বিশ্বের প্রবীণতম ব্যক্তির স্বীকৃতি পেলেন ব্রাজিলের ইনাহ ক্যানাবারো

- প্রকাশের সময় : ১২:৫২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / ৬২ বার পঠিত
বিশ্বের প্রবীণতম ব্যক্তির স্বীকৃতি পেলেন ১১৬ বছর বয়সী ব্রাজিলিয়ান নারী ইনাহ ক্যানাবারো লুকাস। বিশ্বজুড়ে ১১০ বছর বয়সী ব্যক্তিদের শনাক্তকারী প্রতিষ্ঠান লঞ্জেভকোয়েস্ট দিয়েছে এ স্বীকৃতি।
১৯০৮ সালের ৮ জুন জন্ম নেয়া ইনাহ ক্যানাবারো একজন নান। গেল ডিসেম্বরে জাপানের তোমিকো ইতুকার মৃত্যুর পর নিজেকে বিশ্বের প্রবীণতম জীবিত নারী এবং ব্যক্তি বলে দাবি করেন ক্যানাবারো।
এরই প্রেক্ষিতে সে সময় ব্রাজিলের দক্ষিণে পোর্তো অ্যালেগ্রির প্রবীণনিবাসে বসবাসরত ক্যানাবারোর সঙ্গে সাক্ষাৎ করেন লঞ্জেভিকোয়েস্টের কর্মকর্তারা। তখন বিশ্বের প্রবীণতম জীবিত নান এবং ব্রাজিলের প্রবীণতম ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়া হয় তাকে। সাম্প্রতিক এসব স্বীকৃতির পাশাপাশি সারা বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ আয়ুষ্কাল পাওয়া ব্যক্তিদের তালিকার ২০তম অবস্থানে নাম লিখিয়েও রেকর্ড গড়েছেন ক্যানাবারো। সূত্র : এখন টিভি।