নিউইয়র্ক ০৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

হঠাৎ উইকেটকিপারের ভূমিকায় শান্ত!

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৩৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / ৫৯ বার পঠিত

দুই ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে উইকেটকিপারের ভূমিকায় খুব একটা দেখা যায়নি। তবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়াতে দেখা গেছে তাকে। মঙ্গলবার (৮ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে উইকেটকিপিং করেছেন তিনি।

এর আগে স্বীকৃত ক্রিকেটে শান্তকে উইকেটকিপারের ভূমিকায় দেখা যায়নি বললেই চলে। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১২৯টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও, তাকে কখনও উইকেটের পেছনে গ্লাভস হাতে দেখা যায়নি।

এছাড়া অনূর্ধ্ব-১৯, সাদা কিংবা লাল বলের কোনো ম্যাচেই আগে উইকেটকিপার হিসেবে খেলেননি শান্ত। টি-টোয়েন্টি ক্রিকেটে আগের ১৬৯ ম্যাচেও এই অভিজ্ঞতা ছিল না তার।মূলত বরিশালের নিয়মিত উইকেটকিপার মুশফিকুর রহিমের চোট এবং বিকল্প কিপার প্রিতম কুমার একাদশে না থাকায় এই বাড়তি দায়িত্ব পালন করতে হয়েছে শান্তকে। ঢাকায় বরিশালের শেষ ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন মুশফিক, সে কারণে সিলেটে গত ম্যাচেও তিনি উইকেটের পেছনে দাঁড়াননি। আজও তিনি আছেন দলের সাধারণ ফিল্ডার হিসেবে। সূত্র : যুগান্তর।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

হঠাৎ উইকেটকিপারের ভূমিকায় শান্ত!

প্রকাশের সময় : ১১:৩৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

দুই ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে উইকেটকিপারের ভূমিকায় খুব একটা দেখা যায়নি। তবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়াতে দেখা গেছে তাকে। মঙ্গলবার (৮ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে উইকেটকিপিং করেছেন তিনি।

এর আগে স্বীকৃত ক্রিকেটে শান্তকে উইকেটকিপারের ভূমিকায় দেখা যায়নি বললেই চলে। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১২৯টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও, তাকে কখনও উইকেটের পেছনে গ্লাভস হাতে দেখা যায়নি।

এছাড়া অনূর্ধ্ব-১৯, সাদা কিংবা লাল বলের কোনো ম্যাচেই আগে উইকেটকিপার হিসেবে খেলেননি শান্ত। টি-টোয়েন্টি ক্রিকেটে আগের ১৬৯ ম্যাচেও এই অভিজ্ঞতা ছিল না তার।মূলত বরিশালের নিয়মিত উইকেটকিপার মুশফিকুর রহিমের চোট এবং বিকল্প কিপার প্রিতম কুমার একাদশে না থাকায় এই বাড়তি দায়িত্ব পালন করতে হয়েছে শান্তকে। ঢাকায় বরিশালের শেষ ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন মুশফিক, সে কারণে সিলেটে গত ম্যাচেও তিনি উইকেটের পেছনে দাঁড়াননি। আজও তিনি আছেন দলের সাধারণ ফিল্ডার হিসেবে। সূত্র : যুগান্তর।