এছাড়া আরও ৩৫৫ জন অনুষ্ঠানটিতে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন। তবে তাদের মধ্যে কতজন অংশ নিয়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।