বিজ্ঞাপন :
৩৭ বিলিয়ন ডলারের ঋণ পরিকল্পনা সৌদি আরবের

রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৪:২৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
- / ১০০ বার পঠিত
সৌদি আরবের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে ৩৭ বিলিয়ন বা ৩ হাজার ৭০০ কোটি ডলার ঋণ পরিকল্পনা অনুমোদন করেছে দেশটির সরকার। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ ১৩ হাজার ৯০০ কোটি রিয়াল। খবর আনাদোলু।
এক বিবৃতিতে বলা হচ্ছে, সম্ভাব্য বাজেট ঘাটতি মেটাতে সৌদি আরবের জাতীয় ঋণ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ অনুমোদন দিয়েছে। গত নভেম্বরে মন্ত্রণালয় চলতি বছর ১০ হাজার ১০০ কোটি রিয়াল বা ২ হাজার ৬৯ কোটি ডলার বাজেট ঘাটতির পূর্বাভাস দিয়েছিল। এর সঙ্গে ঋণ পরিশোধ বাবদ যুক্ত হচ্ছে আরো ৩ হাজার ৮০০ কোটি রিয়াল বা ১ হাজার কোটি ডলারের বেশি অর্থ।
সাম্প্রতিক বছরগুলোয় জ্বালানি তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে অবকাঠামো, বিনোদন ও শিল্পখাতে বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে সৌদি আরব। এতে উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে অবকাঠামো খাতে সরকারি ব্যয়।