বিজ্ঞাপন :
‘বাংলাদেশের সিনেমা জগতে ভালো পরিচালক দরকার’
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৩:২৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
- / ১৫ বার পঠিত
রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সিয়াম বলেন, ‘আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদের সবার অভিভাবক শাকিব ভাইয়া। আমাদের কোন না কোন ভাবে কথা বলার সময় শাকিব ভাইয়াকে জড়িয়ে ফেলি।’
বাংলাদেশের সিনেমা অঙ্গন প্রসঙ্গে তার ভাষ্য, ‘বাংলাদেশের সিনেমা জগতে ভালো পরিচালক দরকার যারা সিনেমা নিয়ে ভাবেন যারা সিনেমাকে ওন করেন। যেভাবে শাকিব ভাই তার সিনেমাগুলোকে ওন করেন।’
এরপর বলেন, ‘এই ঈদে আমরা ভালো কিছু ছবি দেখবে পাবো। যখন হাইপ তৈরি করা ছবিগুলো আসে। পাশাপাশি শাকিব ভাইয়ার ছবির সঙ্গে অন্যদেরও ছবি আসে এটা আমাদের জন্য খুব ভালো একটা বিষয়।’
সিয়ামের কথায়, ‘দর্শকরা ছবি দেখার জন্য উৎসাহী হয়। বড়ভাইকে (শাকিব) একটু আলাদা ভাবে শুভকামনা জানাতে হবে এটা প্রাপ্য এটা আমাদের ভালোবাসা। আপনাদের দোয়া ও ভালোবাসায় এবার ঈদে মেগা ব্লকবাস্টার আসছে।’ সূত্র : ঢাকা পোস্ট।
Tag :
সিয়াম আহমেদ