ফিরে দেখা-২০২৪ : বাংলাদেশী কমিউনিটির উল্লেখযোগ্য ঘটনা

- প্রকাশের সময় : ০১:৩৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
- / ৮২ বার পঠিত
সালাহউদ্দিন আহমেদ : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে বিদায় বছরে অর্থাৎ ২০২৪ সালের সবচেয়ে আলোচিত ঘটনা ছিলো ওজোন পার্কে পুলিশের গুলিতে মানসিকভাবে অসুস্থ বাংলাদেশী যুবক উইন রোজারিও আর বাফেলোতে দূর্বৃত্তের গুলিতে জোড়া বাংলাদেশী খুন। রোজারিওকে প্রকাশ্য দিবালোকে তার মা ও ভাইয়ের সামনে গুলি করে হত্য করা হয়। ঘটনার পর পরই অভিযুক্ত নিউইয়র্ক পুলিশ বিভাগের দুই অফিসারকে সাসপেন্ড করা হয় এবং মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়াও গেলো বছরে দূর্বৃত্তের হামলা ও গলিতে বিভিন্ন ষ্টেটে একাধিক বাংলাদেশী হত্যার শিকার হন। পাশাপাশি জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে ড. ইউনূসের যোগদান, বাংলাদেশ সোসাইটি ইনক আর চট্টগ্রাম সমিতি ইউএসএ’র নির্বাচন আর চার ভাগে বিভক্ত ফোবানা সম্মেলন ছিলো কমিউনিটির অন্যতম আলোচ্য বিষয়। নি¤েœ কমিউনিটির উল্লেখযোগ্য ও আলোচিত কয়েকটি ঘটনা সংক্ষেপে তুলে ধরা হলো।
জানুয়ারী-২০২৪,
সড়ক দুর্ঘটনায় ফিরোজ আলম জাহাঙ্গীর নিহত : পেনসিলভেনিয়া রাজ্যের ডেলোয়ারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী ফিরোজ আলম জাহাঙ্গীর (৫৫) মৃত্যুবরণ করেছেন। তার দেশের বাড়ী নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সালামত উল্লাহ মেম্বার বাডী, ওর্য়াড নং ১, চর পার্বতী। ডেলাওয়ার কাউন্টির ক্রাম লিনে আই-৪৭৬ সাউথ থেকে ইন্টারস্টেট আই-৯৫ নর্থেও র্যাম্প এর মুখে সে দুর্ঘটনার শিকার হয়।
ফেব্রæয়ারী-২০২৪,
ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশী নওশাদের মৃত্যু : পেনসিলভেনিয়া ষ্টেটের ফিলাডেলফিয়া সিটির ডেনজীর্স জোন কেনসিংটন এভিনিউতে ২৬ ফেব্রæয়ারী বৃহস্পতিবার গোলাগুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। তার নাম নওশাদ খান (২৪)। তিনি পাশ্ববর্তী স্টেট ডেলাওয়ারের বাসিন্দা ছিলেন। বাংলাদেশে তার বাড়ি চট্টগ্রামের দোহাজারী এবং তার পিতার নাম শমশের খান।
ঢাকার বেইলী রোডের অগ্নিকান্ডে যুক্তরাষ্ট্র প্রবাসী আতাউর রহমান শামীমের মৃত্যু:
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক আওয়ামী লীগ নেতা, নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ এডভোকেট আতাউর রহমান শামীম ঢাকার বেইলী রোডের রেস্টুরেন্টে ২৯ ফেব্রæয়ারী সংগঠিত অগ্নিকান্ডে মৃত্যুবরণ করেন। অগ্নিকান্ডের ঘটনার সময় তিনি তার সেগুনবাগিচার বাসা থেকে বের হয়ে গ্রিনকজি কটেজ ভবনের দ্বিতীয় তলায় একটি রেস্টুরেন্টে কফি পান করতে গিয়েছিলেন। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সন্তান শামীম এক সময় যুক্তরাষ্ট্র প্রবাসী ছিলেন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য ছিেেলন এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক। আতাউর রহমান শামীম নিউইয়র্ক থেকে প্রকাশিত অধুনালুপ্ত সাপ্তাহিক গণবাংলা পত্রিকা’র সম্পাদক ছিলেন। তার স্ত্রী-কন্যা নিউইয়র্কে বসবাস করেন।
মার্চ:
ওজোন পার্কে পুলিশের গুলিতে উইন রোজারিও নিহত:
বাংলাদেশী অধ্যুষিত নিউইয়র্কের ওজোন পার্কে পুলিশের গুলিতে বাংলাদেশী তরুণ উইন রোজারিও (১৯) খুন হয়। সে মানসিকভাবে অসুস্থ ছিলো। পরিবারের অভিযোগ পুলিশ ঠান্ডা মাথায় হত্যা করেছে। তাদের দেশের বাড়ী গাজীপুর জেলায়। ২৭ মার্চ বুধবার এই ঘটনা ঘটে। ঘটনাটি নিউইয়র্ক সিটির বিভিন্ন মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হওয়ায় ‘টক অব দ্য টাউন’-এর খবরে পরিণত হয়। এদিকে পুলিশ জানায়, মানসিক রোগে আক্রান্ত উইন ঘটনার দিন সকাল থেকে বাসায় উচ্ছঙ্খল আচরণ করছিলেন। এক পর্যায়ে উইন নিজেই ৯১১ এ কল করলে দুপুর দেড়টার দিকে এনওয়াইপিডি’র একদল পুলিশ তার বাসায় যায়। এসময় পুলিশ তাকে আটকের চেষ্টা করলে উইন ওয়াড্রুভ থেকে দুটি কাচি নিয়ে পুলিশের ওপর আক্রমণের জন্য উদ্যত হয়। এসময় পুলিশ তাকে নিবৃত করার চেষ্টা করে ব্যর্থ হয় এবং উদ্ভুত পরিস্থিতে মায়ের সামনেই ওই তরুণকে লক্ষ্য করে পুলিশ পরপর ৬ রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই সে মেঝেতে লুটিয়ে পড়ে। পরে তাকে জামাইকা হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
এপ্রিল:
বাফেলোতে দূর্বত্তের গুলিতে ২ বাংলাদেশী নিহত:
নিউইয়র্ক রাজ্যের বাফেলো সিটিতে দূর্বৃত্তের গুলিতে ২ বাংলাদেশী নিহত হন। ২৭ এপ্রিল, শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ইস্টফেরী এন্ড বেইলি এভিনিউয়ের কাছে হ্যাজেল উড স্ট্রিটে এই ঘটনা ঘটে। নিহতের একজনের নাম আবু সালেহ মোহাম্মদ ইউসুফ জনি (৫৮), তার গ্রামের বাড়ী সিলেটের কানাইঘাট উপজেলার মেজরটিলা। অপরজনের নাম মোহাম্মদ বাবুল উদ্দিন (৪৩), তার গ্রামের বাড়ী কুমিল্লা। হত্যার সাথে জড়িত সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়।
মে:
বোস্টনে নিজ বাড়ি থেকে নাসিম পারভীনের মরদেহ উদ্ধার:
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বান্ধবী ও নিউ ইংল্যান্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিম পারভীনের মরদেহ তাঁর বোস্টনের নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাবেক স্ত্রী তিনি। ৭ মে মঙ্গলবার বিকেলে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের নিকটস্থ শহর ওয়েষ্ট রক্সবুরির নিজ বাড়ির দরজা ভেঙ্গে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। দীর্ঘদিন ধরে তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন।
যুক্তরাষ্ট্রের ফেডারেল জাজ হিসেবে নুসরাত জাহান চৌধুরীর শপথ:
বাংলাদেশী বংশোদ্ভুত নুসরাত জাহান চৌধুরী ১০ মে শুক্রবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে নিউইয়র্ক ইস্টার্ন ডিষ্ট্রিক-এর ফেডারেল জাজ হিসেবে শপথ নেন। যুক্তরাষ্ট্রে এই পদে তিনি প্রথম বাংলাদেশী-আমেরিকান, প্রথম মুসলিম নারী এবং দ্বিতীয় মুসলিম আমেরিকান। ফেডারেল জাজ নুসরাত চৌধুরী ১৯৭৬ সালে ইলিনয়ে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক বাড়ী ফেনী জেলার দাগনভুইয়ার উপজেলার ৬ নং দাগনভুইয়া সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর।
যুক্তরাষ্ট্র আ. লীগের অভ্যন্তরীন কোন্দল:
কেন্দ্রের নির্দেশে সম্প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী পরিষদের শূন্য আসন পূরণ করা হলেও দলের সমস্যার সমধান হয়নি। বরং দলের মধ্যকার বিবেধ-বিভক্তি যেনো আরো বেড়ে যায়। যার বহি:প্রকাশ ঘটেছে বাংলাদেশের পরারাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি’র নিউইয়র্ক আগমনের দিন ২৯ মে বুধবার। তাকে অভ্যর্থনার সময় তার সামনেই জেএফকেতে চরম বাক-বিতন্ডা, হৈচৈ, ধাক্কাধাক্কি আর হাতাহাতির ঘটনা ঘছে। উদ্ভুত পরিস্থিতে বিব্রত হন পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ।
জুন:
জ্যামাইকায় বাংলাদেশী নূরুল ভূইয়া ছুরিকাঘাতে নিহত:
নিউইয়র্ক সিটির কুইন্স বরোর জ্যামাইকায় গত ২২ জুন শনিবার দূর্বত্তের ছুরিকাঘাতে নূরুল ভূইয়া নামে এক বাংলাদেশী নিহত হন। নিহত নূরুল ভূইয়ার বয়স ৪০ বছর। সে স্প্রীং ফিল্ড গার্ডেনের সেন্ট আলবানসে বাস করতেন। তার দেশের বাড়ি মুন্সীগঞ্জ-বিক্রমপুরের সিরাজদীখান উপজেলায়। বিগত ১৮ বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে আসেন। তার ১৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। এদিকে নূরুল ভূইয়ারকে হত্যার অভিযোগে পুলিশ ২৪ বছর বয়সী জশুয়া কেলি নামের এক যুবককে গ্রেফতার করে। নিউইয়র্ক সিটির জ্যামাইকা এভিনিউ ও ১৬৯ স্ট্রিটে এলাকায় স্থানীয় স্যামি গুরমে ডেলি স্টোরের সামনে রাত ৯ টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

সাঁতার কাটতে গিয়ে নিউজার্সীতে বাংলাদেশী বংশোদ্ভুত এহসান আমান উল্লাহর মৃত্যু:
যুক্তরাষ্ট্রের সামার মৌসুমের শুরুতেই ২৫ জুন মঙ্গলবার বিকেলে নিউর্জার্সী ষ্টেটে সাগরে সাঁতার কাটতে গিয়ে বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকান এহসান আমান উল্লাহ নামের এক যুবকের মৃত্যু ঘটে। ১৮ বছর বয়সী এহসান ঘটনার দিন বিকেল আটলান্টিক সাগরের মোহনায় বন্ধুদের সাথে সাঁতার কাটতে যায়। নিউজার্সীর ন্যূয়ার্কের কাছেই সাগর মোহনার ছোট একটি দ্বীপের কাছে সাঁতারের একপর্যায়ে গভীর জলে তলিয়ে যান এহসান। উদ্বারকারীরা খবর পেয়ে উদ্ধার চালায়। কিন্তু রাত বেশী হওয়ায় ওয়েস্ট মিলফোর্ড পুলিশ মঙ্গলবার রাতে সাগরে তল্লাসি স্থগিত রাখে। পরদিন বুধবার সকাল থেকে ষ্টেট পুলিশের উদ্ধারকারী দলসহ মেরিন ডুবুরীরা ব্যাপক তল্লাসি চালিয়ে এহসান আমান উল্লাহ’র মৃতদেহ উদ্ধার করে।
জুলাই:
বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি খোরশেদ আনোয়ারের ইন্তেকাল:
বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ফার্মাসিস্ট খোরশেদ আনোয়ার ২০ জুলাই, রোববার বেলা ১২ টার দিকে নিউইয়র্কের লং আইল্যান্ডের নর্থ শোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। লং আইল্যান্ডে তার মরদেহ দাফন করা হবে।
আগষ্ট:
বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আওলাদ হোসেন খানের ইন্তেকাল:
একাত্তুরের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আওলাদ হোসেন খান ৪ আগষ্ট রোববার রাত ৯ টা ২০ মিনিটে লং আইল্যান্ডের নর্থশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। পারিবারিক সিদ্ধান্তে পরবর্তীতে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হয় এবং নরসিংদী জেলায় মনহর্দী উপজেরার সৈয়দের গাঁও-এ তার গ্রামের বাড়ীতে পারিবারিক কবরস্থানে আওলাদ হোসেন খানের মরদেহ দাফন করা হয়।
জালালাবাদ এসোসিয়েশনের (শাহীন-মইনুল) নির্বাচন:
জালালাবাদ এসোসিয়েন অব আমেরিকার ভবন ক্রয়কে কেন্দ্র করে বিভক্ত সমিতির ‘শাহীন কামালী ও মইনুল ইসলাম’ নেতৃত্বাধীন অংশের নির্বাচনে ‘মইনুল-আসাদ’ প্যানেলকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। এস্টোরিয়াস্থ জালালাবাদ ভবনে ৬ আগষ্ট, মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন বিকেলে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত জানান। এর আগে ‘মইনুল-আসাদ’ প্যানেল ছাড়াও আরো দু’জন প্রার্থী সভাপতি ও কোষাধ্যক্ষ পদ থেকে প্রার্থী প্রত্যাহার করেন।
ফিলাডেলফিয়ায় মুনা’র কনভেনশন:
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, মুনা’র তিনদিনব্যাপী কনভেনশন ৯, ১০, ১১ আগস্ট শুক্রবার, শনিবার ও রোববার ফিলাডেলফিয়ার সুবিশাল দৃষ্টি নন্দিত ‘পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে’ অনুষ্ঠিত হয়। উত্তর আমেরিকায় মুনা’র এ কনভেনশনই প্রবাসী বাংলাভাষী মুসলমানদের সর্ববৃহৎ সমাবেশ। এতে ১০/১২ হাজার মুসলিম নরনারী যোগ দেন।
সেপ্টেম্বর:
বিভক্ত ফোবানা সম্মেলন:
উত্তর আমেরিকার লেবার ডে উইকেন্ড (৩০-৩১ আগষ্ট ও ১-২ সেপ্টেম্বর) ঘিরে নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের চার স্টেটে অনুষ্ঠিত হয় বিভক্ত ফোবানা সম্মেলন। এবারের সম্মেলন ছিলো ৩৮তম ফোবানা সম্মেলন। সম্মেলনগুলোর অনুষ্ঠানমাল মধ্যে ছিলো সেমিনার, কাব্য জলসা, ফ্যাশন শো, রকমারী স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।
নিউইয়র্কের ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হয় ম্যারিয়ট নিউইয়র্ক লাগোর্ডিয়া এয়ারপোর্ট হোটেলে। এই সম্মেলনের আয়োজক সংগঠন ছিলো আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এবিসিসিআই)। এই সম্মেলনের চেয়ারম্যান গিয়াস আহমেদ ও এক্সিকিউটিভ সেক্রেটারী দেওয়ান এ আজিম জুয়েল।
ম্যারিল্যান্ডের হোটেল হিলটন গেইটসবার্গে অনুষ্ঠিত সম্মেলনের আয়োজক সংগঠন ছিলো বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন ইনক। এই সম্মেলনের চেয়ারম্যান শাহ নেওয়াজ আর এক্সিকিউটিভ সেক্রেটারী হচ্ছেন কাজী সাখাওয়াত হোসেন আযম।
‘চেতনায় বাংলাদেশ’ শ্লোগান নিয়ে ভার্জিনিয়া আর্লিংটনের ক্রিস্টাল গেটওয়ে ম্যারিয়টে অনুষ্ঠিত সম্মেলনের আয়োজক সংগঠন ছিলো বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি। এই সম্মেলনের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর ও এক্সিকিউটিভ সেক্রেটারী আবীর আলমগীর।
অপরদিকে মিশিগানের ডেট্রয়েটের জায়নি ফিল্ডে অনুষ্ঠিত সম্মেলনের আয়োজক সংগঠন ছিলো বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান। এই সম্মেলনের চেয়ারম্যান আতিকুর রহমান এবং এক্সিকিউটিভ সেক্রেটারী হচ্ছেন ড. রফিক খান।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ড. ইউনূসের যোগদান:
জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদান করেন বাংলাদেশের অন্তর্র্বর্তী সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল পুরষ্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এ উপলক্ষ্যে তিনি ২২ সেপ্টেম্বর রোববার নিউইয়র্ক আসন ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার নিউইয়র্ক ত্যাগ করেন। জাতিসংঘে তাঁর আগমন ঘিরে বিএনপি-আওয়ামী লীগ জেএফকে বিমানবন্দরে ও জাতিসংঘের সামনে পাল্টাপাল্টি শান্তি ও বিক্ষোভ সমাবেশ করে। অপরদিকে ড. ইউনূসের সম্মানে সংবর্ধনা সভা বা প্রবাসীদের সাথে মতবিনিময় সভা এবং সংবাদ সম্মেলন না হওয়ায় কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেয়া দেয়।
অক্টোবর:

জ্যাকসন হাইটসের মসজিদ থেকে মমতাজ উদ্দিন ভূইয়া’র মরদেহ উদ্ধার:
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের পরিচিত মুখ মমতাজ উদ্দিন ভূইয়া (৭৫) মরদেহ ১০ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি মসজিদ থেকে পুলিশ উদ্ধার করে। তার দেশের বাড়ী কুমিল্লার চান্দিনা। মমতাজ উদ্দিন ভ‚ইয়া ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।
বাফেলোতে বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা:
নিউইয়র্কের বাফেলোতে বাংলাদেশী বংশোদ্ভুত যুবক রওনক হক রতন (২০) কৃষ্ণাঙ্গের গুলিতে নিহত হন। ১২ অক্টোবর, শনিবার বিকেলে বাফেলো শহরের নিকটবর্তী উপশহর চিত্তাওয়াগাতে নিজ বাসা থেকে দুই বøক দুরে তাকে গুলি করে হত্যা করা হয়। রতন গাড়ী পার্ক করে দুই বন্ধুকে নিয়ে গল্প করছিলেন। এমন সময় কৃষ্ণাঙ্গ এক ব্যক্তি এসে রতনের গাড়ী সরাতে বলে। তাদের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে কৃষ্ণাঙ্গ ব্যক্তিটি বন্দুক বের করে রতনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় রতনকে নিকটবর্তী একটি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রতনের জন্ম নিউইয়র্ক সিটির জামাইকায়। দুই ভাই ও এক বোনের মধ্যে রতন দ্বিতীয়। সে স্থানীয় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাবার নাম আতাউর লিটন এবং তাদের দেশের বাড়ী বগুড়া জেলার শিবগঞ্জে। তারা ২১ বছর নিউইয়র্কে বসবাস করার পর কয়েক বছর আগে বফেলো চলে যান।
অভিনেতা জামালউদ্দিন হোসেনের ইন্তেকাল:
বাংলাদেশে স্বাধীনতা উত্তরকালে নব নাট্য আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তি, মঞ্চ উদ্দীপিত করা ‘একুশে পদক’ প্রাপ্ত অভিনেতা জামালউদ্দিন হোসেন ১১ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬টায় কানাডায় ইন্তেকাল করেন। বেশ কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর খুলে নেয়া হয় ঐদিন সকালে। তবে তাকে সিডেটিভ দিয়ে ঘুম পারিয়ে রাখা হয়। বিকেলে তার কন্যা ফারজানা লস্কর লিপি জানান, তাদের পারিবারিক সম্মতিতেই লাইফ সাপোট খুলে নেয়া হয়। কারণ তার পিতা লাইফ সাপোর্টে যাওয়ার আগেই জানিয়ে রেখেছিলেন, তাকে যেন দীর্ঘদিন লাইফ সাপোর্টে রাখা না হয়। ফুসফুসের জটিলতাসহ অন্যান্য রোগে আμান্ত হয়ে ভুগছিলেন তিনি। এই বরেণ্য নাাটজন ক্যালগ্যারিতে ছেলের কাছে যাওয়ার আগে আটলান্টায় মেয়ের কাছে ছিলেন সস্ত্রীক। ফুসফুসের সমস্যা প্রকট হলে তিনি কাানাডায় যান। এবং হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে ভেন্টিলেটরে রাখা হয়।
চট্টগ্রাম সমিতি ইউএসএ’র নির্বাচন:
চট্টগ্রাম সমিতি ইউএসএ’র নির্বাচন ঘিরে সংগঠনটি অবার বিভক্ত হয়ে পড়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় রোববার (২০ অক্টোবর) এই নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬টি চ্যালেঞ্জ ভোট নিয়ে জটিলতা দেখা দিয়। প্রাথমিক ভোট গণনার ফলাফলে সভাপতি পদে মাকসুদ হক চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে আরিফুল ইসলাম জয়ী হন। পরবর্তীতে চ‚ড়ান্ত গণনায় নির্বাচন কমিশন আবু তাহেরকে সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন। এই সিদ্ধান্তের পর সমিতি ভবন দখল, পাল্টা দখলের ঘটনা ঘটে এবং প্রতিদ্ব›িদ্ব দুই প্যানেলের নির্বাচিতরাই পৃথক পৃথকভাবে নেতৃত্ব দিয়ে চলেছেন।
বাংলাদেশ সোসাইটির নির্বাচন:
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি ইনক’র দ্বি-বার্ষিক (২০২৫-২০২৬) নির্বাচন গত ২৭ অক্টোবর রোববার অনুষ্ঠিত হয়। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য আলোচিত এই নির্বাচনে প্রতিদ্ব›িদ্ব ‘সেলিম-আলী’ ও ‘রুহুল-জাহিদ’ প্যানেলের মধ্যে ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীরা পূর্ণ প্যানেলে জয়লাভ করে। এতে আতাউর রহমান সেলিম সভাপতি ও মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে ব্যয় হয় ১০ লক্ষাধিক ডলার।
পেনসিলভেনিয়ায় মাহবুবুর রহমান গুলিতে নিহত:
পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের আপারডাবী টাওনশীফ শহরের মোহাম্মদ মাহবুবুর রহমান নামে এক বাংলাদেশী গুলিতে নিহত হন। টাওনশীফ শহরের ৬৯তম স্টীট্রের মসজিদ আল মদিনার পার্কিং লটের ২৯ অক্টোবর, রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তার বয়স ৬৫ বছর, দেশের বাড়ি নড়াইল জেলায়। পেনসিলভেনিয়ার বৃহত্তম সংগঠন বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়ার অন্যতম সদস্য এবং বিটিএসপি’র প্রাক্তন নির্বাচন কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমান স্থানীয় কারেকশন অফিসের নিরাপত্তা কর্মী ছিলেন। বিটিএসপিতে তার রেজিঃ নাম্বার ৪২।
বাংলাদেশের ‘সমালোচনা’ করে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট:
বাংলাদেশের কঠোর সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এমন দাবি করে ৩১ অক্টোবর, বৃহস্পতিবার টুইটারে পোস্ট করেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী (পরবর্তীতে বিজয়ী) ডোনাল্ড ট্রাম্প। পোষ্টে ট্রাম্প লিখেছেন, ‘বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বর হামলার কড়া নিন্দা জানাচ্ছি। যারা উচ্ছৃঙ্খল জনতার দ্বারা হামলা ও লুটের শিকার হচ্ছেন। বাংলাদেশ এখন পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে।’ ট্রাম্প তার পোস্টে দাবি করেছেন যদি তিনি প্রেসিডেন্ট থাকতেন তাহলে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের ঘটনা ঘটত না। তিনি অভিযোগ করেছেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বে হিন্দুদের উপেক্ষা করেছেন। এছাড়া ইউক্রেন থেকে শুরু করে ইসরায়েল এবং নিজেদের দক্ষিণ সীমান্তসহ সব জায়গায় বাইডেন-হ্যারিস ব্যর্থ হয়েছেন বলেও দাবি করেছেন তিনি। ট্রাম্প বলেছেন, ‘আমার চোখের সামনে এগুলো কখনও হতো না। কমলা হ্যারিস ও জো বাইডেন হিন্দুদের আমেরিকাসহ পুরো বিশ্বব্যাপী উপেক্ষা করেছেন। ইসরায়েল থেকে ইউক্রেন, আমাদের দক্ষিণ সীমান্তসহ সব জায়গায় তাদের অবস্থা যা-তা। কিন্তু আমরা যুক্তরাষ্ট্রকে আবারও শক্তিশালী করব এবং শক্তির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনব। তিনি আরও লিখেছেন, ‘উগ্র বামপন্থিদের ধর্ম বিদ্বেষ থেকে আমরা আমেরিকান হিন্দুদের রক্ষা করব। আমরা স্বাধীনতার জন্য লড়াই করব। এছাড়া (নির্বাচিত হলে) আমার প্রশাসনের মাধ্যমে ভারত এবং ভালো বন্ধু নরেন্দ্র মোদির সঙ্গে শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ব।’
এদিকে ডোনাল্ড ট্রাম্পের উল্লেখিত পোষ্টের খবরে নিউইয়র্কেও বাংলাদেশী কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রবাসীরা বলছেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান সবাই মিলে মিশে বসবাস করেন। কেউ বলছেন, মোটা অংকের ডোনেশনের বিনিময়ে ট্রাম্প এমন পোষ্ট প্রদান করেছেন, আবার কেউ বলছেন প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশ ও ভারতীয় হিন্দুদের ভোট পেতে তিনি হিন্দু কমিউনিটির লবিং-এর কারণে এমন পোষ্ট দিয়েছেন।
নভেম্বর:
নভেম্বরের নির্বাচনে ৬ বাংলাদেশী-আমেরিকান জয়ী:
৫ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নির্বাচনে আবারও লড়ছেন বাংলাদেশী বংশোদ্ভুত ছয় প্রার্থী। আগে থেকেই যেসব নির্বাচিত প্রতিনিধি রয়েছেন, স্টেটের বিভিন্ন আইন সভায় তারাই আবার দাঁড়িয়েছেন। এবার নতুন কোনো প্রার্থীর খবর পাওয়া যায়নি। টানা চতুর্থ মেয়াদে ষ্টেট সিনেটর হওয়ার দৌঁড়ে আছেন জর্জিয়ার ডিস্ট্রিক্ট-৫ থেকে কিশোরগঞ্জের সন্তান শেখ এম রহমান। একই ষ্টেটের ডিস্ট্রিক্ট-৭ থেকে পুনরায় লড়ছেন নোয়াখালীর সন্তান নাবিলা ইসলাম। কানেক্টিকাট ডিষ্ট্রিক্ট-৪ থেকে ষ্টেট সিনেটর হওয়ার লড়াইয়ে আছেন চাঁদপুরের মাসুদুর রহমান। ভার্জিনিয়ায় সিনেট ডিস্ট্রিক্ট-৩৭ থেকে ভোটযুদ্ধে রয়েছেন নোয়াখালীর সন্তান সাদ্দাম সেলিম। তারা সবাই ডেমোক্র্যাট প্রার্থী। এছাড়াও নিউ হ্যাম্পশায়ার স্টেট হাউস অব রিপ্রেজেনটেটিভ পদে রকিংহ্যাম ডিস্ট্রিক্ট-২০ থেকে ষষ্ঠ মেয়াদে লড়ছেন পিরোজপুরের সন্তান আবুল বি খান। তিনি রিপাবলিকান প্রার্থী। এর বাইরে পেনসিলভেনিয়া, মিশিগান, নিউজার্সীসহ অন্যান্য ষ্টেটে কয়েকজন বাংলাদেশী-আমেরিকান রয়েছেন কাউন্টি, সিটি ও অন্যান্য পর্যায়ে। নিউজার্সী ষ্টেটের প্লেইন্স বরো টাউনশিপ থেকে নির্বাচিত কাউন্সিলম্যান, একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. নুরু নবী টানা ১৪ বছর ধরে এই পদে রয়েছেন। এবারও জয়ের ব্যাপারে আশাবাদী ডেমোক্র্যাট এই প্রার্থী।
তানজির রেজা চৌধুরীর ইন্তেকাল:
বিশিষ্ট লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মাহমুদ রেজা চৌধুরী এবং সাবেক ব্যাংকার সুরাইয়া খানমের একমাত্র পুত্র তানজির রেজা চৌধুরী হার্ট অ্যাটাকের শিকার হয়ে ১৫ নভেম্বর, শুক্রবার সকালে নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ নরশোর হাসপাতালের শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিলো ৩৯ বছর। মৃত্যুকালে তানজির স্ত্রী এটর্নী সুরাইয়া রহমান ও মা-বাবা সহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান। তানজিরের মরদেহ লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল পার্ক কবরস্থানে দাফন করা হয়।
মোহাম্মদ মহিউদ্দিনের ইন্তেকাল: বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র নির্বাচিত কোষাধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন ইন্তেকাল করেছেন। সম্প্রতি সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের সময় অসুস্থ হয়ে পড়লে তিনি বাংলাদেশে যান এবং দেশে শারীরিক পরীক্ষার পর তার ডেঙ্গু জ্বর সনাক্ত হয়। পরবর্তীতে হাসপাতালে ভর্তি হওয়ার পর বাংলাদেশ সময় ২০ নভেম্বর বুধবার সকাল ১০টার দিকে ইন্তেকাল করেন।
ডিসেম্বর:
জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র মামলায় মিল্টন ভুইয়ার জামিন লাভ:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক নেতা মোহাম্মদ মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন মঞ্জুর করেন। ২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে সাংবাদিক শফিক রেহমান, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও মিজানুর রহমান ভূঁইয়াসহ পাঁচজনের সাত বছরের কারাদÐের আদেশ দেন আদালত। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসামি মিজানুরের সাজা এক বছরের জন্য স্থগিত করেন। ২০১১ সালের সেপ্টেম্বরের আগে যেকোনো সময় থেকে এ পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও দলটির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্য দলগুলোর উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, আমেরিকার নিউ ইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্রিত হয়ে যোগসাজশে (তৎকালীন) প্রধানমন্ত্রীর ছেলে ও তার প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমান আগেই জামিন লাভ করেন।