বিজ্ঞাপন :
বিপিএল
ঢাকা ক্যাপিটালসকে ৪০ রানে হারাল রংপুর রাইডার্স
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০১:৪৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
- / ৩০ বার পঠিত
বিপিএলে আজ রাতের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৪০ রানে হারাল রংপুর রাইডার্স। আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৯১ রানের সৌধ গড়ে রংপুর। জবাব দিতে নেমে ঢাকা ৯ উইকেটে ১৫১ রান তুলতে সমর্থ হয়।
ইফতিখার আহমেদ (৩৮ বলে ৪৯), খুশদিল শাহ (২৩ বলে ৪৬*) ও সাইফ হাসানের (৩৩ বলে ৪০) ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৯১ রানের বড় সংগ্রহ পায় রংপুর। আলাউদ্দিন বাবু তিনটি ও মুকিদুল ইসলাম দুটি উইকেট নেন।
এই রান তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিম ও লিটন দাস উদ্বোধনী জুটিতে ঢাকাকে ৬৫ রান এনে দিলেও তাদের বিদায়ের পর শ্লথ হয়ে পড়ে রানের চাকা। শেখ মেহেদী হাসান (৪/২৭) ও খুশদিল শাহর (২/১৫) অনবদ্য বোলিং রংপুরকে এনে দেয় দারুণ এক জয়। সূত্র : বণিক বার্তা।
Tag :
বিপিএল