নতুন ইসি সদস্য মনোনয়নসহ আগামী ছয় মাসের কর্ম পরিকল্পনা গ্রহণ

- প্রকাশের সময় : ০৮:২৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০১৬
- / ৬৯২ বার পঠিত
নিউইয়র্ক: বৃহত্তর সিলেট তথা যুক্তরাষ্ট্র প্রবাসী জালালাবাদবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র মাসিক সভায় সংগঠনের কার্যকরী পষিদের একটি শূণ্য আসনে নতুন একজনকে মনোনয়ন দানসহ আগামী ছয় মাসের কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব কর্মকান্ডের মধ্যে রয়েছে: বৃহত্তর সিলেটের চার জেলাবাসী ও আলেম-ওলামাদের সাথে মতবিনিময়, বাংলাদেশের মহান বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান স্বাধীনতা দিবস পালন, র্যাফল ড্র’র আয়োজন, আজীবন সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা, ‘হাসন রাজা’ নাটক মঞ্চায়ন এবং বার্ষিক ইফতার মাহফিলের আয়োজন।
সিটির এস্টোরিয়াস্থ জালালাবাদ এসোসিয়েশন কার্যালয়ে গত ২০ নভেম্বর অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বদরুল হোসেন খান এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী। সভার শুরুতেই সাধারণ সম্পাদক আগামী ছয় মাসের কর্ম পরিকল্পনার প্রস্তাব তুলে ধরেন এবং পরবর্তীতে আলোচনা সাপেক্ষে তা গৃহীত হয়।
সভার সিদ্ধান্ত মোতাবেক এসোসিয়েশনের কার্যকরী পরিষদের (ইসি) সদস্য বেলাল আহমেদ (সিলেট) তার ব্যক্তিগত অসুবিধার জন্য কার্যকরী পরিষদের সদস্যপদ ছেড়ে দেয়ায় এবং এই শূণ্য পদে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সিরাজউদ্দিন আহমেদের পুত্র ওয়াহিদ পারভেজকে অন্তর্ভক্ত করা হয়। এরপর সভাপতি বদরুল হোসেন খান কার্যকরী পরিষদের নতুন সদস্য হিসেবে ওয়াহিদ পারভেজকে শপথ বাক্য পাঠ করান।
সভার সিদ্ধান্ত মোতাবেক জালালাবাদ ভবন বাস্তবায়নের লক্ষ্যে আগামী ডিসেম্বর ও জানুয়ারী মাসে বৃহত্তর সিলেটের চার জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রবাসী সিলেটবাসীদের নিয়ে পৃথক চারটি মতবিনিময় সভা আয়োজন করা হবে। সিলেট জেলাবাসীদের নিয়ে সভা হবে আগামী ৪ ডিসেম্বর রোববার, মৌলভীবাজার জেলাবাসীদের নিয়ে সভা হবে ১১ ডিসেম্বর রোববার, হবিগঞ্জ জেলাবাসীদের নিয়ে সভা হবে ২৫ ডিসেম্বর রোববার আর সুনামগঞ্জ জেলাবাসীদের নিয়ে সভা হবে আগামী ৮ জানুয়ারী রোববার।
এছাড়া কার্যকরী পরিষদের সাথে বৃহত্তর সিলেটের আলেম-ওলামাদের নিয়ে প্রবাসে ইসলামিক অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে পরামর্শ সভার আয়োজন করা হবে ২৭ নভেম্বর রোববার সন্ধ্যা ৭টায় সংগঠন কার্যালয়ে। জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে ইসলামিক অনুষ্ঠান আয়োজনের জন্য সভায় প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়।
অপরদিকে আগামী ১৮ ডিসেম্বর রোববার বাংলাদেশের মহান বিজয় দিবস, ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংগঠন কার্যালয়ে দিবসগুলো পালন করা হবে। বিজয় দিবস পালনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণের জন্য সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুব আলম খানকে দায়িত্ব দেয়া হয়। এছাড়া আগামী এপ্রিল মাসের সুবিধাজনক সময়ে জালালাবাদ ভবনের জন্য ফান্ড রেইজিং ডিনার পার্টি/কনসার্ট আয়োজনের জন্য সিদ্ধান্ত নেয়া হয় সভায়। এজন্য এসোসিয়েশনের অন্যতম সহ সভাপতি মইনুল হক চৌধুরীকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে দায়িত্ব দেয়া হয়।
উল্লেখ্য, এসোসিয়েশন কর্তৃক বাংলাদেশের মহান বিজয় দিবস পালনের দিন ১৮ ডিসেম্বর অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গণি ওসমানী (এমএজি ওসমানী)-এর উপর ভয়েস অব আমেরিকা (ভোয়া)-এর বাংলা বিভাগের সাবেক প্রধান, বিশিষ্ট সাংবাদিক, টিভি উপস্থাপক, আবৃত্তিকার, চলচ্চিত্র নির্মাতা ও সঙ্গীত শিল্পী ইকবাল বাহার চৌধুরী নির্মিত ‘লিবারেশন ওয়ার হীরো : জেনারেল ওসমানী : কমান্ডার ইন চীফ ১৯৭১ লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ’ শীর্ষক প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হবে।
সভার অপর সিদ্ধান্ত মোতাবেক এসোসিয়েশনের তহবিল বৃদ্ধির লক্ষ্যে র্যাফল ড্র’র আয়োজন করা হবে। এজন্য আগামী জানুয়ারী-এপ্রিল মাস ক্যাম্পেইন চলবে এবং এপ্রিল মাসে র্যাফল ড্র অনুষ্ঠিত হবে। র্যাফল ড্র কর্মসূচী সফল করতে এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেফাজকে আহ্বায়ক ও সদস্য কয়ছর রশিদকে সদস্য সচিব করে তাদের দায়িত্ব দেয়া হয়।
অপর সিদ্ধান্ত মোতাবেক আগামী ২০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সংগঠনের আজীবন সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করা হবে।
সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৫ রোববার জানুয়ারী কুইন্স থিয়েটারে ‘হাসন রাজা’ নাটক মঞ্চায়নের সিদ্ধান্ত হয়।
সভার অপর সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৮ মে রোববার বার্ষিক ইফতার মাহফিলের আয়োজন করা হবে। সিটির উডসাইডস্থ কুইন্স প্যালেসে এই মাহফিল আয়োজিত হবে।
সভায় কর্মকর্তাদের মধ্যে সহ সভাপতি মইনুল হক চৌধুরী, শাহ আলাউদ্দিন, সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেফাজ, কোষাধ্যক্ষ আতাউল গণি আসাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুব আলম খান, ক্রীড়া সম্পাদক বুরহান, কার্যকরী সদস্য সৈয়দ লোকমান আহমেদ, সাব্বির হোসেন, ওয়াহিদ পারভেজ উপস্থিত ছিলেন।